MD Fazla Alahi

MD Fazla Alahi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

05/05/2025

পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা একটু চিৎকার করে কাঁদতে পারেনা শুধু চোখের জল লুকিয়ে হাসে।
-রবীন্দ্রনাথ ঠাকুর।

24/04/2025

১। যে ব্যক্তি আল্লার কাছে ক্ষমা চায় তিনি অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, বাগান সৃষ্টি করবেন এবং নদ্বীনালা প্রবাহিত করবেন। [সূরা নূহ :১০-১২]
২। যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই মারা যায়, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু‘আ পড়ে নেবে আর ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে। [সহীহ বুখারীঃ ৬৩০৬]
৩। মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে। অতঃপর সে তওবা করলে, পাপকাজ ত্যাগ করলে এবং ক্ষমা প্রার্থনা করলে তার কলব পরিচ্ছন্ন হয়ে যায়। [সুনানে ইবনে মাজাহঃ৪২৪৪]
৪। রাসূল (সা) নামাযের পর একই বৈঠকে ইসতিগফার একশত বার পড়তেন। [সুনানে আবু দাউদঃ১৫১৬]
৫। রাসূল (সা) বলেন কেউ যদি ইসগিফার পাঠ করে, সে যুদ্ধ থেকে পালায়ন করার মত গুনাহ করলেও আল্লাহ তা’আলা তাকে মাফ করে দিবেন। [সুনানে তিরমিযীঃ৩৫৭৭]

ইস্তিগফারের গুরুত্ব | #৫৭৪
Daily Islam

19/02/2025
19/02/2025

আজকের আয়াত/হাদীস

"আবূ সা‘ঈদ খুদরী ও আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তারা উভয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন যে,

مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ وَلاَ نَصَبٍ وَلاَ سَقَمٍ وَلاَ حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ إِلاَّ كُفِّرَ بِهِ مِنْ سَيِّئَاتِهِ

কোনো ঈমানদার ব্যক্তি যে কোনো ব্যথা-ক্লেশ, রোগ-ব্যাধি, দুঃখ ভোগ করে, এমনকি যে দুর্ভাবনায় চিন্তাগ্রস্ত হয়; তার বিনিময়ে তার কোনো গুনাহ মাফ করে দেয়া হয়।

সহীহ মুসলিম, হাদীস ২৫৭৩ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬৩৩৪(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

অপেক্ষা করুন-ধৈর্য ধরুন....... 🤲
17/02/2025

অপেক্ষা করুন-ধৈর্য ধরুন....... 🤲

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট...
08/02/2025

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃ*ত্যুই হবে শেষ চাওয়া।

শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবেও আমরা যৌ*বনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

05/02/2025

কতটুক বাচবেন!

- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!

এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড!

খুব বেশি সময় নিয়ে আসেননিতো!

টিক টক ভিডিও,রিলস্ ভিডিও,ইউটিউবিং,ব্লগ,কাপল ব্লগ করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে!

টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন!

একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!

আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!

এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?

ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন!

সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!

নদীর ঢেউ অনুভব করুন!

ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন!

প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন!

স্রষ্টাকে স্মরণ করুন!

পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!

নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!

চমৎকার একটা কথা আছে জানেনতো?

- Don't count the days, make the days count!! ^_^

হ্যাপ্পি লাইফিং.....

একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি।

আসুন আমারা সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।

Collected by ~shihab

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Fazla Alahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share