12/08/2025
কিছুক্ষন আগেই দেখা শেষ করলাম সিনেমার জমকালো প্রমোশন। এইটা দেখার পর শুধু ভাবছি, ইন্ডিয়াতে সিনেমা মানে একটা ফেস্টিভ্যাল।। আর মানেই যেন সেটার পরিপূর্ণতা৷ সিনেমা বানালাম, তারপর চুপ করে রিলিজ দিলাম। কারন সিনেমা তো আলোচনায় আছেই।। ঠিক এমনটা তারা খুব কমই করে।। এত বড় ইভেন্ট দেখে এর চোখ মুখ দেখে বুঝাই যাচ্ছিল যে বলিউড এর চাইতে কত বেশি ক্রেজ সিনেমা নিয়ে সাউথে।। কে ছিলনা পার্টিতে, নাগারজুনা, স্রুতি, উপেন্দ্রা, অনিরুদ্ধ, সৌবিন। মানে বিশাল এক অবস্থা। কত বড় স্টেজ। আহা প্রান জুড়ায়া যায়। তামিল আর মালায়ালাম ভাষা বুঝি নাই, কিন্তু দেখতে ভালো লাগছিল। এবং এক্সপ্রেশনেই অনেক কিছু বুঝে ফেলছিলাম।।
আমাদের বাংলাদেশের সিনেমার যেই অবস্থা। তার উপর যাও দু একটা ভালো সিনেমা আসে, তাও আবার সঠিক প্রমোশন এর অভাবে হারিয়ে যায়। আসলে বর্তমানে প্রচার জিনিসটা অনেক বেশি দরকার। সেটা শুধু পন্য নয়, সিনামার ক্ষেত্রেও প্রযোজ্য।। প্রমোশন হবে কি করে, আমাদের নায়কদের হিট দেবার ক্ষমতা কম, কিন্তু ডিমান্ড প্রচুর তাদের। খুব কমই আছে বর্তমানে বাংলাদেশে, যারা সিনেমাতে অভিনয় করে সিনেমাকে ভালোবেসে।। তারা শুধু ফেম, টাকার জন্য মুলত সিনেমা সিনেমা করছে।। আজ কে দেখা উচিত তাদের। ছোট্ট একটা ইন্ডাস্ট্রির ছেলে সিনেমা ভালোবেসে আজ কোথায় পৌছে গিয়েছে সে।।
মুখে মুখে বাংলা ইন্ডাস্ট্রি না বলে, সবাই যদি মন থেকে কাজ করতো তাহলে আজ হয়তো অনেক কিছু হতে পারতো৷।