
07/10/2021
আলহামদুলিল্লাহ। অনেক প্রতীক্ষার পর মোড়ক উন্মোচিত হলো ' কাস্টমস বিধি-বিধান ও ব্যবহারিক প্রয়োগ ' শীর্ষক গ্রন্থের। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মো: রহমাতু্ল মুনিম স্যার। গ্রন্থটিতে কাস্টমস সংক্রান্ত সকল প্রজ্ঞাপন, বিধিমালা, আদেশ, ক্লাসিফিকেশন সংক্রান্ত অগ্রিম রুলিং, সিপিসির ব্যবহারিক প্রয়োগ ইত্যাদি সন্নিবেশ করা হয়েছে। আশা করছি সংকলনটি সংশ্লিষ্ট সকলের উপকারে আসবে।