Thought of Hamim

Thought of Hamim তুমি এক বারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাচোঁ, এক বারই যথেষ্ট।
(2)

17/04/2025

শুভ সকাল
সৌদি আরব ভোর
৪:৪০

12/04/2025

সবাই আমিন লিখুন, এবং আল্লাহর বান্দারা ফলো করে সাপোর্ট করুন। #কাবা_শরিফ #আল্লাহর_ঘর

11/04/2025

আল্লাহর ঘর কাবা শরিফ ☝️🤲। আল্লাহর ঘরকে ভালোবাসলে ভিডিও শিয়ার করুন এবং আমিন লিখুন। #কাবা_শরিফ #আল্লাহর_ঘর

10/04/2025

Facebook Content Monetization এখন সবার জন্য – কিন্তু কিভাবে পাবেন?

আপনি যদি এখনো কনটেন্ট মনিটাইজেশন পাননি, হতাশ হওয়ার কিছু নেই!
Facebook স্পষ্টভাবে জানিয়েছে – "যে কেউ নিয়ম মেনে কনটেন্ট তৈরি করলে, সে ভবিষ্যতে মনিটাইজেশন পাবে!"

তাহলে এখন প্রশ্ন হলো – কীভাবে এগোলে আপনি মনিটাইজেশন পাবেন?
চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ দিক:

✅ ১. প্রোফেশনাল মুডে পেজ বা প্রোফাইল চালু করুন
– page চালু করে “Professional Mode” চালু করুন।
– নাম, প্রোফাইল ছবি, কাভার ফটো, বায়ো সবকিছু ঠিকঠাক পূর্ণ করুন।

✅ ২. নিয়মিত এবং মানসম্পন্ন কনটেন্ট দিন
– ভিডিও, রিলস, পোস্ট, ছবি —নিয়মিত দিন।
– নিজস্ব কনটেন্ট দিন, কপি-পেস্ট বা অন্যের ভিডিও রিপোস্ট করা থেকে বিরত থাকুন।

✅ ৩. অডিয়েন্স বাড়ান অর্গানিক উপায়ে
– ক্লিকবেইট নয়, কনটেন্টের মাধ্যমে মানুষের মন জয় করুন।
– প্রতিদিন ১-২টি রিলস, ভিডিও বা ইনফরমেটিভ পোস্ট করুন।

✅ ৪. ভিউ, ফলোয়ার ও এনগেজমেন্ট বাড়াতে ফোকাস করুন
– Reels দিয়ে বেশি রিচ পাওয়া যায়, তাই Reels বানাতে গুরুত্ব দিন।
– কমেন্টে রিপ্লাই দিন, লাইভে আসুন, Poll বা কুইজ দিন।

✅ ৫. কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলুন
– গালি-গালাজ, সহিংসতা, ভুল তথ্য, নেগেটিভ কনটেন্ট এড়িয়ে চলুন।
– পেজ বা প্রোফাইল কোনোভাবেই রিপোর্টিংয়ের শিকার যেন না হয়।

✅ ৬. সময় দিন, ধৈর্য ধরুন
– রাতারাতি মনিটাইজেশন হয় না। প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন।
– ফেসবুক আপনাকে পর্যবেক্ষণ করে – নিয়মিত এবং পরিচ্ছন্ন কনটেন্ট দেখলে একদিন মনিটাইজেশন নিজেই আসবে।

✅ ৭. Eligibility Check করুন নিয়মিত
– Facebook’s “Creator Studio” বা Professional Dashboard-এ গিয়ে চেক করুন আপনি কোন কোন ফিচারের জন্য উপযুক্ত।

আগে যেমন আপনার ফেসবুকের ওয়াচ টাইম এবং ফলোয়ার নিয়ে একটা নিদিষ্ট টার্গেট ছিলো সেটা এখন আর নাই। এখন আপনি সব নিয়ম মেনে এগিয়ে গেলে ৫/৬ হাজার ফলোয়ারেও পেয়ে যেতে পারেন। মোটামুটি এগুলোর প্রতি নজর রেখে এগিয়ে গেলে আপনিও একদিন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।
তবে, মনিটাইজেশন পেয়ে যদি কোনো ইস্যুতে সেটা হারিয়ে ফেলেন; তাহলে আপনার মনিটাইজেশন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। সো, সেভাবেই এগিয়ে যান।

অবশ্যই আপনি যাদের পোস্ট পাবেন বা যত বেশি অন্যের পোস্টে রেসপন্স করবেন ততো বেশিই এনগেজমেন্ট বাড়বে। যদি ইগনোর করেন; ফেসবুক অটোমেটিক আপনার এনগেজমেন্ট কমিয়ে দিবে। সো, ইগনোর নয় বরং রেসপন্স করবেন বেশি বেশি।

যাইহোক, সবার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান। ভালো কিছু হবে।



07/04/2025

আপডেট-
কাজের ভিসা নয় বন্ধ হয়েছে জেয়ারা,বিজনেস এবং উমরাহ ভিসা।
এই নিষেধাজ্ঞা ১৪ দেশের জন্য এরমধ্যে বাংলাদেশও আছে।
এই নিষেধাজ্ঞা হজ্ব পর্যন্ত থাকবে,হজ্বের পর উমরাহ,জেয়ারা সহ সকল ভিসা আগের মত চালু থাকবে।

যাদের উমরাহ ভিসা করা আছে তারা ১৩ এপ্রিলের মধ্যেই সৌদিতে প্রবেশ করতে হবে এবং সৌদি থেকে উমরাহ ভিসার লোকদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি থেকে বেরিয়ে যেতে হবে।
কাজের ভিসা প্রসেসিং বা উঠানোর ক্ষেত্রে সমস্যা নেই,কাজের ভিসায় লোক যেকোন সময় আসতে পারবে।
বিদ্র:- যাদের জেয়ারা ভিসা উঠানো বা প্রসেসিং করা আছে তারা প্রবেশ করতে পারবে তবে পরবর্তীতে মেয়াদ বাড়বে কিনা সেটা নিয়ে সন্দিহান।

03/04/2025

শুভ সকাল বন্ধুরা
দিন শুরু হোক, আল্লাহর নামে।

24/03/2025

আপনার বাসায় অথবা ক্যাম্পে ইয়েমেনি অথবা মিশরীয় এসে যদি বলে,ফ্রিতে আনলিমিটেড সিম দেওয়ার অফার দিলে নিয়েন না।
বর্তমানে সিম জালিয়াতির সাথে অনেক বাংলাদেশীরাও জড়িত আছে।
এরা প্রতা*রক,আপনাকে একটা সিম দিয়ে আপনার নামে অনেকগুলো সিম,রাউটার তুলে আপনাকে বিপদে ফেলবে।
সব ফ্রি ফ্রি না ভাই,কিছু ফ্রি ঝামেলা।
সিম অবশ্যই কোম্পানির অফিস থেকে কিনবেন! বর্তমানে সিমের কারনে হাজার হাজার প্রবাসীর দেশে যাওয়া নিষিদ্ধ হয়ে আছে।

Evening view saudi Arabia
19/02/2025

Evening view saudi Arabia

Morning view
19/02/2025

Morning view

12/02/2025

টাকার মেশিন

08/02/2025

শুভকামনা বাংলাদেশ

Address

Dhaka
8101

Alerts

Be the first to know and let us send you an email when Thought of Hamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thought of Hamim:

Share