Salat নামাজ

Salat নামাজ ♥️ রাসুল (সাঃ) বলেছেন __
প্রচার করো, যদি একটি মাত্র আয়াতও হয়।
(সহীহ- বুখারি-৩৪৬১) ♥️ সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো।
[সূরা লোকমান -১৭]
(2)

26/10/2025

আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর 🍂🌻

26/10/2025

যে বাবাকে হারিয়ে সেই বুঝবে এই কথার মানে।

23/10/2025

যার হৃদয়ে ঈমানের আলো জ্বলে, সে কখনো তার রবের বাণীর অপমান সহ্য করতে পারে না। কুরআনের প্রতি ভালোবাসা, সম্মান এবং কুরআনের অবমাননায় ব্যথা অনুভব করা— মুমিনের জীবন্ত হৃদয়ের প্রমাণ!

লেখা : মাহমুদুল হাছান

সুবাহান আল্লাহ 📌📌📌📌
23/10/2025

সুবাহান আল্লাহ
📌📌📌📌

23/10/2025

যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট।

সুরা ত্বালাক, আয়াত : ৩

23/10/2025

'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'

উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

১. দুআ কবুল হওয়ার ব্যাপারে..
আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে.. আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

৩. ইস্তিগফারের ক্ষেত্রে..
আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও.. আমি তার সাথে একই রকম আচরণ করি।

—সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০

©️Ziaur Rahman

সেনাবাহিনী যখন আয়না ঘরে অন্য সেনাবাহিনীকে গুম , খুন  নির্যাতন হত্যা করে মেরে ফেলে, তখন সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়না...
22/10/2025

সেনাবাহিনী যখন আয়না ঘরে অন্য সেনাবাহিনীকে গুম , খুন নির্যাতন হত্যা করে মেরে ফেলে, তখন সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়না।
বিচার সবার জন্য সমান হওয়া উচিত.
একজন মা এত কষ্ট করে সন্তানের জন্য সেই মা সন্তানের সাথে অন্যায় করলে তাকে জেলে যেতে হয়।
তাহলে সেনাবাহিনী কেন নয.

😇😇

22/10/2025

সে একজনের মধ্যে আপনার নামটাও থাকুক !

আবু ত্বহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন।⚧️
21/10/2025

আবু ত্বহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন।
⚧️

21/10/2025

দশটি কথা হীরার চেয়েও বেশি মুল্যবান ,
টাইমলাইনে রেখে দিন কাজে আসবে ইনশাআল্লাহ 🎦🎦

_______° আনিসুল হক আশরাফী।

21/10/2025

মাশা-আল্লাহ 🫶

যোগ্য মা বাবার যোগ্য সন্তান 💜

🤍
21/10/2025

🤍

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Salat নামাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salat নামাজ:

Share