তারেক রানা ভাই

তারেক রানা ভাই "সাফল্য আসে না, সাফল্য অর্জন করতে হয়।"

21/09/2025
"Success starts with every challenge, not from the comfort zone."
20/09/2025

"Success starts with every challenge, not from the comfort zone."

Trust yourself.You can do this.
18/09/2025

Trust yourself.
You can do this.

📰 আজকের ম্যাচ বিশ্লেষণবাংলাদেশের খেলা যারা মনোযোগ দিয়ে অনুসরণ করেছেন, নিশ্চয়ই জাকির আলীর পারফরম্যান্স আপনার চোখ এড়ায়নি।এ...
16/09/2025

📰 আজকের ম্যাচ বিশ্লেষণ
বাংলাদেশের খেলা যারা মনোযোগ দিয়ে অনুসরণ করেছেন, নিশ্চয়ই জাকির আলীর পারফরম্যান্স আপনার চোখ এড়ায়নি।

এখন প্রশ্ন হলো—আজকের ম্যাচে জাকির আলী তাঁর দায়িত্ব কতটা সফলভাবে পালন করেছেন বলে আপনি মনে করেন?

👉 আপনার মতামত দিন কমেন্টে।
কারণ সমর্থকের চোখে খেলোয়াড়দের পারফরম্যান্সের আসল মূল্যায়ন ধরা পড়ে।

“Small steps lead to big changes”
15/09/2025

“Small steps lead to big changes”

Great Things Never Come From Comfort Zones.
14/09/2025

Great Things Never Come From Comfort Zones.

✨ কুন ফায়া কুন (كُن فَيَكُونُ) ✨“হয়ে যা, আর তা হয়ে যায়।”📖 আল্লাহ তাআলা কুরআনে বলেছেন:"তাঁর কোনো কিছু ইচ্ছা করলে তিনি...
12/09/2025

✨ কুন ফায়া কুন (كُن فَيَكُونُ) ✨
“হয়ে যা, আর তা হয়ে যায়।”

📖 আল্লাহ তাআলা কুরআনে বলেছেন:
"তাঁর কোনো কিছু ইচ্ছা করলে তিনি কেবল বলেন: ‘হয়ে যা’, আর তা হয়ে যায়।"
(সূরা ইয়াসীন, আয়াত ৮২)

🔑 জীবনের সব দরজা বন্ধ মনে হলেও মনে রাখুন—
আল্লাহর একটিমাত্র হুকুমই যথেষ্ট আপনার অন্ধকারকে আলোতে বদলে দিতে।

🤲 তাই কখনো আশা হারাবেন না। দোয়া করতে থাকুন।
কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়।

“আপনারা যদি এ ধরনের ছবি তৈরি করতে চান, তাহলে নিচের প্রম্পটটি ব্যবহার করে গুগল জেমিনিকে আপনার ছবি সহ অনুরোধ করুন। অল্প কি...
11/09/2025

“আপনারা যদি এ ধরনের ছবি তৈরি করতে চান, তাহলে নিচের প্রম্পটটি ব্যবহার করে গুগল জেমিনিকে আপনার ছবি সহ অনুরোধ করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি এ ধরনের বহিরঙ্গ চাবি (visual output) পেয়ে যাবেন।”

Using the nano-banana model, create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment.
The figurine is placed on a computer desk. The figurine has a round transparent acrylic base, with no text on the base. The content on the computer screen is the brush modeling process of this figurine. Next to the computer screen is a BANDAl-style toy packaging box printed with the original artwork., The packaging features two-dimensional flat illustrations.
Please turn this photo into afigure. Behind it, there should be a Model packaging box with the character from this photo printed on it. In front of thebox.on a round plastic baseplace the fiqure version of thephoto I gave you. I’d like the PVC material to be clearlyrepresented. It would be even better if the background is indoors.

আলহামদুলিল্লাহ ডিজাইন এখন হাতের মুঠোয়। বর্তমান সময়ে ক্যানভা আমাদের জন্য ডিজাইনকে অনেক সহজ করে দিয়েছে। যা আগে ঘন্টার পর ঘ...
08/09/2025

আলহামদুলিল্লাহ
ডিজাইন এখন হাতের মুঠোয়।

বর্তমান সময়ে ক্যানভা আমাদের জন্য ডিজাইনকে অনেক সহজ করে দিয়েছে। যা আগে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করতে হতো, এখন কয়েক মিনিটেই করা যায়।

▪️পোস্টার থেকে শুরু করে প্রেজেন্টেশন
▪️সোশ্যাল মিডিয়া কনটেন্ট থেকে শুরু করে লোগো ডিজাইন এবং আরও অনেক কিছু।

সবকিছুই ক্যানভাতে খুব সহজে করা সম্ভব।
কার কাছে কেমন লাগে জানিনা, আমার কাছে তো দুর্দান্ত লাগে ।

সত্যিই, ডিজাইনের জন্য Canva is the Best!

পুরুষের আসল যুদ্ধটা লুকিয়ে থাকে নিজের মগজের ভেতর,যার কোনো শব্দ ছাপা হয় না খবরের কাগজের পাতায়।
07/09/2025

পুরুষের আসল যুদ্ধটা লুকিয়ে থাকে নিজের মগজের ভেতর,
যার কোনো শব্দ ছাপা হয় না খবরের কাগজের পাতায়।

তুমি যদি কাউকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি দাও।তাকে শেখাও, প্রশিক্ষণ দাও।একদিন সে ১ লক্ষ টাকার চাকরিতে চলে যায়।তাহলে বলো –...
01/09/2025

তুমি যদি কাউকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি দাও।
তাকে শেখাও, প্রশিক্ষণ দাও।
একদিন সে ১ লক্ষ টাকার চাকরিতে চলে যায়।
তাহলে বলো – আলহামদুলিল্লাহ, তার জন্য ভালো হলো।

সে হয়তো তার সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারবে।
একটা ছোট গাড়ি কিনতে পারবে।
হয়তো ভবিষ্যতে একটা ঘরও বানাতে পারবে।

এইভাবে, ৩০ বছরে সে অতিরিক্ত ১ কোটি ৮০ লাখ টাকা আয় করবে।
যার শুরুটা হয়েছিল তোমার দেওয়া সেই প্রথম সুযোগ দিয়ে।

যদি তোমার নিয়ত থাকে কাউকে সাহায্য করা, তাকে এগিয়ে নেওয়া।
তাহলে এই অতিরিক্ত ১ কোটি ৮০ লাখই হবে তোমার জন্য সাদকায়ে জারিয়া, আল্লাহর নিকট।

তাই কেউ চলে গেলে মন খারাপ করো না।
বলো না, “আমি এত কিছু করলাম, তারপরও চলে গেল…”

মানুষ তোমার সম্পদ নয়।
তারা আল্লাহর বান্দা — তুমি শুধু ছিলে তাদের রিজিক পৌঁছানোর একটি মাধ্যম।

তোমার নিয়তটাই সবচেয়ে বড় বিষয়।

hashtag #সংগৃহীত

Address

DEPZ, Baipail, Saver
Dhaka
1340

Telephone

+8801317520067

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারেক রানা ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share