prokash.tv

prokash.tv online ip television News/Midea Company

অভিনব আইডিয়া
22/04/2025

অভিনব আইডিয়া

বিদেশীদের স্পেশাল তারাবির নামাজ 😱🕌 Mizanur Rahman Azhari #মহাবাণী #উপদেশ_বাণী #আদর্শ_বাণী #বানী _ও_উক্তি #ম...

একটু দেখে জান
22/04/2025

একটু দেখে জান

আলহামদুলিল্লাহ
21/04/2025

আলহামদুলিল্লাহ

মাশাআল্লাহ জাযাকাল্লাহ
21/04/2025

মাশাআল্লাহ জাযাকাল্লাহ

পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রমান
21/04/2025

পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রমান

...

ফিলিস্তিনের ওপর নারকীয় হামলার প্রতিবাদে বিশ্ব মুসলিম।
12/04/2025

ফিলিস্তিনের ওপর নারকীয় হামলার প্রতিবাদে বিশ্ব মুসলিম।

ফিলিস্তিনের দুঃসহ দিন আর্তনাদ বিশ্ব মানবতা।। Prokash tv

12/04/2025

ফিলিস্তিনের দুঃসহ দিন আর্তনাদ বিশ্ব মানবতা।

ফিলিস্তিনের পক্ষে আছি ইনশাআল্লাহ।
07/04/2025

ফিলিস্তিনের পক্ষে আছি ইনশাআল্লাহ।

১২ তারিখ শাহবাগে আসুন, মাহমুদুর রহমান | হাসনাত আব্দুল্লাহ | শায়খ আহমাদুল্লাহ | মিজানুর রহমান আজহারী

07/04/2025

যার মুখে গন্ধ তার ভোট বন্ধ || মির্জা আব্বাস || Pinaki Bhattacharya || The UntoldPlaylist:বাংলাদেশ প্রসঙ্গ - https://youtube.com/playlist?list=PL8ua8rCMPoxDab...

এরা আইনের দালাল, একটি দলের সমর্থনে বহু নিরপরাধ মানুষের শাস্তির কারিগর। আইনকে স্বেচ্ছাচারী ভাবে ব্যবহার করে বহু অসহায় পরি...
06/04/2025

এরা আইনের দালাল, একটি দলের সমর্থনে বহু নিরপরাধ মানুষের শাস্তির কারিগর। আইনকে স্বেচ্ছাচারী ভাবে ব্যবহার করে বহু অসহায় পরিবারকে ধংস করেছে এরা। স্বামীকে ছাড়াবার প্রতিশ্রুতিতে স্ত্রীকে ধর্ষনের অভিযোগ থাকলেও কখনো তাদের শাস্তি হয়নি, এমন বহু ঘটনায় অভিযুক্ত আইন পেশার মানুষ। এবার প্রথম এই দৃশ্য, আইন সবার জন্য সমান কথাটি এই প্রথম প্রমান হলো।
ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে।

কথাগুলো একবার হলেও পড়ুন।জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্য...
06/04/2025

কথাগুলো একবার হলেও পড়ুন।

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে মনে করি।

রমজান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় মশগুল থাকি। আমাদের দেশে মসজিদ গুলো মুসল্লিতে ভরপুর থাকে অথচ ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল।

আমাদের দেশে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে সর্বদা নিজেকে ইসলামি ব্যক্তি হিসাবে সবখানে জাহির করে সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা-পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে। এজন্য বলি যে মৃত্যু চিরসত্য সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি।

আমাদের সততা সাধারণত টাকার কাছেই হেরে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করিনা তয় করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তাও করতাম না। মহান প্রভু সবাইকে এই বিষয়টি উপলব্ধি করার সুযোগ দিন। আমিন🤲

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when prokash.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to prokash.tv:

Share