বঙ্গ বই - Bongo Boi

বঙ্গ বই - Bongo Boi বাংলায় বই, বাংলার বই

03/05/2025

❝ভীষণ করে ভালোবাসতে গিয়ে মানুষ মূলত তার আয়ু ফুরিয়ে ফেলে। চার অক্ষরের ভালোবাসায় মানুষের গোটা একটা জীবন বিসর্জন যায়।❞

বই: নিয়তির কাঁটাতার
লেখক: ইমরান হোসাইন আদিব

অতঃপর সুদিনের আশায় একটি জীবন ফুরিয়ে গেল...! বই: কি চাও? স্মৃতির মরন
01/05/2025

অতঃপর সুদিনের আশায় একটি জীবন ফুরিয়ে গেল...!

বই: কি চাও? স্মৃতির মরন

বৃষ্টির দিন, তাই ভাড়াটা একটু বেশিই!
28/04/2025

বৃষ্টির দিন, তাই ভাড়াটা একটু বেশিই!

18/04/2025

বহুকাল পরে আইসা
সে আমারে জিগাইলো ;
"আমারে কি আপনার মনে পড়ে?"
আমি হাসির আড়ালে
দুঃখ লুকাইয়া কইলাম,
"শুধু মনে পড়ে না
আপনার জন্য আমার মনও পোড়ে" ।

— সালমান হাবিব

12/04/2025

"তুমিও তো গালিব ভারি চমৎকার;
সব দাবী, চাওয়া পাওয়া তোমার কেবল মানুষের কাছে,
আর অভিযোগ জানাও আল্লাহর কাছে।"

_মির্জা গালিব

11/04/2025

সত্যটা হচ্ছে কেউই একা থাকতে চায়না। কেউই একাকিত্ব পছন্দ করেনা। কিন্তু যখন মানুষ অনেকের ভীড়ে থেকেও একা অনুভব করে; কারো সঙ্গ চেয়েও সঙ্গিহীন হয়ে দিনের পর দিন চলাফেরা করে, তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে।

বাধ্য হয়ে একা থাকতে থাকতে একটা সময় মানুষ একাকিত্ব কে ভালোবেসে ফেলে। তখন সে সবকিছু একা একাই সামলে নিতে শিখে যায়।

বই - শেষ অধ্যায়।
লেখক - আশরাফ আহমেদ।

❝অন্যের কাছে জবাবদিহি করতে গিয়ে লুকোচুরি করা যায়, ছলছাতুরী করা যায়, মিথ্যার আশ্রয়ও নেয়া যায়। কিন্তু নিজের কাছে জবাবদিহি ...
04/04/2025

❝অন্যের কাছে জবাবদিহি করতে গিয়ে লুকোচুরি করা যায়, ছলছাতুরী করা যায়, মিথ্যার আশ্রয়ও নেয়া যায়। কিন্তু নিজের কাছে জবাবদিহি করতো গিয়ে যে সত্যটা বেরিয়ে পড়ে, লুকানোর কোনো জায়গা থাকে না।❞

– সিক্রেট ডায়েরি
pc: collected

02/04/2025

অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসে যায় আর চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ।

~পদ্মা নদীর মাঝি (মানিক বন্দ্যোপাধ্যায়)

24/03/2025

মানুষ 'ঘর ঘর' করে গলা শুকায়। একখানা ঘর আর কতখানিই বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়।


– শীর্ষেন্দু মুখোপাধ্যায়

23/03/2025

আমাদের একান্ত ব্যক্তিগত আর ছোট ছোট দুঃখ কষ্টগুলোকে অযথা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখি আমরা। আর সত্যিকার বড় বড় দুঃখ যা তোর আমার ব্যক্তিগত কষ্ট বা দুঃখ নয়, যা বিশাল মানব গোষ্ঠীরই দুঃখ সে সব হয় আমাদের স্পর্শ করে না, অথবা কিছুক্ষণের জন্য ব্যথিত হয়েও ভুলে যাই সহজে।

-শহীদুল্লাহ কায়সার (সংশপ্তক)

22/03/2025

ছুরি দিয়ে কেটে-কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও, জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে। ব্যর্থতা আছে, সফলতা আছে, হাসি আছে, অশ্রু আছে।

-জহির রায়হান (বরফ গলা নদী)

21/03/2025

বিজ্ঞজনেরা বলে কখনও কাউকে ভালবাসলে তাকে বিয়ে করো না । ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।

-সমরেশ মজুমদার (সাতকাহন)

Address

Ground Floor, X-25, Rajia Sultana Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গ বই - Bongo Boi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share