05/09/2025
আর্জেন্টিনার এক ছোট্ট শহর রোজারিওতে জন্মেছিলো এক ক্ষুদে জাদুকর ।
নাম—লিওনেল আন্দ্রেস মেসি। ছোট শরীর, দুর্বল দেহ… কিন্তু স্বপ্ন ছিল বিশাল। স্বপ্ন ছিল শুধু একটা—ফুটবল। আজ, সেই ছেলেটিই যখন পুরো ফুটবল জয় করে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেললো, পুরো দুনিয়ার হৃদয় ভেঙে গেলো।"
"আর্জেন্টিনার হয়ে মেসির পথটা ছিল কাঁটার মতো কঠিন। চার-চারবার ফাইনালে হার… কোপা আমেরিকা, বিশ্বকাপ—সবখানেই স্বপ্ন ভাঙতো। কতবার চোখের জলে ভিজেছে তার মুখ। কত সমালোচনা শুনেছে—‘মেসি নাকি দেশের জন্য কিছুই জিততে পারলো না।’"
"কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা হেরে গেলেও থামে না। মেসি থামেনি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিলো। অবশেষে ২০২১ সালে আর্জেন্টিনাকে দিলো কোপা আমেরিকার শিরোপা। আর ২০২২ সালে… ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, বিশ্বকাপের ফাইনালে, মেসি লিখে দিলো এক অমর কাব্য। আর্জেন্টিনা হলো বিশ্বচ্যাম্পিয়ন, আর কোটি মানুষের স্বপ্ন হলো পূর্ণ।"
"মেসি শুধু একজন ফুটবল খেলোয়াড় নয়, সে এক অনুভূতি। সে প্রমাণ করেছে—শরীর ছোট হলেও স্বপ্ন বড় হতে পারে। সে শিখিয়েছে—হাজারো হার সত্ত্বেও হাল ছাড়া যায় না। সে দেখিয়েছে—একজন মানুষের নাম কীভাবে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে।"
"আজ আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ, কিন্তু আমাদের হৃদয়ে তার খেলা কখনো শেষ হবে না। যতদিন ফুটবল থাকবে, ততদিন মেসি থাকবে আলো হয়ে।"
"ধন্যবাদ, মেসি। ধন্যবাদ আমাদের স্বপ্ন দেখানোর জন্য। ধন্যবাদ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানোর জন্য। তুমি আমাদের হৃদয়ের রাজা হয়ে থাকবে চিরকাল।
Leo Messi Inspiration Media