
04/08/2024
'পোষ্ট টা সকলের পড়ার অনুরোধ রইল।
"বাংলাদেশর মানুষ ভাই কেমন সেইটা জানা শেষ!
১.আমরা জাতি মেরূদন্ডহীন
_আমরা বাঙালি জাতি Facebook etc এসব এ খুব পকপক করি
_আমি এই পোস্ট টা দিয়েছিলাম ৩০ মিনিট হবে ভাই বিশ্বাস করেন যারা এখানে হাহা দিছে তারা প্রায় সকলেই আন্দোলনে না গিয়ে শুধু ফেসবুক কাঁপায়।
_যারা আন্দোলনে যায় তাদের বাসায় আসার পর কিরোখোম প্রবলেম ফেস করতে হয় শুধু তারাই জানে আপনারা সকলে তো শুধু ফেসবুক কাপাইতে পারেন আর অন্য কিছু পারেন না।
_আমাদের যদি পুলিশ আটোক করে আপনি/আপনারা যাবেন আমাদের ছাড়াই আনতে।
_একটা কথা বলবো আমি আপনাদের সবাইকে এসব ফেসবুক মাতানো বন্ধ করে ভাই হা হা, লাইক, কমেন্ট দিলে সবকিছু হয়ে যায় না। ভিতরে আপনার মনুষত্বতা থাকতে হবে এবং সকলের কাছে অনুরোধ ভাই তেলের মধ্যে নুনের ছিটা দিয়ে না। ধন্যবাদ.....