Rashed Rahman Hira

Rashed Rahman Hira Very simple �

৫০,০০০ টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারেন even if you don’t know digital marketing, as long as you understand it.আপন...
21/07/2025

৫০,০০০ টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারেন even if you don’t know digital marketing, as long as you understand it.

আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি বেসিক ফোনে ছবি তুলতে পারেন, আর যদি ৫০,০০০ টাকা হাতে থাকে
তাহলে আপনি পুরোপুরি তৈরি একজন অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য।

কি করতে হবে? সহজ ভাষায় বলি-

১. পণ্য সিলেক্ট করুন। প্রথমেই ঠিক করুন, আপনি কী নিয়ে কাজ করতে চান। যেমন মেকআপ প্রোডাক্ট, হেলথ কেয়ার আইটেম, মোবাইল এক্সেসরিজ, ইসলামিক গিফট, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর পণ্য, সোস্যাল মিডিয়ায় জনপ্রিয় অন্য কারো কোর্স। যে পণ্য আপনি নিজেই ভালো বোঝেন বা ভালোবাসেন সেটাই বেছে নিন।

২. প্রোডাক্ট সোর্সিং করুন (এটাই মূল কাজ)
লোকাল পাইকারি দোকানে যান।
ভালো দাম, ভালো কোয়ালিটি, ভালো রেসপন্স এই তিন দেখে দোকানদারের সঙ্গে ডিল করুন। বলুন, “ভাই, আমি অনলাইনে বিক্রি করবো। অর্ডার পেলে আপনার কাছ থেকেই নিবো।”
৮০% দোকানদার রাজি হবে।

৩. ছবি তুলুন, সুন্দরভাবে সাজান
একটু আলোর কাছে, সাদা ব্যাকগ্রাউন্ডে, পরিচ্ছন্ন ছবি তুলুন Canva বা Pixellab অ্যাপ ব্যবহার করে স্মার্ট পোস্ট বানান।

৪. ফেসবুক পেইজে পোস্ট দিন + Boost করুন
একটি পোস্ট Boost করুন ১০০–২০০ টাকা দিয়ে। লক্ষ্য ঠিক করুন যেমন “18–35 Female, Dhaka” ইনবক্সে মেসেজ আসবে।

৫. ইনবক্সে কাস্টমারের সাথে কথা বলুন, অর্ডার কনফার্ম করুন।
অর্ডার পাওয়ার পর দোকানদারকে বলুন, “এই ঠিকানায় পাঠিয়ে দিন।” আপনি কুরিয়ার বা লোকাল ডেলিভারির মাধ্যমে সেটি পাঠাবেন।

লাভটা কোথায়?
প্রোডাক্ট আপনি ৩০০ টাকায় কিনছেন, বিক্রি করছেন ৪২০ টাকায়। ডেলিভারি আর Boost খরচ বাদে আপনার লাভ ২ টাকাও যদি হয় আপনি সাকসেস। তারমানে আপনি বিক্রি করতে জানেন। বিক্রি করার বিদ্যা একবার শিখে গেলে যাস্ট বড় প্রডাক্ট সোর্স করুন। ডিজিটাল মার্কেটিং এ আপনি একটি অ্যাপার্টমেন্টও সেল করে দিতে পারেন। বর্তমানে পড়ানোর জন্য ইন্টারেকটিভ বোর্ডের চাহিদা বাড়ছে। যাস্ট সেল করে দিন। প্রথমে অন্যের প্রডাক্ট সেল করুন। ধীরে ধীরে একদিন আপনার প্রডাক্ট বাজারে চলে আসবে।

যেহেতু আপনার হাতে ৫০,০০০ টাকা আছে। দেখবেন ২৫০০০ টাকা পুরিয়ে ফেলার আগেই আপনি অনলাইনে সেল করা শিখে গেছেন। এই যে শিখে গেলেন এই শেখার দাম কোটি টাকা।

মনে রাখুন মার্কেটিং জানা না লাগলেও, বোঝা লাগবে।

আর আপনার কাছে যদি এই ৫০,০০০ টাকাও না থাকে, কোন এক্সপেরিয়েন্স ও না থাকে, কোন মেন্টর বা পরামর্শক ও না থাকে তবে যোগাযোগ করতে পারেন আমার সাথে।

"শর্ত"
মনের ইচ্ছে শক্তি আর ধৈর্য্য থাকতে হবে প্রখর।
চলুন একসাথে এগিয়ে যাই 🤝

21/07/2025

Good Morning

21/07/2025

"যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে,
ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর
জন্য হক হয়ে যায়।"

-বায়হাকি: ৭৬৪৩

10/07/2025

I got over 30 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

20/06/2025

Good Night

20/06/2025

Follow me for New id
🙏🙏🙏

21/01/2025

প্রয়োজনে বাংলার সকল জনগণ অস্ত্র হাতে তুলে নিবে নিজের মাতৃভূমি রক্ষার জন্য।




30/04/2023

Welcome to my page💞💞💞

Address

Azimpur
Dhaka
1205

Telephone

+8801912243770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashed Rahman Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashed Rahman Hira:

Share

Category