Inspiration Media

Inspiration Media সফল মানুষগুলোর গল্প শুনবো, শোনাবো

08/09/2025

চীনের “কালো সোনা”

08/09/2025

আর্জেন্টিনার সিক্রেট হিরো স্কালনি!! একটা ভঙ্গুর দলকে ঘুরিয়ে দিয়েছেন যিনি !

১৫১৮ সালের জুলাই মাসে, ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে এক নারী হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন।কয়েক ঘণ্ট...
07/09/2025

১৫১৮ সালের জুলাই মাসে, ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে এক নারী হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন।
কয়েক ঘণ্টা নয়—কয়েক দিন ধরে তিনি নাচতেই থাকলেন। কিছুদিনের মধ্যেই আরও কয়েক ডজন মানুষ তার সঙ্গে যোগ দিল। আর এক মাসের মধ্যে কয়েকশ মানুষ একইভাবে রাস্তায় নাচতে থাকল।

অদ্ভুত ব্যাপার হলো—তারা নাচতে চাইছিল না, কিন্তু তাদের শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
অনেকে এত ক্লান্ত হয়ে পড়েছিল যে অজ্ঞান হয়ে যায়, হাড় ভেঙে যায়, এমনকি অনেকে মৃত্যুবরণও করে।

ইতিহাসে এই অদ্ভুত ঘটনাকে বলা হয় “Dancing Plague of 1518” বা “নৃত্য মহামারী”।
কিন্তু কেন হয়েছিল এটা?
কেউ বলেন এটা ছিল গমে জন্মানো ফাঙ্গাস থেকে বিষক্রিয়া, কেউ বলেন এটা ছিল মানসিক মহামারী—যেখানে দুঃখ-দারিদ্র্য ও কুসংস্কার মানুষের মস্তিষ্ককে অস্বাভাবিকভাবে প্রভাবিত করেছিল।

কিন্তু আজও নিশ্চিত করে কেউ বলতে পারেনি, কেন কয়েকশ মানুষ একসাথে নাচতে নাচতে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল।
এটাই ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা গুলোর একটি।

দর্শক আপনি এ ঘটনা আগে জানতেন?

বছরের এই সময়টা একটু অন্যরকম,কাশফুলে চারপাশটা ভরে উঠে। মাশাআল্লাহ 📷আপনার তোলা কাশফুলের ছবিগুলো কমেন্টে দিতে পারেন, দেখে আ...
06/09/2025

বছরের এই সময়টা একটু অন্যরকম,
কাশফুলে চারপাশটা ভরে উঠে। মাশাআল্লাহ

📷আপনার তোলা কাশফুলের ছবিগুলো কমেন্টে দিতে পারেন, দেখে আমরাও চোখে জুড়াই 🤎

ভারতের কেরালার মালাপ্পুরম জেলার এক গণিত শিক্ষক, আব্দুল মালিক, যার জীবনের গল্প প্রতিদিন অনুপ্রেরণা জোগায়। ১৯৯৪ সাল থেকে আ...
05/09/2025

ভারতের কেরালার মালাপ্পুরম জেলার এক গণিত শিক্ষক, আব্দুল মালিক, যার জীবনের গল্প প্রতিদিন অনুপ্রেরণা জোগায়। ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত প্রতিদিন সকালে, তিনি প্রায় দেড় কিলোমিটার (১ মাইল) দীর্ঘ একটি নদী সাঁতরে পার হন স্কুলে যাওয়ার জন্যে !

দীর্ঘ ৭.৫ মাইল (১২ কিমি) সড়কপথের ক্লান্তি এড়াতে, আব্দুল মালিক একটি টায়ারের টিউবের সাহায্যে ভেসে থাকেন এবং নদী পার হয়ে যান। এই অদম্য স্পৃহা আর দায়িত্ববোধের কারণে স্থানীয়রা তাকে এক বিশেষ নামে ডাকে— "টিচার ওয়ারিয়র" বা "যোদ্ধা শিক্ষক "।

শুধু নিজের যাতায়াতের জন্যই নয়, তিনি তার ছাত্রদেরও সাঁতার শিখিয়ে থাকেন, যাতে তারাও এই নদীকে ভয় না পায়। তাঁর এই নিবেদন কেবল গণিত শেখানোতেই সীমাবদ্ধ নয়, জীবনের কঠিন পথ পেরোনোরও এক উজ্জ্বল উদাহরণ তিনি।

আর্জেন্টিনার এক ছোট্ট শহর রোজারিওতে জন্মেছিলো এক ক্ষুদে জাদুকর । নাম—লিওনেল আন্দ্রেস মেসি। ছোট শরীর, দুর্বল দেহ… কিন্তু ...
05/09/2025

আর্জেন্টিনার এক ছোট্ট শহর রোজারিওতে জন্মেছিলো এক ক্ষুদে জাদুকর ।

নাম—লিওনেল আন্দ্রেস মেসি। ছোট শরীর, দুর্বল দেহ… কিন্তু স্বপ্ন ছিল বিশাল। স্বপ্ন ছিল শুধু একটা—ফুটবল। আজ, সেই ছেলেটিই যখন পুরো ফুটবল জয় করে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেললো, পুরো দুনিয়ার হৃদয় ভেঙে গেলো।"

"আর্জেন্টিনার হয়ে মেসির পথটা ছিল কাঁটার মতো কঠিন। চার-চারবার ফাইনালে হার… কোপা আমেরিকা, বিশ্বকাপ—সবখানেই স্বপ্ন ভাঙতো। কতবার চোখের জলে ভিজেছে তার মুখ। কত সমালোচনা শুনেছে—‘মেসি নাকি দেশের জন্য কিছুই জিততে পারলো না।’"

"কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা হেরে গেলেও থামে না। মেসি থামেনি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিলো। অবশেষে ২০২১ সালে আর্জেন্টিনাকে দিলো কোপা আমেরিকার শিরোপা। আর ২০২২ সালে… ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, বিশ্বকাপের ফাইনালে, মেসি লিখে দিলো এক অমর কাব্য। আর্জেন্টিনা হলো বিশ্বচ্যাম্পিয়ন, আর কোটি মানুষের স্বপ্ন হলো পূর্ণ।"

"মেসি শুধু একজন ফুটবল খেলোয়াড় নয়, সে এক অনুভূতি। সে প্রমাণ করেছে—শরীর ছোট হলেও স্বপ্ন বড় হতে পারে। সে শিখিয়েছে—হাজারো হার সত্ত্বেও হাল ছাড়া যায় না। সে দেখিয়েছে—একজন মানুষের নাম কীভাবে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে।"

"আজ আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ, কিন্তু আমাদের হৃদয়ে তার খেলা কখনো শেষ হবে না। যতদিন ফুটবল থাকবে, ততদিন মেসি থাকবে আলো হয়ে।"

"ধন্যবাদ, মেসি। ধন্যবাদ আমাদের স্বপ্ন দেখানোর জন্য। ধন্যবাদ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানোর জন্য। তুমি আমাদের হৃদয়ের রাজা হয়ে থাকবে চিরকাল।

Leo Messi Inspiration Media

05/09/2025

মেসিময় ফুটবল দুনিয়া

বিঃদ্রঃ ভিডিওটি ২০২২ এর

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি পর্যন্ত মারা যায়, কিন্তু আশ্চর্যের বিষয়—একটি প্রাণী কখনোই এতে মারা যায় না। 🍁প...
03/09/2025

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি পর্যন্ত মারা যায়, কিন্তু আশ্চর্যের বিষয়—একটি প্রাণী কখনোই এতে মারা যায় না। 🍁

প্রাণীটির নাম ঘোড়া। সাপের কামড়ে ঘোড়া মরেও না। সর্বোচ্চ তিনদিন অসুস্থ থাকে, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। আর এই ঘোড়াকেই ব্যবহার করা হয় দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম তৈরিতে।

যেমন, যদি কিং কোবরার অ্যান্টি ভেনম তৈরি করতে হয়, তবে প্রথমে ওই সাপের বিষ ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয়। প্রচুর পরিমাণ দিলেও ঘোড়ার কিছু হয় না, অন্তত মারা যায় না। তিনদিনের অসুস্থতার পর ঘোড়া আবার সুস্থ হয়ে ওঠে। এ সময়ে তার শরীরে ওই সাপের বিষের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়।

এরপর ঘোড়ার শরীর থেকে সামান্য রক্ত সংগ্রহ করা হয়। সেই রক্ত থেকে লাল অংশ আলাদা করে ফেলা হয় এবং সাদা অংশ অর্থাৎ সিরাম থেকে অ্যান্টি ভেনম আলাদা করা হয়। প্রক্রিয়াজাত করার পর সেটাই বাজারে অ্যান্টি ভেনম হিসেবে পৌঁছে যায়।

মানুষকে সাপে কামড়ালে সেই অ্যান্টি ভেনম সরাসরি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়।

ভারতসহ বিভিন্ন দেশে অসংখ্য অ্যান্টি ভেনম প্রস্তুতকারী কোম্পানি আছে, আর তাদের প্রধান সম্বল হলো ঘোড়ার পাল। ঘোড়া না থাকলে সাপের কামড় খাওয়ার পর মানুষের বাঁচার সুযোগ থাকত না। এক ছোবলেই মৃত্যু নিশ্চিত হতো।

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?” 💚
(সূরা আর-রহমান, আয়াত-১৩)

Inspiration Media

29/08/2025

ডাঃ জাকির নায়েক আরবি শিখতে গিয়ে যা হলো - 2nd part

#মুসলিম

29/08/2025

একজন মুসলিম রাখাল যেভাবে প্রথম "কফি" আবিষ্কার করেছিল ! কফি আবিষ্কারের মজার ঘটনা !

#কফি #আবিষ্কার #মুসলিম

26/08/2025

ঢাকার ঐতিহাসিক রুটি "বাকরখানির" রোমাঞ্চকর ইতিহাস

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Inspiration Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category