Silent Message

Silent Message Educational Islamic

06/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী।"

29/03/2025

"অবহেলিত এক আত্নীয়ের নাম ফুফু"

24/03/2025

মোবাইল ফোনে আগেই বিয়ে হয়েছিলো সৌদি প্রবাসী সাগরের। বিয়ের গয়না,জামা কাপড় সবছিলো তার সাথে। আগামীকাল বিয়ে কিন্তু সড়ক দুর্ঘ*টনায় প্রাণ হারালেন আজ। এক নিমিষেই ধূলিসাৎ প্রবাসীর স্বপ্ন

15/03/2025
রাত বাজে পৌনে তিনটা। সেহরি করবো একটু পর তাই লাইব্রেরী থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমের সামনে বসে আছি। হঠাৎ দেখি চার-পাঁচ...
14/03/2025

রাত বাজে পৌনে তিনটা। সেহরি করবো একটু পর তাই লাইব্রেরী থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমের সামনে বসে আছি। হঠাৎ দেখি চার-পাঁচটা কুকুর, সামনে একটা বড় কুকুরের মুখের মধ্যে একটা বাচ্চার পা আর মাথাটা নিচে ঝুলছে। চারদিকে ছিমছাম নীরবতা আর এই দৃশ্য। কতটা হরর হতে পারে মিটফোর্ড আজকে ফিল করলাম...

– আদিব
সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
“আমার দেহ, আমার স্বাধীনতা।”
এটা হলো “কাছে আসার পরের গল্প”, যেটা কখনও দেখানো হয়না...
যাইহোক এগুলো কোনো বিষয় না কারণ দোষটা আবু ত্ব-হা আদনানের ওপর চাপায় দাও...

04/03/2025

তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে!
তুমি যত বাস্তববাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে!

🇨🇭পিরিয়ড (মাসিক) চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন। 🇨🇭পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি,বা  কোমল পানীয় এবং ...
27/02/2025

🇨🇭পিরিয়ড (মাসিক) চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন।

🇨🇭পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি,বা কোমল পানীয় এবং নারিকেল একদম খাবেন না

🇨🇭 এসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ
পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে
লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যাবহার
এসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী
মাথাব্যথার কারণ হতে পারে।

🇨🇭এসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকা
রস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে
দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার
সম্ভাবনা রয়েছে।

🇨🇭এছাড়াও লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন
শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত
পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে
ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে
পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার,
জরায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।

🇨🇭গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন
সময়ে ঠান্ডা পানি পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে
পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের
মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে।

🇨🇭 এই তথ্যটুকু আমাদের স্ত্রী, মা,বোন, কন্যা,সকলের কাছে পৌছে দিতে হবে। সচেতন হোন সুন্দর জীবন গড়ুন।

©️

01/02/2025

🫠🫠

মাগরিবের আগে বিকেলের ২ ঘন্টা ক্রিকেট, আহা সেই দিন গুলো! 🙂
01/02/2025

মাগরিবের আগে বিকেলের ২ ঘন্টা ক্রিকেট, আহা সেই দিন গুলো! 🙂

কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়? অনিদ্রা বা ঘুম কমে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী ডায়েটে ভিটামিন ডি-এর ঘাটতি। হাড়ের সুস্থ...
30/01/2025

কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়?
অনিদ্রা বা ঘুম কমে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী ডায়েটে ভিটামিন ডি-এর ঘাটতি।
হাড়ের সুস্থতার পাশাপাশি ভিটামিন ডি খেয়াল রাখে ঘুমের।
পর্যাপ্ত ভিটামিন ডি খেলে সুনিদ্রা হয়।
স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত সমস্যাও দূর হয় এই ভিটামিনে।
সূর্যালোক ছাড়াও এই ভিটামিন পাবেন সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, ডেয়ারিজাত খাবার ও ফলের রসে।

29/01/2025

সন্তানের সামনে বাবার জীবন কেড়ে নিলো,,,🥲🥲 অথচ সবাই চেয়ে দেখলো,,,,🫵 এর চেয়ে কষ্ট বেদনাদায়ক ঘটনা আর কি হতে পারে,,🫵🫵 ক্ষমতা আছে তাই করলেন,,,, কিন্তু মনে রাখিয়েন এতিমের কান্নার বিচার আল্লাহ করবে একদিন,,,🤲

10/12/2024

#শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ




Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silent Message posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share