20/10/2025
একদিন ম্যাসেজে বলেছিলাম — “আপু, আপনার পটল ভাজাটা খুব মিস করি।”
এরপর অনেকদিন পর যখন আপুর বাসায় গেলাম, দেখি আমার জন্য পটল ভাজা করে রেখেছেন!
হাসতে হাসতে বললেন, “তুমি না বলেছিলে পটল ভাজা মিস করো, তাই আজ তোমার জন্য বানালাম।”
আমার তখন যে কত ভালো লেগেছিল, সেটা বলে বোঝাতে পারব না 🥹
আসলে সম্পর্কে প্রায়োরিটি অনেক বড় একটা ব্যাপার।
কয়েক মাস আগে বলা ছোট্ট একটা কথা কেউ যদি মনে রাখে, আর সুযোগ পেয়ে সেই ইচ্ছে পূরণ করে — সেটাই তো সম্পর্কের সৌন্দর্য।
জীবনে আমরা যখন ভালো কিছু করি, তখন হয়তো আল্লাহও আমাদের এমন ভালো মানুষদের উপহার দেন — যারা নিঃশব্দে আমাদের মন ভালো করে দেয়।