31/07/2024
আজকের ঘটনার সংক্ষিপ্ত বর্ননা।
সকাল ১১:৩০ টার দিকে ক্যাম্পাস থেকে ৫ জন মিলে হাইকোর্ট এলাকায় যাই। বাকি ৪ জনকে শিক্ষা ভবনের অপজিট পাশে রেখে আমি মাজার গেটে গিয়ে ক্যামেরা বের করি কিছু ছবি তুলবো বলে। ক্যামেরার ৩য় সাটার চাপ দিবো এমন সময় সহযোদ্ধা নুর ভাই ও নুসরাত আপুকে দেখে অবাক হই। ক্যারেরা ছেরে দিয়ে নুর ভাইয়ের ডান হাত ধরেছি মাত্র এমন সময় এক পুলিশ কর্মকর্তা আমাকে জরিয়ে ধরে বলেন আপনি তো সাংবাদিক আপনি তাকে বাচাতে যাচ্ছেন কেন। সে আমাকে একপাশে ঠেলে দিয়ে নুর ভাইকে প্রিজম ভ্যানে উঠালেন। পাশে দাড়িয়ে ভার্সিটির পরিচিত স্যারদের ফোন দেওয়া শুরু করি।
নুসরাত আপু গাড়ি আটকে রাখছে। এমন সময় একজন পুলিশ এসে মহিলা পুলিশকে বললো মেয়েটাকে এদিকে নিয়ে আসো। ফোন রেখে নুসরাত আপুর কাছে গেলাম। তাকে সমস্ত মেয়ে পুলিশরা টেনে গেটের দিকে নিলো। তারপর আবার ফোন দেওয়া শুরু হলো। এর পরের ঘটনা গুলো না বলাই থাক।
অতঃপর ভার্সিটির বড় ভাই আপুরা এসে ভাইকে ছাড়িয়ে চলে আসতে পারলাম।