VM Tahsin Ahmed

VM Tahsin Ahmed Comedian Heroes

25/12/2024

হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম Part 1

23/12/2024

বিখ্যাত ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি একটি আরামদায়ক, উষ্ণ আলোকিত ভারতীয় রেস্তোরাঁয় একসাথে বসে আছেন, দুজনেই আনন্দের সাথে তাদের খাবার খাচ্ছেন

Happy Birthday Too you Priyo ❤️🥰❤️😍
22/12/2024

Happy Birthday Too you Priyo ❤️🥰❤️😍

নেতারা জন্ম নেন না- নেতারা গড়ে ওঠেন
09/09/2024

নেতারা জন্ম নেন না- নেতারা গড়ে ওঠেন


07/09/2024

সফল নেতাদের অধ্যয়ন

অতীত ও বর্তমানের দুর্দান্ত নেতাদের অধ্যয়ন নেতৃত্বের গুণাবলির বিকাশের অন্যতম দ্রুত এবং নিশ্চিত পন্থা। কার্যকর নেতৃত্বের গঠন নিয়ে যত বেশি অধ্যয়ন করবেন, নেতৃত্বের মান এবং আচরণ আত্মস্থ করার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। এই মান এবং আচরণ তখন আপনার কাজে এবং ফলাফলে দৃশ্যমান হবে।

আব্রাহাম লিংকন লিখেছেন, 'কেউ একজন সফল হলে অন্যরাও

পারবে।'

প্রখ্যাত দার্শনিক বারট্রান্ড রাসেল একমত হয়ে লিখেছেন, 'কিছু যে করা যাবে তার সর্বোত্তম প্রমাণ হলো অন্যরা ইতোমধ্যে এটি করেছে।'

আপনি যাদেরকে চিনেন তাদের কী জন্য প্রশংসা করে থাকেন সে সম্পর্কে চিন্তা-ভাবনা করুন এবং তারপরে আপনি কীভাবে তাদের আচরণগুলো অনুকরণ করতে পারেন সে সম্পর্কে চিন্তাভাবনা শুরু করুন। আপনি কীভাবে তাদের মতো হতে পারেন তা ভেবে দেখুন এবং দেখুন, একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে, আপনি আসলে তাদের গুণগুলো অনুকরণ করতে শুরু করেছেন এবং নিজেই নেতা হতে শুরু করেছেন।

আলেকজান্ডার যেভাবে গড়ে ওঠেন

উচ্চ পদের নেতৃত্বের জন্য উচ্চাকাঙ্ক্ষী যে কারও জন্য আলেকজান্ডার দ্য গ্রেটের কাহিনি খুব শিক্ষণীয়। পনেরো বছর বয়সে আলেকজান্ডার নিশ্চিত হয়েছিলেন যে পরিচিত বিশ্বকে জয় করা তাঁর নিয়তি। সমস্ত মানবজাতিকে একটি সাধারণ ভ্রাতৃত্বে ঐক্যবদ্ধ করার দিকে তাঁর দৃষ্টি ছিল। অ্যারিস্টটলকে তাঁর শিক্ষক হিসেবে পেয়ে তিনি বহু বছর ধরে তাঁর কাছে পড়াশোনা করেছিলেন এবং নিজেকে প্রস্তুত করেছিলেন। তিনি তাঁর বাবা এবং তাঁর বাবার সময়ের সেরা জেনারেলদের কাছ থেকে সামরিক আর্ট শিখেছিলেন। তিনি নিজেকে একজন মহান রাজা হিসেবে দেখেছিলেন এবং নিজের স্থির করা যে কোনো লক্ষ্য তিনি অর্জন করেছিলেন। নিজে যে অর্জন করতে পারবেন তার প্রতি তাঁর অদম্য বিশ্বাস ছিল। ভ্যাটলীং। নির্বাস

প্রশাসন এবং যুদ্ধে উভয় ক্ষেত্রেই আলেকজান্ডার ছিলেন উজ্জ্বল। তিনি দায়িত্ব অর্পণে দুর্দান্ত যোগ্যতা দেখিয়েছিলেন এবং সঠিক সময়ে সঠিক পদে
১৬.লিডারশিপ

@highlight

নেতারা জন্ম নেন না- নেতারা গড়ে ওঠেন    লিডারশিপ ১৫   ❤️ Brian Tracy  ❤️
07/09/2024

নেতারা জন্ম নেন না- নেতারা গড়ে ওঠেন

লিডারশিপ ১৫ ❤️ Brian Tracy ❤️

07/09/2024

লিডারশিপ

নেতারা জন্ম নেন না- নেতারা গড়ে ওঠেন

অনেক বছর ধরে আমি নেতৃত্বের ওপর অধ্যয়ন করছি। আমি এ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম সেই কিশোর বয়সে এবং প্রথম যে নেতা নিয়ে দীর্ঘ পড়াশোনা করছি, তিনি হলেন হানিবাল কার্থেজ।

আমি পুণিক যুদ্ধগুলোতে, হ্যানিবলের হাতির আল্পস পেরিয়ে যাওয়ার ক্ষমতা এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধের কথা অনেক বইয়ে পড়েছি। তিনি একটি খুব ছোট শক্তিকে নেতৃত্বদানের জন্য গ্রহণ করেন। এবং এটিকে একটি শক্তিশালী লড়াকু বাহিনীতে রূপান্তর করে হাজার মাইল দূরে গিয়ে সেই সময়ের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যকে পরাস্ত করতে পেরেছিলেন।

তারপর, আমি স্কিপিও নিয়ে পড়াশোনা করেছি, তিনি হলেন হানিবলকে পরাজিত করা জেনারেল। এই দুজনের মধ্যে পার্থক্য বুঝতে, আমি নেপোলিয়ন এবং ওয়েলিংটনের জীবনও অবিচ্ছিন্নভাবে অধ্যয়ন করেছি। আমি ওয়াশিংটন, লিংকন, জেনারেল জর্জ প্যাটন, দুইট আইজেনহাওয়ার এবং ওমর ব্র্যাডলি, যারা বিভিন্ন সময়ের মহান নেতা ছিলেন তাদেরকে নিয়ে পড়াশোনা করেছি।

যা আমি পেয়েছি তা হলো: নেতারা জন্ম নেন না- নেতারা গড়ে ওঠেন। পৃথিবীতে প্রাকৃতিকভাবে কোনো নেতাই আসে না। এমনকি আলেকজান্ডার দ্য গ্রেট পড়াশোনা করেছিলেন (আট বছর বয়স থেকে) নেতা হওয়ার জন্য।

লিডারশিপ ১৫ ❤️ Brian Tracy ❤️





বন্যাকবলিত এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় গবাদিপ্রাণির খাদ্যসঙ্কট তীব্র হয়েছে। দ্রুত খামারিদের কাছে খাদ্য প্যাকেজ পৌঁছে দিতে...
30/08/2024

বন্যাকবলিত এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় গবাদিপ্রাণির খাদ্যসঙ্কট তীব্র হয়েছে। দ্রুত খামারিদের কাছে খাদ্য প্যাকেজ পৌঁছে দিতে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ উদ্যোগ নিয়েছে।
বন্যাদুর্গত এলাকায় গবাদিপ্রাণিদের জন্য ব্র্যাক কর্তৃক পৌঁছে দেওয়া ১টি খাদ্য প্যাকেজের আওতায় ১ জন খামারি পাবেন ২৫ কেজি সাইলেজ, ৫ কেজি দানাদার খাদ্য এবং ৫ প্যাকেট স্যালাইন।
দেশের ডাকে সাড়া দিন আপনিও। অনুদান পাঠাতে ক্লিক করুন : https://brac.net/dakcheamardesh/ অথবা, বিকাশ করুন: ০১৭৩০৩২১৭৬৫ ('মেক পেমেন্ট' ব্যবহার করুন)

প্লাস্টিকের বোতল ব্যবহার নিরুৎসাহিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বোতলজাত পানির জায়গায় এখন ব্যবহার হচ্ছে জগ আর মগ।
30/08/2024

প্লাস্টিকের বোতল ব্যবহার নিরুৎসাহিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বোতলজাত পানির জায়গায় এখন ব্যবহার হচ্ছে জগ আর মগ।

ডাকছে আমার দেশ! সাড়া দিচ্ছেন ব্র্যাককর্মীরা। এগিয়ে আসুন আপনিও। অনুদান পাঠাতে ক্লিক করুন: https://brac.net/dakcheamarde...
28/08/2024

ডাকছে আমার দেশ! সাড়া দিচ্ছেন ব্র্যাককর্মীরা। এগিয়ে আসুন আপনিও। অনুদান পাঠাতে ক্লিক করুন: https://brac.net/dakcheamardesh/

ফেনী থেকে ছবিটি পাঠিয়েছেন সাদিকুর রহমান হিমু।
🇧🇩❤️🇧🇩

১৫ হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্য প্যাকেট পৌঁছে দিচ্ছে ব্র্যাক। এই উদ্যোগের অংশ হোন আপনিও। আমর...
28/08/2024

১৫ হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্য প্যাকেট পৌঁছে দিচ্ছে ব্র্যাক। এই উদ্যোগের অংশ হোন আপনিও। আমরা আপনার অনুদান পৌঁছে দেব সেইসব বানভাসি মানুষের কাছে যাদের প্রয়োজন সবচাইতে বেশি।

ডাকছে আমার দেশ! অনুদান পাঠাতে ক্লিক করুন : https://brac.net/dakcheamardesh/ অথবা, বিকাশ করুন: ০১৭৩০৩২১৭৬৫ ('মেক পেমেন্ট' ব্যবহার করুন)।

চট্টগ্রাম থেকে ছবিটি পাঠিয়েছেন নুসরাত জাহান।
🇧🇩❤️🇧🇩

বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বসানো হয়েছে পানি বিশুদ্ধকরণ মেশিন। এর মা...
28/08/2024

বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বসানো হয়েছে পানি বিশুদ্ধকরণ মেশিন। এর মাধ্যমে ঘণ্টায় ৫০০ লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব। বন্যাকবলিত মানুষেরা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে পানি সংগ্রহ করতে পারবে।

ডাকছে আমার দেশ! সাড়া দিন আপনিও। অনুদান পাঠাতে ক্লিক করুন : https://brac.net/dakcheamardesh/ অথবা, বিকাশ করুন: ০১৭৩০৩২১৭৬৫ ('মেক পেমেন্ট' ব্যবহার করুন)।

চট্টগ্রাম থেকে ছবিটি পাঠিয়েছেন রুবায়েত মনজুর তোহা।
🇧🇩❤️🇧🇩

বন্যাকবলিত এলাকায় ১৫ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা প্যাকেট। প্রতিটি প্যাকেটে থাকছে ১ হাজার ৭৭৪ টাকা...
27/08/2024

বন্যাকবলিত এলাকায় ১৫ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা প্যাকেট। প্রতিটি প্যাকেটে থাকছে ১ হাজার ৭৭৪ টাকার খাদ্যসামগ্রী। ৪-৫ জনের একটি পরিবার এটি দিয়ে ৭ দিন চলতে পারবে।

ডাকছে আমার দেশ! সাড়া দিন আপনিও। যাদের প্রয়োজন সবচাইতে বেশি, আমরা তাদের কাছে পৌছে দেব আপনার সহায়তা।

অনুদান পাঠাতে ক্লিক করুন : https://brac.net/dakcheamardesh/ অথবা, বিকাশ করুন: ০১৭৩০৩২১৭৬৫ ('মেক পেমেন্ট' ব্যবহার করুন।

নির্ধারিত কর্মঘণ্টার পরে বস ই–মেইল করেন বা কাজ শেষ হওয়ার পরেও খুদে বার্তা দেন। অনেক কর্মী বিষয়টি স্বাভাবিকভাবে নেন না, ব...
27/08/2024

নির্ধারিত কর্মঘণ্টার পরে বস ই–মেইল করেন বা কাজ শেষ হওয়ার পরেও খুদে বার্তা দেন। অনেক কর্মী বিষয়টি স্বাভাবিকভাবে নেন না, বিরক্ত হন। তবে অস্ট্রেলিয়ায় কর্মীরা এখন থেকে এমন সব ব্যাপার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। এখন কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে ফোন ধরতে যেন না হয়, তা নিশ্চিত করতে আইন পাস করেছে দেশটি। গতকাল সোমবার থেকেই সেই আইন কার্যকরও হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল চালু হওয়া এই নতুন আইনে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে কাজের সময়ের বাইরে পাঠানো ই–মেইল না পড়লে বা ফোন না ধরলে সেই কর্মীকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই আইনের পক্ষে যাঁরা আছেন, তাঁদের মতে, কাজের পরে ফোন বা ই–মেইল যে কারও ব্যক্তিগত সময়ে বা ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটায়, তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দেবে।

নতুন এই আইনের নামকরণ করা হয়েছে ‘রাইট টু ডিসকানেক্ট’ হিসেবে। এই আইনের আওতায় এখন থেকে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কোনো অফিসের বস যদি কর্মীকে ফোন দেন, তবে কর্মীর সেই ফোন না ধরার অধিকার থাকবে বা পাবেন। তবে এই আইনে নিয়োগকর্তা বা বসরা কর্মীদের ফোন কল, ই–মেইল বা বার্তা পাঠাতে পারবেন না—এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

নতুন আইন অনুসারে যেসব প্রতিষ্ঠানের কর্মী ১৫ জনের বেশি, সেখানকার কর্মীরা কর্মঘণ্টার বাইরে চাইলে তাঁদের বস বা সহকর্মীর ফোন কল, ই–মেইল ও বার্তার জবাব না দিলেও পারবেন। এমনকি কোনো সেবাগ্রহীতাও যদি কোনো কর্মীর সঙ্গে কর্মঘণ্টার বাইরে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে তা তিনি উপেক্ষা করতে পারবেন।
নতুন এই আইন ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য অবশ্য এক বছর পর থেকে কার্যকর হবে। ১৫ জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোয় গতকাল থেকেই কার্যকর হয়ে গেছে। ছোট প্রতিষ্ঠানগুলোয় আইন কার্যকর হবে আগামী বছরের আগস্ট থেকে।
কর্মের খাতিরে যদি কখনো কোনো কারণে এই আইনের প্রয়োগ নিয়ে কর্মী ও তাঁর নিয়োগকর্তার মধ্যে বিরোধ দেখা দেয়, সে ক্ষেত্রে উভয়ই অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনে মামলা করতে পারবেন। কমিশন বাস্তবতার আলোকে নির্ধারণ করে দেবে প্রতিষ্ঠান এবং কর্মী কোন শর্তের আলোকে তাঁদের মধ্যকার যোগাযোগ চালিয়ে যাবেন। কোনো কর্মীকে এ আইন খেলাপের জন্য ১৯ হাজার অস্টেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করতে পারে এই সংস্থা। কোনো সংস্থার জন্য জরিমানার পরিমাণ যেতে পারে ৯৪ হাজার অস্টেলিয়ান ডলার পর্যন্তও৷

অস্ট্রেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জন হপকিনস বলেন, ডিজিটাল প্রযুক্তি আসার আগে এমন কোনো অনধিকার চর্চা ছিল না। মানুষ কাজ শেষ করে বাসায় যেতেন আর পরের দিন কাজে ফেরা পর্যন্ত কোনো যোগাযোগ থাকত না। কিন্তু এখন ই–মেইল, মেসেজ, ফোন কল—সবই আসতে থাকে কাজ শেষ হওয়ার অনেক পরেও। এমনকি ছুটির দিনেও এমনটা ঘটে।

অস্ট্রেলিয়া ইনস্টিটিউট গত বছর একটি জরিপ চালায়, যেখানে দেখা যায়, ২০২৩ সালে অস্ট্রেলিয়ানরা গড়ে ২৮১ ঘণ্টা বাড়তি, বেতনহীন কাজ করেছেন। এই কাজের আর্থিক মূল্য দাঁড়ায় ১৩০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সমান (৮৮ বিলিয়ন মর্কিন ডলার)।

ইউরোপ ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে এমন আইন রয়েছে, এ তালিকায় এবার যুক্ত হলো অস্ট্রেলিয়াও। ২০১৭ সালে এমন আইন চালু করেছে ফ্রান্স।
Prothom Alo

Address

Mohammadpur
Dhaka

Telephone

+8801631751991

Website

Alerts

Be the first to know and let us send you an email when VM Tahsin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category