MD RUBEL RANA

MD RUBEL RANA অন্যের পরিচয়ে নয়
নিজের যোগ্যতার
একটু দেরিতে হলেও
পরিচিত হতে চাই
(7)

বিড়াল এর মত ৫০০বছর বেঁচে থাকারআমার কোনো ইচ্ছে নেই প্রয়োজনহলে সিংহের মতো ১ঘন্টা বাঁচবো?
25/08/2025

বিড়াল এর মত ৫০০বছর বেঁচে থাকার
আমার কোনো ইচ্ছে নেই প্রয়োজন
হলে সিংহের মতো
১ঘন্টা বাঁচবো?

20/08/2025

গার্মেন্টস পুরুষ কর্মীদের অবহেলা করার হয় সকল অফিসে

গার্মেন্টস কোয়ালিটি কমন কিছু প্রশ্ন ও উত্তর।RMG  কোয়ালিটি প্রশ্ন১/ SSC এর মিনিং কি?উঃ Secondary school certificate.২/ ...
07/08/2025

গার্মেন্টস কোয়ালিটি কমন কিছু প্রশ্ন ও উত্তর।
RMG কোয়ালিটি প্রশ্ন
১/ SSC এর মিনিং কি?
উঃ Secondary school certificate.
২/ HSC এর মিনিং কি?
উঃ Higher secondary certificate.
৩/ GPA এর মিনিং কি?
উঃ Great point average.
৪/ কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উঃ কোয়ালিটি ইন্সপেক্টর হচ্ছে মান পরিদর্শক।
৫/ গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
উঃ গার্মেন্টস কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যেসব পোশাক গুলি তৈরি হয় সেগুলি চেক করা।
৬/ গার্মেন্টস কোয়ালিটির কাজ কি?
উঃ পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা নিশ্চিত করা।
৭/ গার্মেন্টস অর্থ কি?
উঃ পোশাক।
৮/ Quality শব্দের অর্থ কি?
উঃ Quality একটি ইংরেজি শব্দ। কোয়ালিটি শব্দের অর্থ যেকোনো কিছুর গুণগত মান।
৯/ Alter বা Defect কাকে বলে?
বায়ারের অনুমোদিত স্যাম্পলের সাথে উৎপাদিতনে যে অমিল রয়েছে সে গুলোকে Alter বা Defect বলে।

১০/ Defect কত প্রকার ও কি কি?
উঃ Defect ৩ প্রকার।
Minor Defect
Major Defect
Critical Defect

১১/ তিন প্রকার ডিফেক্ট এর কয়েকটি উদাহরণ?
Minor Defect যেমনঃ Joint Stitch, Uncut thread, Loose thread, Uneven topsin,
Major Defect যেমনঃ Skip Stitch, Broken Stitch, Rawedge Out, Down Stitch, Any Spot.
Critical Defect যেমনঃ Any Sharp item, Any insect, Size label mistake.
RMG quality প্রশ্ন ও উত্তর
১২/ সেলাই কি?
উঃ দুটি বন্ধনীর জোড়া দেওয়াকে সেলাই বলে।
১৩/ ব্রকেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে ব্রকেন স্টিচ বলে।
১৪/ স্কিপ স্টিচ কি?
উঃ সেলাই করার পর নিচে সুতা যদি উপরের সুতা কে না ধরতে পারে তখন তাকে স্কিপ স্টিচ বলে।
১৫/ ওপেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের সময় কিছু সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তখন তাকে বলা হয় ওপেন স্টিচ।
১৬/ একটি মেজারমেন্ট টেপে কত কত ইঞ্চি ও কত সেএম থাকে?
উঃ একটি মেজারমেন্ট টেপে 60 Inch ও 150 CM থাকে।

১৭/ ১ ইঞ্চিতে কত সিএম?
উঃ এক ইঞ্চিতে 2.54 সিএম।

১৮/ ১ সি এম এ কত ইঞ্চি?
উঃ ১ ইঞ্চির ৮ ভাগের ৩ ভাগ।

১৯/ কত সিএমে ১ মিটার এবং ১ মিটার এ কত ইঞ্চি?
উঃ ১০০ সিএম = ১ মিটার এবং ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
২০/ ১ ইঞ্চিতে কত সুতা?
উঃ এক ইঞ্চিতে ৮ সুতা।
২১/= ১/৪ = কত? ৫/৮ = কত? ১/১৬ = কত? ১/৩২ = কত?
উঃ
১/৪ = ২ সুতা।
৫/৮ = ৫ সুতা।
১/১৬ = হাফ সুতো বা ১ ইঞ্চির ১৬ ভাগের ১ ভাগ।
১/৩২ = কোয়াটার সুতা বা ১ ইঞ্চির ৩২ ভাগের ১ ভাগ।

কোনো এক মহাকবি  বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। কারণ, এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে।" একই ক...
03/08/2025

কোনো এক মহাকবি বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। কারণ, এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে।"

একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wild, "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী!
শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকিয়া! মেয়ের শরীর শেষ করে দেওয়া। এবং সবশেষে মেয়েটির ধোকা খাওয়া।

হুমায়ূন আহমেদ বলেছিলেন, "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে।
হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। শুধুই সুযোগের অপেক্ষা।"

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা, শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই।
যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা।
তাই অভিভাবক সহ সবাইকে এ ব্যাপারে এখনি বিশেষ ভাবে সতর্ক হওয়া আবশ্যক।
নয়তো আমরা ক্রমান্বয়ে ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না, তার বাবা-মা কে!

তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে,
স্বামী কিংবা স্ত্রী, ভাই কিংবা ছেলে, কাদের সাথে মিশছে! নিজেকে ও এ বিষয়ে বিশেষ ভাবে সতর্ক রাখতে হবে। কারণ শয়তান সব সময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপথগামী করার জন্যে।
সঙ্গটাই এই খানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।
বিশেষ করে মেয়ে প্রাইভেট, কোচিং, শপিংয়ের নাম করে কোথায় যাচ্ছে লক্ষ্য রাখুন। মেয়ের বান্ধবী কল করে একসাথে যাচ্ছে বা একসাথে আছে এরকম কিছু বললে আরো আগে সন্দেহ করবেন, কারণ এক বান্ধবী আরেক বান্ধবীর আবদার ফেলতে পারে না। সামান্য মিথ্যাই তো, কিন্তু এই মিথ্যার শেষ পরিণতি তারা কখনো ভাবে না। একইরকম ভাবে ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে ছেলেরা সাধারণত বাইরে যাওয়ার বা থাকার অনুমতি সহজেই পায়।
লেখক ---MD.RUBEL.RANA

যদি বড়শিতে আটকানোর আগে উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন ...
03/08/2025

যদি বড়শিতে আটকানোর আগে উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে, উনি কখনো বিশ্বাস করতো না, করলে এই বড়শির ধারের কাছে আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃ*ত্যুর পর ক*বরের আ*জাব, হাশরের মাঠ পুলসিরাত, জা*ন্নাত -জা*হা'ন্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘু*ষ, সু*দ, হা'রাম আয় থেকে দূরে থাকতাম। অ'বৈধ প্রেম, ভালোবাসা, প*রকীয়া, শি*রক ও বি*দআত থেকে দুরে থাকতাম।

এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।

লেখক ---MD.RUBEL.RANA

 # # ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট সাগর নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।উওরার বিমান দুর্ঘটন...
21/07/2025

# # ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট সাগর নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।

উওরার বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয়।
১০০+ ছাত্রছাএীর পুরো শরীর পুড়ে গেছে। যার যার ছোট ভাই বোন ওই খানে পড়ালেখা করে খবর নিন।
উওরার সকল হসপিটালে ব্লাড প্রয়োজন শতশত ব্যাগ রক্ত লাগবে।
সবাই এগিয়ে আসেন প্লিজ
রক্ত দিতে চাইলে বা লাগলে
যোগাযোগ ০১৭৫৩৮৪৭৮০৮
০১৯৫৬৫৮৫৯৩৯
০১৬১৯৩৮৬১৮৪ # #
Dhaka Tuition

Plz
21/07/2025

Plz

এই চোরকে সবাই চিনে রাখেন নাম মিথুন চোর বাড়ি বরিশাল এই চোর এর বাচ্চা অনেক বাসা থেকে আর অনেক অফিস থেকে টাকা চুরি করে জুতার...
11/07/2025

এই চোরকে সবাই চিনে রাখেন
নাম মিথুন চোর বাড়ি বরিশাল এই চোর এর বাচ্চা অনেক বাসা থেকে আর অনেক অফিস থেকে টাকা চুরি করে জুতার বাড়ি খেয়েছে এখন লুকিয়ে আছে

08/07/2025

সবাই কেমন আছেন

03/07/2025
"রাজনৈতিক দলের কর্মী হলে এতক্ষনে দেশ উত্তাল হয়ে যেত, মিডিয়া ভিড় করতো' আরোও কত কি হতো। কিন্তু আজ একজন গরীব গার্মেন্টস শ্...
01/07/2025

"রাজনৈতিক দলের কর্মী হলে এতক্ষনে দেশ উত্তাল হয়ে যেত, মিডিয়া ভিড় করতো' আরোও কত কি হতো। কিন্তু আজ একজন গরীব গার্মেন্টস শ্রমীক বলে কোন বিচার নেই

কি অপরাধ ছিল তার যেকারণে এভাবে তাকে পিটিয়ে হ*ত্যা করতে হবে?
হৃদয় একটা নাম।একটা ছেলে।
বয়স উনিশ।গাজীপুরের গ্রিনল্যান্ড পোশাক কারখানায় কাজ করত ইলেকট্রিক মেকানিক হিসেবে।
বহুত দিনের স্বপ্ন ছিল—একটা মোটরসাইকেল কিনবে, ঈদের দিন মা-বোনকে উঠিয়ে ঘুরাবে।

তবে সেই স্বপ্নের আগে মালিকের চোখে তার পরিচয় ছিল—“গরিব মিস্ত্রি,অশিক্ষিত মজুর”।

শনিবার সকাল। কারখানায় কিছু গোলমাল হয়। হৃদয় নাকি ‘অফিশিয়াল নির্দেশনা না মেনে’ সার্ভিস দিয়েছিল।
বাকি কর্মীরা বলে— সে শুধু যা খারাপ হয়েছিল ঠিক করছিল।
কিন্তু মালিকপক্ষের কেউ কেউ বলে— "অর্ডার অমান্য।"

তাদের মনে হলো—“একটা গরিব ছেলে এত সাহস দেখায়?”
তাকে ডেকে আনা হয় অফিসে।
তারপর... দরজা বন্ধ।
লোহার রড, পাইপ, বুট, ঘুষি...
পিটিয়ে... থেঁতলে... নিস্তেজ করে ফেলে তাকে।

একজন সহকর্মী দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলেছিল,
— “ভাই, বাঁচান, ওরে মারতেছে।”
জবাব আসে,
— “তোদেরও উচিত শিক্ষা দিতে হবে।”

ঘণ্টা খানেক পর হৃদয়ের নিথর দেহ পড়ে থাকে কারখানার পেছনের ঘরে।হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন—
“ডেড অন অ্যারাইভাল।”
চোখদুটো অর্ধ খোলা, এক হাত মুঠো করা। যেন কিছু বলতে চেয়েও পারেনি।

এই খবর যেন কেউ না জানে—এমন চেষ্টায় উঠে পড়ে লাগে মালিকপক্ষ।
পুলিশ আসে, ফাইল তৈরি হয়,
“অসুস্থ হয়ে মৃত্যু”
বলা হয়—“হৃদয়ের পরিবার শান্ত আছে।”
তবে হৃদয়ের মা তখন পাগলের মতো দৌড়াচ্ছে হাসপাতালের বারান্দায়,
চিৎকার করে বলছে—
“আমার ছেলে অসুস্থ ছিল না! ওরে পিটিয়ে মারছে… ওর মুখের ওপর পা দিছে!”

কিছু শ্রমিক জানে, দেখে—রাস্তায় নামতে চায়।
তাদের জবাব দেয় রাষ্ট্র।
পুলিশ, র‌্যাব, জলকামান।
বলা হয়,
— “তথ্য বিভ্রান্তিমূলক।”
আর সাহসী সাংবাদিকতা বলে—
“গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা।”

একটা জাতীয় দৈনিক এমন শিরোনাম করে,“একটি মহল বেতন না বাড়ানোর ইস্যুতে কারখানায় উত্তেজনা ছড়াতে চায়”
হৃদয়ের নাম একটিও নেই সেই খবরে।

তাকে কবর দেওয়া হয় সন্ধ্যাবেলা।
চারজন শ্রমিক কাঁধ দেয়, এক ভাই ফোনে কান্না চেপে রাখে—
কারণ সে মালয়েশিয়ায়।
মা শুধু একবার জিজ্ঞেস করে—
— “ওরে মারলো ক্যান গো? উনি কি মানুষ আছিল না?”
কেউ উত্তর দেয় না।

এই জুলাই ছিল শ্রমিকের জন্য। ব্যানারে লেখা ছিল “মজুরের অধিকার, দেশের অগ্রগতি।”
কিন্তু হৃদয়ের জন্য এই জুলাই হলো শুধু একটা কাফনের মাস।

হৃদয়ের গায়ে সার্টিফিকেট ছিল না, ডিগ্রি ছিল না কিন্তু গায়ে রক্ত ছিল,
হৃদয়ে স্বপ্ন ছিল।
আর এখন, শুধু কবরের মাটিতে তার নাম—“হৃদয়, পিতাঃ আব্দুল মালেক, মৃত্যুঃ ২০২৫, কারণ: পেটানো।”

রাষ্ট্র চুপ।
মিডিয়া ব্যস্ত “গুজব প্রতিরোধে”।
আর আমাদের বিবেক?
সেটা হয়তো বিক্রি হয়ে গেছে সেই কারখানার আগুনপ্রতিরোধী হেলমেটের টেন্ডারে।

হৃদয়ের নামে কোনো দিবস হবে না।
কিন্তু তার রক্ত লেগে থাকবে আমাদের নীরবতায়

MD RUBEL RANA

01/07/2025

স্কুলে থাকতে Sir কাউকে অফিস রুম থেকে চক আনতে পাঠালে,সে এমন ভাব ধরতো,যেনে তাকে নোবেল আনতে পাঠিয়েছে Sir

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MD RUBEL RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share