Ruiam

Ruiam চলুন বাংলাকে রসালো করি

19/10/2025

অবশেষে HSC 25 এর জন্য সুখবর!
🔴 এইচএসসির ফলে বিপর্যয়: স্নাতক পর্যায়ে ফাঁকা থাকবে পৌনে ১১ লাখ আসন!
আবেদন যোগ্যতা অনেক বেশি কমাবে।
০১.জাতীয় বিশ্ববিদ্যালয় ২.৫০ থেকে কমাবে।
০২.গুচ্ছ তে কমাবে।
০৩. রাবি,চবি,জাবি সব বিশ্ববিদ্যালয় যোগ্যতা কমাবে।

উত্তীর্ণ সবাইকে অভিনন্দন!💜
19/10/2025

উত্তীর্ণ সবাইকে অভিনন্দন!💜

18/10/2025

ক্রিকেটে ডায়মন্ড ডাক বলতে কি বুঝায়? (৪৭ তম BCS)
ক. প্রথম বলে শূন্য রানে আউট
খ. দ্বিতী্য বলে শূন্য রানে আউট
গ. ইনিংসের শেষ বলে শূন্য রানে আউট

17/10/2025

HSC 25, ( Guideline No. 03)

Admission Test preparation
Subject:English
Topic: Preposition

Step1:
Stay cool and cover any single book not exceeding a list of 1000 (Maximum) prepositions. However, if u feel 1k is huge to u and seems a bunch of pressure, u can try to complete 500 initially. Once u can do it, ur interest will increase hopefully.

Step 2:
Now u start solving previous year prepositions which appeared at BCS preliminary exams(10th-47tth), admission test questions of different public universities(at least from session 2015-16 to session 2023-24). For further preparation, u can target solving some exams taken by the PSC.

Note: U can do follow the steps simultaneously.

Books to follow:
U can follow any book composed by any renowned publication which has designed the book quite orderly. U r advised to follow more than one book (at least 2) so that mistakes and confusions can be detected.(Every book has limitations)

Dear students, never can it be possible to take a strong and effective preparation on this memorizing topic for ur admission test unless u have a strong mindset full of determination and enthusiasm.

There is hardly any way u can follow to be able to take a "complete ' preparation on preposition. U can not finish going through thousands of prepositions within this short period. So, don't try at excessive amount of listed prepositions. But whatever the amount is, revision is extremely important.
Best of luck.
Ur teachers keep u in their prayers always.

Muhaimin Asif sir ❤️

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য নদীপাড়ের ৫ জেলার মানুষ প্রায় ১০০ কিলোমিটার জুড়ে মশাল মিছিল করছে।  উত্তরবঙ্গের মানুষ...
16/10/2025

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য নদীপাড়ের ৫ জেলার মানুষ প্রায় ১০০ কিলোমিটার জুড়ে মশাল মিছিল করছে।

উত্তরবঙ্গের মানুষেরা নিজ দায়িত্বে প্রচারে অংশ নিন- ‘জাগো বাহে কোনঠে সবায়’!

16/10/2025

খারাপ করা শিক্ষার্থীদের নিয়ে ট্রলে ভরে গেছে ফেসবুক। লাখ লাখ হাহা রিঅ্যাক্ট। অন্যের দুঃখে আনন্দ পাওয়ার সাইকোলজিক্যাল নাম "শ্যাডেনফ্রয়েড"।

I ranked sixth among more than 1,000 students in the first-year final exam at Notre Dame College’s science section. I wa...
16/10/2025

I ranked sixth among more than 1,000 students in the first-year final exam at Notre Dame College’s science section. I was over the moon. But in the following months, I became complacent. I got hooked on Colony Addabazi and spent hours loitering around the city or playing football and cricket in Motijheel Colony grounds.

Predictably, my HSC results were among the worst of my academic life. I ended up with a bare first division and just two letters. I believe I had the lowest result among the 122 students in Group One at the best college of the country that year.

It took me years—decades even—to overcome that shame. The problem with picking up bad habits in your teenage years is that they tend to stay with you. Shedding them takes years of consistent effort.

I was lucky to have supportive, disciplined siblings and great parents. Not everyone gets that kind of support. But I truly believe that if you work hard, no early failure can hold you back forever.

[ লিখেছেন - অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব জনাব শফিকুল আলম। নটর ডেম কলেজ ব্যাচ ১৯৮৯ ]

NotreDamians Worldwide

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
16/10/2025

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম


16/10/2025

HSC Batch 25,

রেজাল্ট যেমন ই হোক, মাগরিবের আগেই পড়তে বসো। আর পড়তে পড়তে পরবর্তী করণীয় ঠিক করো।

যারা ফেল করেছো তারা পড় পাশের জন্য। আর যারা পাশ করেছো তারা অনার্স কোথায় করবা ভাবতে থাকো। আর কারো রেজাল্ট "ভালো " হয়ে থাকলে সকল প্রশংসা সৃষ্টিকর্তাকে দিয়ে সন্ধ্যার আগেই এডমিশন এর পড়ায় ফিরে যাও। মনে মনে কৃতজ্ঞ হও সবার প্রতি যাদের অবদান আছে তোমার এ কৃতিত্বে।

জীবন অনিশ্চয়তায় ভরপুর - একথা সকলের জন্য সমানভাবে সত্য। কাজেই কেউ নিজের উপর কোন জুলুম করবা না।

আশপাশের কাকাকাকুজ্যাঠাজ্যাঠুখালাখালুফুপাফুপু সবার থেকে সাবধানে থাকবা। এরাই মূল সমস্যা এই সময়টায়।

তবে বলে রাখি, বাবা মায়ের কাছাকাছি থাকো। ইনারা কতক্ষন/ কিছুদিন টগবগ করলেও এরা জানে তুমি তাদের সন্তান। বুকের মধ্যে নিয়ে নিবে আজ বা কাল।

আর যারা ইতিমধ্যে শয়তানের পাল্লায় পড়ে লতাপাতা খাচ্ছো এরা হইলো খাটাশ এবং অভিনেতা। এরা আজ না হয় কাল এইগুলাই করতো। এদের পাশে থাকার সাধ্য কারো নাই। এরা হলো প্রকৃত আত্মকেন্দ্রিক মানুষ যারা অল্পতেই হতাশ হয়। এদের ভান এরকম যেনো মানতেই চায় না তার একজন সৃষ্টিকর্তা আছেন যার ইশারাতেই সকল ভাগ্য নিয়ন্ত্রিত হয়।

আল্লাহ সকলের সন্তানকে মানসিকভাবে সুস্থ রাখুন। পাশ, ফেল, ভালো ফলাফল সব কিছুই একটা সাইকেল। সময়মত প্যাডেলে চাপ দিতে হয়। এখন না পারলে পরে অন্য কোথাও জীবনে অনেক প্যাডেল আসবে। কে কে কখন কোন প্যাডেলে চাপ দিয়ে সুন্দর করে ফেলবে জীবনটাকে তা কেবল আল্লাহ ই জানেন। সমস্ত জীবন বাকি এখনো তোমাদের। সামনে ক্যারিয়ার, সংসার, নানা সামাজিক দায়িত্ব আর হাজারো চ্যালেঞ্জ আসতেই থাকবে। সবগুলিকেই তুমি
সামাল দিবে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে- শুভকামনা রইলো।

যাদের ফলাফল খারাপ হলো মেসেঞ্জার খোলা রইলো তোমাদের জন্য ❤️❤️।

মুহাইমিন আসিফ স্যার
নটরডেম কলেজ ঢাকা

এইচএসসি ২০২৫-এর ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭-২৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। লিঙ্ক : https://rescrutiny.eduboardre...
16/10/2025

এইচএসসি ২০২৫-এর ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭-২৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। লিঙ্ক : https://rescrutiny.eduboardresults.gov.bd/

এ বছর যারা এ প্লাস পেয়েছে , তারা সত্যিকার অর্থেই মেধাবী ♥️
16/10/2025

এ বছর যারা এ প্লাস পেয়েছে , তারা সত্যিকার অর্থেই মেধাবী ♥️

Innalillah
16/10/2025

Innalillah

Address

Dhaka University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruiam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share