Ruiam

Ruiam চলুন বাংলাকে রসালো করি

21/06/2025

শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক ছাত্র। গত ৪ জুন হলের ১৫৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে।
©️Dhaka Post

 #ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক!⤵️▪️চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস...
21/06/2025

#ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক!⤵️

▪️চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে ৩ দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যেই বৈঠকের বিষয়টি জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে।

▪️জানা যায়, বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এ দিকে বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে অংশ নেন। বৈঠকে তিনি ত্রিপক্ষীয় প্রক্রিয়ার উদ্বোধনী বৈঠক আহ্বানের জন্য চীনের প্রশংসা করেন। সেই সঙ্গে জনকেন্দ্রিক উন্নয়নের জন্য তিনপক্ষের অভিন্ন আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্রসচিব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সম্পৃক্ততার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ঊর্ধ্বমুখী গতিপথে সন্তুষ্টি প্রকাশ করে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে আদান-প্রদানে সম্পর্ক বাড়াতে চীন ও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তুতির কথা জানান।

▪️ত্রিপক্ষীয় ওই বৈঠকে সব পক্ষই সহযোগিতা উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয়-জিতের সহযোগিতায় কাজ করবে বলে সম্মত হয়েছে।

সেই সঙ্গে বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।

তথ্যসূত্রঃ আরটিভি নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন ২০২৫ , ০৫:২২ এএম

20/06/2025

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান :

ইরান আরব রাষ্ট্র নয়।
ইরানের জনগণের ভাষা ফারসি, আরবি নয়।
ইরান আরব লীগের সদস্য নয়।

৪৫ তম বি.সি.এস. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত।মোট উত্তীর্ণ- ৬৫৫৮ জন, উত্তীর্ণ সকলকে অভিনন্দন।
18/06/2025

৪৫ তম বি.সি.এস. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত।
মোট উত্তীর্ণ- ৬৫৫৮ জন, উত্তীর্ণ সকলকে অভিনন্দন।

ফিলিস্তিনিদের তুলনায় ইসরায়েলিদের মৃত্যুকে ৩৩ গুণ বেশি কাভারেজ দিয়েছে বিবিসি!প্রতি একজন ইসরায়েলির মৃত্যুর জন্য বিবিসি ফি...
17/06/2025

ফিলিস্তিনিদের তুলনায় ইসরায়েলিদের মৃত্যুকে ৩৩ গুণ বেশি কাভারেজ দিয়েছে বিবিসি!

প্রতি একজন ইসরায়েলির মৃত্যুর জন্য বিবিসি ফিলিস্তিনিদের তুলনায় ৩৩গুণ বেশি কাভারেজ দিয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। বিবিসির ৩৫ হাজারেরও বেশি সংবাদ ও কনটেন্ট পর্যবেক্ষণ করে এ ফলাফল পেয়েছে সেন্টার ফর মিডিয়া মনিটরিং (CfMM)। গাজার ওপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে বিবিসির সংবাদ কাভারেজে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রচণ্ড পক্ষপাতিত্ব রয়েছে এবং এটি নিরপেক্ষতার মানদণ্ড রক্ষা করতে পারেনি বলে দাবি করেছে তারা।

গবেষণার ফলাফলে দেখা গিয়েছে ব্রডকাস্ট এবং অনলাইন, দুই জায়গাতেই এই ডাবল স্ট্যান্ডার্ডের উদাহরণ পাওয়া গেছে। বিবিসির কনটেন্টগুলোতে বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের গণহত্যার অভিযোগও খারিজ করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ অক্টোবর পর্যন্ত বিবিসির ৩,৮৭৩টি অনলাইন আর্টিকেল এবং ৩২,০৯২টি টিভি সেগমেন্ট বিশ্লেষণ করেছে CfMM। একইসাথে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত ৭,৭৪৮টি আর্টিকেলের তুলনামূলক বিশ্লেষণ চালিয়েছে তারা। এই ১২ মাসে ৪২,০১০ জন ফিলিস্তিনি এবং ১,২৪৬ জন ইসরায়েলি নিহত হয়েছেন; অনুপাত হিসেবে এ হিসাব ৩৪:১।

CfMM-এর গবেষণায় উঠে এসেছে, বিবিসি brutal, atrocities, slaughter, barbaric, deadly–এর মতো শব্দগুলো ইসরায়েলি ভুক্তভোগীদের ক্ষেত্রে চারগুণ বেশি ব্যবহার করেছে। massacre শব্দটি ইসরায়েলিদের জন্য ১৮ গুণ বেশি ব্যবহৃত হয়েছে। ইসরায়েলিদের ক্ষেত্রে ২২০ বার murder বলা হয়েছে, যেখানে ফিলিস্তিনিদের জন্য বলা হয়েছে মাত্র একবার। butchered, butcher এবং butchering-এর মতো শব্দগুলো কেবল ইসরায়েলিদের জন্যই ব্যবহৃত হয়েছে।

গাজায় মৃত্যুর সংখ্যা ৩৪ গুণ বেশি হওয়া সত্ত্বেও বিবিসি দুই পক্ষের প্রোফাইল সংবাদগুলো প্রায় সমান সংখ্যায় প্রকাশ করেছে। তাছাড়া তারা প্রায় প্রতিবারই ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা উল্লেখ করার সময় সূত্র হিসেবে ‘হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়’ উল্লেখ করেছে।

বিবিসি তাদের রিপোর্টিংয়ে ঐতিহাসিক ও সমসাময়িক প্রেক্ষাপটও উপেক্ষা করেছে এবং CfMM-এর দাবি অনুযায়ী, এটি বিবিসির একটি ‘প্রাতিষ্ঠানিক’ প্রবণতা।

বিবিসির অনলাইন কনটেন্টের অন্তত ৪০ শতাংশে ৭ অক্টোবরের হামলার ঘটনা উল্লেখ ছিল, কিন্তু এর আগের দশক দশক ধরে চলা ইসরায়েলিদের সহিংসতা ও দখল বিষয়টি উল্লেখ করা হয়েছে মাত্র ০.৫ শতাংশ নিবন্ধে।
৭ অক্টোবর প্রসঙ্গে occupation ০.৩%, blockade ০.০৮%, এবং settlement শব্দটি ০.০৩% রিপোর্টে উল্লেখ করা হয়েছে। টিভি এবং রেডিওতেও একই প্রবণতা দেখা গেছে। ‘দাহিয়া ডকট্রিন’ (যুদ্ধের অংশ হিসেবে বেসামরিক অবকাঠামো ধ্বংস করা) বা ‘হ্যানিব্যাল ডিরেকটিভ’ (আইডিএফ সদস্যকে বন্দি না হতে দেওয়ার জন্য হত্যা করার অনুমোদন)-এর মতো ইসরায়েলি সামরিক নীতিমালার কোনোকিছুই বিবিসির প্রতিবেদনে উপস্থিত ছিল না।

এছাড়াও ৭ অক্টোবর হামলা নিয়ে বিবিসি ৩৮ জন সাক্ষাৎকারদাতাকে হামাসের নিন্দা করার ব্যাপারে প্রশ্ন করলেও ইসরায়েলের হামলা নিয়ে কাউকে প্রশ্ন করা হয়নি।

CfMM আরও দেখতে পায় যে গাজা ও ইউক্রেন যুদ্ধের কাভারেজে বিবিসির আচরণে প্রবল দ্বিমুখী আচরণ করেছে। বিবিসির প্রতিবেদনগুলোতে ইউক্রেনে ঘটা যুদ্ধাপরাধের কথা গাজার তুলনায় ২.৬ গুণ বেশিবার বলেছে। ইসরায়েলিদের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে ৭৫% কেসে, যেখানে রাশিয়ার ক্ষেত্রে এটি ১৭%।

ইউক্রেনে নিহত সাংবাদিকদের ৬২ শতাংশের ওপর বিবিসি রিপোর্ট করেছে, যেখানে গাজার ক্ষেত্রে মাত্র ৬ শতাংশ নিহত সাংবাদিকদেরকে নিয়ে প্রতিবেদন করা হয়েছে। গাজায় অন্তত ২৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, যুগোশ্লাভিয়া ও আফগানিস্তান যুদ্ধের সম্মিলিত সাংবাদিক মৃত্যুর চেয়েও বেশি। সাংবাদিকদের জন্য গাজা এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান।

বিবিসির আরেকটি ডাবল স্ট্যান্ডার্ড প্রকাশ পায় ‘আটক ব্যক্তিদের’ বিবরণে। ফিলিস্তিনিদেরকে ‘prisoner’ হিসেবে উল্লেখ করা হলেও হামাসের হাতে আটক ইসরায়েলিদের উল্লেখ করা হয়েছে ‘hostage’ হিসেবে। এমনকি বিনা অভিযোগে আটক ফিলিস্তিনিদেরকেও কখনোই ‘hostage’ বলা হয়নি একবার ছাড়া, সেটিও পরে সরিয়ে ফেলা হয়।

বিনা অভিযোগে ফিলিস্তিনিদেরকে আটক করার নীতি ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন’ উল্লেখ করা হয়েছে মাত্র ৬টি প্রতিবেদনে। বর্তমানে ইসরায়েল ১০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে বন্দি করে রেখেছে, যাদের মধ্যে ৩,৫০০ জনের বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই এবং এদের মধ্যে ৪০০ জনের বেশি শিশু।

২০২৫ সালের জানুয়ারিতে বন্দি বিনিময়ের সময় ৯০ জন ফিলিস্তিনি মুক্তির বিপরীতে মাত্র ৩ জন ইসরায়েলি মুক্তি পায়। তবুও বিবিসির ৭০ শতাংশ রিপোর্ট ইসরায়েলিদের ওপর কেন্দ্রীভূত ছিল। বিবিসি টিভি ও রেডিওতে ইসরায়েলিদেরকে নিয়ে মানবিক গল্প প্রচার করলেও ফিলিস্তিনিদের কোনো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং তাদের নিয়ে সেই মানবিক গল্পগুলোও প্রচার করেনি।

মূল: হ্যারিয়েট উইলিয়ামসন | নোভারা মিডিয়া

বাংলাদেশের একমাত্র ক্যান্টিন যেখানে খাওয়ার থেকে পড়াশোনা বেশি হয়🙂📍 Notre Dame college ,Dhaka
16/06/2025

বাংলাদেশের একমাত্র ক্যান্টিন যেখানে খাওয়ার থেকে পড়াশোনা বেশি হয়🙂
📍 Notre Dame college ,Dhaka

16/06/2025
New auditorium of Rangpur Medical College 🥹🧡Orientation of 2024-25 Students will be happening here, they are going to lo...
15/06/2025

New auditorium of Rangpur Medical College 🥹🧡
Orientation of 2024-25 Students will be happening here, they are going to love this 🧡

14/06/2025

ইরান গুপ্তচরবৃত্তির জন্য ৭৩ জনকে গ্রেফতার করেছে। যার অধিকাংশই ইন্ডিয়ান নাগরিক। যারা ইসরাইলকে গোয়েন্দা তথ্য দিত।

সর্বশেষ আপডেট Operation Severe Punishment -নেতানিয়াহু পুতিনকে কল করে ইরানের হামলা বন্ধের অনুরোধ জানালে পুতিন তা সরাসরি প...
14/06/2025

সর্বশেষ আপডেট Operation Severe Punishment -
নেতানিয়াহু পুতিনকে কল করে ইরানের হামলা বন্ধের অনুরোধ জানালে পুতিন তা সরাসরি প্রত্যাখান করে দিয়েছেন।

পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও বিশ্ব তেল প‌রিবহ‌নের গেটও‌য়ে খ‌্যাত হরমুজ প্রণালী দিয়ে সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান।

মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সাম‌রিক ঘাঁ‌টি সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ‌্য, যে দেশে অব‌স্থিত মা‌র্কিন সামরিক ঘাঁটি থেকেই হামলা কর‌বে ইরা‌নে সেখানেই পাল্টা হামলার ঘোষণা দিয়ে রেখেছে ইরান (ফলে সেসব দেশেরও যুদ্ধের জড়ানোর সম্ভবনা অনেক বেশি)।

যুদ্ধ জাহাজ ও রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

আকাশ পথে দুই দফা হামলার পরে তৃতীয় দফায় সাব-মেরিন ও যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান।

ওদিকে ইরানের হামলায় পুরো বিপর্যস্ত ইসরায়েল পরমাণু হামলার হুমকি দিয়েছে। ইরানও আজ যে‌কোনো সময় পারমাণ‌বিক বোমা পরীক্ষার ঘোষণা দি‌য়ে‌ছে।

ইতোমধ্যেই রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

উত্তর কোরিয়া ইরানকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু গ্রিসে নিরাপদে আশ্রয় নিয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান আমেরিকার F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এক নারী পাইলটকে গ্রেফতার করেছে।

©Shariful Islam Alal

ব্ল্যাক বক্স: বিমান দুর্ঘটনার আসল কারণ জানা যায় ছোট্ট এই যন্ত্রেবিমান দুর্ঘটনার পর যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায়, তখন তদ...
13/06/2025

ব্ল্যাক বক্স: বিমান দুর্ঘটনার আসল কারণ জানা যায় ছোট্ট এই যন্ত্রে

বিমান দুর্ঘটনার পর যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায়, তখন তদন্তকারীরা নজর দেন একটি বিশেষ যন্ত্রের দিকে— ব্ল্যাক বক্স। এটি যেন বিমানের ‘স্মৃতির খাতা’, যার ভেতর লুকিয়ে থাকে ঘটনার প্রকৃত চিত্র। কিন্তু এই ব্ল্যাক বক্স কী? কেন এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক।

ব্ল্যাক বক্স কী?
ব্ল্যাক বক্স হলো একটি উচ্চ প্রযুক্তির রেকর্ডিং যন্ত্র, যা মূলত দুটি অংশে বিভক্ত-

Cockpit Voice Recorder (CVR) – এটি পাইলটদের ককপিটে হওয়া সব কথোপকথন রেকর্ড করে।

Flight Data Recorder (FDR) – এটি বিমানের প্রযুক্তিগত তথ্য, যেমন—উচ্চতা, গতি, ইঞ্জিনের কার্যক্রম, দিকনির্দেশ, অটোপাইলটের অবস্থা ইত্যাদি রেকর্ড করে।

এই দুটি যন্ত্রই একত্রে ব্ল্যাক বক্স নামে পরিচিত।

কেন একে ব্ল্যাক বক্স বলা হয়?
আসলে ব্ল্যাক বক্সের রঙ কালো নয়, বরং এটি উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে, যাতে দুর্ঘটনাস্থলে সহজে খুঁজে পাওয়া যায়। ‘ব্ল্যাক বক্স’ নামটি এসেছে একটি রূপক অর্থে— দুর্ঘটনার অন্ধকার রহস্য উন্মোচন করার ক্ষমতা আছে বলেই একে এমন বলা হয়।

কীভাবে কাজ করে ব্ল্যাক বক্স?
বিমানে উড্ডয়নের শুরু থেকেই ব্ল্যাক বক্স কাজ শুরু করে। এটি প্রতি সেকেন্ডে শত শত তথ্য রেকর্ড করে এবং সর্বশেষ ২৫-৩০ ঘণ্টার ডেটা সংরক্ষণ করতে পারে। ব্ল্যাক বক্স সাধারণত বিমানের লেজের অংশে স্থাপন করা হয়, কারণ দুর্ঘটনার সময় এ অংশটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে।

দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্সের ভূমিকা
যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে, তখন ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় এবং বিশেষ পরীক্ষাগারে নিয়ে গিয়ে এর ডেটা বিশ্লেষণ করা হয়। ককপিটের রেকর্ডিং থেকে বোঝা যায় পাইলট কী বলছিলেন, কী সিদ্ধান্ত নিচ্ছিলেন। অপরদিকে, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিমানের কোন যন্ত্রাংশে সমস্যা হয়েছিল বা না হয়েছিল।

এভাবেই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়।

প্রযুক্তিগত সুরক্ষা
ব্ল্যাক বক্স অত্যন্ত মজবুত ধাতু দিয়ে তৈরি এবং এটি-

১১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে।

গভীর সমুদ্রের চাপে অক্ষত থাকতে পারে।

প্রায় ৩০ দিন পর্যন্ত একটি লোকেশন ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল পাঠাতে থাকে।

ব্ল্যাক বক্স নিছক একটি যন্ত্র নয়— এটি একটি মূক সাক্ষী, যা কথা বলে, তথ্য দেয়, এবং প্রমাণ হাজির করে। আধুনিক বিমানে এর উপস্থিতি শুধু নিরাপত্তার দিক থেকেই নয়, বরং ভবিষ্যতের দুর্ঘটনা রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা চলে, আকাশপথের যেকোনো বিপর্যয়ের পরে সত্য উদঘাটনের চাবিকাঠি এই ব্ল্যাক বক্সই।

Address

Dhaka University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruiam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share