S19 Black

S19 Black Addicted to a Girl (S)
(1)

"নবী মুহাম্মদ (সা.) বলেছেন: 'তোমাদের মধ্যে সেরা সেই ব্যক্তি, যে তার চরিত্রের দিক থেকে সেরা।' (বুখারি) #সালাম  #ইসলাম  #হ...
19/04/2025

"নবী মুহাম্মদ (সা.) বলেছেন: 'তোমাদের মধ্যে সেরা সেই ব্যক্তি, যে তার চরিত্রের দিক থেকে সেরা।' (বুখারি)

#সালাম #ইসলাম #হাদিস #আত্মউন্নয়ন

📖 "নবী মুহাম্মদ (সা.) বলেছেন: 'মুসলিমদের মধ্যে পরস্পরের প্রতি সবচেয়ে ভালোবাসার সম্পর্ক হলো তারা যে একে অপরকে সালাম দেয়...
19/04/2025

📖 "নবী মুহাম্মদ (সা.) বলেছেন: 'মুসলিমদের মধ্যে পরস্পরের প্রতি সবচেয়ে ভালোবাসার সম্পর্ক হলো তারা যে একে অপরকে সালাম দেয়।' (মুসলিম)"

আসুন, আমরা একে অপরকে সালাম দিয়ে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তুলি।

#হাদিস #নবী_মুহাম্মদ #সালাম #ভালোবাসা #ইসলাম #সম্প্রীতি

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ‘অত্যাচারী ব্যক্তি কখনো সফল হয় না।’ (সহিহ মুসলিম)  #ইসলাম  #হাদিস  #ধর্ম  #আত্মউন্নয়ন  #সাফল...
18/04/2025

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ‘অত্যাচারী ব্যক্তি কখনো সফল হয় না।’ (সহিহ মুসলিম)

#ইসলাম #হাদিস #ধর্ম #আত্মউন্নয়ন #সাফল্য"

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ‘তোমাদের মধ্যে সেরা ব্যক্তি সে, যে তার পরিবারবর্গের জন্য সবচেয়ে ভালো।’ (সহিহ বুখারি)"
18/04/2025

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ‘তোমাদের মধ্যে সেরা ব্যক্তি সে, যে তার পরিবারবর্গের জন্য সবচেয়ে ভালো।’ (সহিহ বুখারি)"

দুনিয়াতে তুমি একটি মৌমাছির মত থাকো। মৌমাছি যখন খায় তখন উত্তম খায়। যখন খাওয়ায় তখন ভালো খাওয়ায়। যখন কোন কিছুর উপর পড়...
18/04/2025

দুনিয়াতে তুমি একটি মৌমাছির মত থাকো। মৌমাছি যখন খায় তখন উত্তম খায়। যখন খাওয়ায় তখন ভালো খাওয়ায়। যখন কোন কিছুর উপর পড়ে যায়, সেটাকে ভেঙে দেয় না বা ছিঁড়ে ফেলে না।

- ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[আল-ফাওয়াইদ: ১৭০]
©collected

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
18/04/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো?

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।
নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

লেখা : সংগৃহীত
©collected

ঘরের পর্দানশীল নারীদের ঘন ঘন বাহিরের দামি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার চেয়ে, মাঝে মাঝে ভালোবাসা ও আন্তরিকতার সাথে নিজ হাত...
16/04/2025

ঘরের পর্দানশীল নারীদের ঘন ঘন বাহিরের দামি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার চেয়ে, মাঝে মাঝে ভালোবাসা ও আন্তরিকতার সাথে নিজ হাতে খাবার তৈরি করে তাদেরকে সারপ্রাইজ দিন, কিংবা তাদের নিয়ে একসাথে রান্না করে খাওয়ার আয়োজন করুন। এতে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং উভয়ের হৃদয়ে প্রশান্তি ও তৃপ্তি অনুভব হবে। ইন শা আল্লাহ।

- শাহরিয়ার নাফিস
©collected

এটি ১৮৮৩ সালে একজন আরব পুরুষের ছবি, এই লোকটি নিশ্চয় কখনও নারী অধিকার সম্পর্কে কোন বই পড়েননি,অথবা  কখনও নারী অধিকার সংক্...
16/04/2025

এটি ১৮৮৩ সালে একজন আরব পুরুষের ছবি, এই লোকটি নিশ্চয় কখনও নারী অধিকার সম্পর্কে কোন বই পড়েননি,অথবা কখনও নারী অধিকার সংক্রান্ত কোন সভায় অংশগ্রহণও করেননি.. অথচ লোকটি নিজ স্ত্রীকে ঘোড়ার পিঠে বসিয়ে নিজে ঘোড়ার লাগাম ধরে খালি পায়ে উত্তপ্ত মরুভূমিতে হেটে চলেছে.........

- মোখতার আহমেদ।
©collected

পর্দা করা মানে শুধু একচিলতে কাপড় গায়ে জড়িয়ে সতর ঢাকা নয়!©collected
15/04/2025

পর্দা করা মানে শুধু একচিলতে কাপড় গায়ে জড়িয়ে সতর ঢাকা নয়!
©collected

Address

Shibcher
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when S19 Black posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S19 Black:

Share