15/10/2025
আমি খুব একটা মানুষের সমালোচনার আশেপাশে থাকিনা। অন্যের সফলতায় জ্ব'লি না। আমি কারো পরনিন্দায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। কোনো মানুষকে অহেতুক জাজ করা আমার ডিকশনারীতে নাই। না কারোর ক্ষতি চাই, না কারোর পেছনে লাগি। আমার নিজস্ব একটা ছোট্ট জগত আছে। সেই জগতে গুটিকয়েক নিজের মানুষের সাথেই নিজের মতো করে থাকি।
আমি শান্তিতে থাকতে ভালোবাসি। শান্তি পাবো এমন ভাবে চলার চেষ্টা করি। প্রয়োজনে জীবনে মানুষ কম থাকুক অথবা এক্কেবারেই না থাকুক তাও ভালো। কিন্তু যাদের উপস্থিতিতে আমার জীবন বিঘ্নিত হবে অশান্তি তৈরী হবে, আমার সময়ের অবমূল্যায়ন হবে এমন মানুষ এমন সঙ্গ আমার কোনোদিনও চাই না!'