
12/09/2025
👉 রাসূল ﷺ বলেছেন:
“সূর্য উদিত হওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এ দিনেই আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাঁকে পৃথিবীতে নামানো হয়েছে। আবার কেয়ামতও হবে এ দিনেই।”
(সহীহ মুসলিম)