Traveler AK

Traveler AK ইতিহাস, আর প্রকৃতি আমার আগ্রহের বিষয়বস্ত। সঙ্গত কারণেই ঘুরতে ভালোবাসি। সময় পেলেই বেরিয়ে পড়ি ।
(3)

12/10/2024

বাংলাদেশের রক্ত চুষে খাওয়া ভারতীয়দের মধ্যে রতন টাটা অন্যতম।রতন টাটা বাংলাদেশিদের শত্রু,জ্বালানি ভোজ্যতেল খাদ্যপণ্য খাতে যেমন আদানিরা বাংলাদেশের রক্ত চুষে খেয়েছে,তেমনি পরিবহন খাতে রক্ত চুষে খেয়েছে রতন টাটা।উদাহরন দেই -

১. বাংলাদেশ আগে জাপানি হিনো বাস আনতো।ওই বাসগুলো দূরপাল্লার যাত্রী পরিবহন করতো।গত ১৫ বছরে জাপানি নতুন পুরাতন হিনো গাড়ি আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের দালাল হাসিনা সরকার। প্রতিবছর অন্তত ১ হাজার করে বাস ১৫ বছরে ১৫ হাজার এবং ৩ হাজার করে ৪৫ হাজার ট্রাক রতন টাটার কোম্পানি শেখ হাসিনার কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রপ্তানি করেছে বাংলাদেশে।অত্যন্ত নিম্নমানের ওই সব বাস ট্রাক কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায় এবং তারা গাড়ি মেরামতে বাংলাদেশে পার্টস ব্যবসা শুরু করেছে।বাস ট্রাকের পার্টসগুলোও ভালো না।অন্যদিকে জাপানি হিনো গাড়িগুলো টানা ২০ বছর চললেও কোনো সমস্যা হয় না।

২. জাপানি গাড়ি যাতে না আসে এবং ভারতীয় গাড়ির জন্য বাজার অবারিত করতে হাসিনা সরকার ৫০০% পর্যন্ত ট্যাক্স ভ্যাট শুল্ক আরোপ করেছে জাপানি গাড়ির ওপর।অন্যদিকে ভারতীয় গাড়ি সীমান্ত হাটের নামে বিনা কর ও শুল্কে বাংলাদেশে ঢুকছে।বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত টাটা আর অশোকের শোরুম খোলার সুযোগ দিয়েছে হাসিনা সরকার।মাত্র ১০ থেকে ৩০ শতাংশ শুল্কে ভারতীয় গাড়ির বাজার অবারিত করা হয়েছে কাগজে কলমে।

৩. ২০০৪-০৫ সালে বিএনপি সরকার আমলে রতন টাটার সাথে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তির কথা উঠেছিলো।কিন্তু বাংলাদেশে বিনামূল্যে গ্যাস সরবরাহ পেতে চেয়েছিলো তারা।যা বিএনপি সরকার মেনে নেয়নি।এছাড়া বাংলাদেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল কোনো রাষ্ট্র নয় এমন অজুহাতও ছিলো তাদের।পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতার মতো অজুহাত তুলে ধরে চুক্তিটি করেনি রতন টাটা।অথচ এই ভারতীয়রাই বিনামূল্যে বাংলাদেশে অবকাঠামো ব্যবহার করে ট্রানজিটের নামে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করেছে গত ১৫ বছর।বাংলাদেশের রেললাইন ব্যবহার করেছে। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করেছে।

৪. একটা পরিসংখ্যান দেখলাম, ২০২১ সালে রতন টাটা ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বাস ট্রাক রপ্তানি করেছে বাংলাদেশে। ২০২৪ সালের প্রথম ৬ মাসেও রতন টাটা বাংলাদেশে ১ হাজারের বেশি গাড়ি ও বাস বিক্রি করেছে।ট্রাক বিক্রি করেছে ২৪০টি।এতে বাংলাদেশকে লোকসান গুনতে হচ্ছে কর আর শুল্কে।লোকসান গুনতে হচ্ছে পরিবহন খাতের বিনিয়োগে।কেননা,রতন টাটার গাড়িগুলো খুবই দুর্বল এবং টেকসই নয়। বিআরটিসি বাসগুলো দেখেন।কয়দিন চলে? তারপরও কেন আনে এসব গাড়ি।

৫. বাংলাদেশের উচিত রতন টাটা আর আদানির মতো লুটেরা রক্ত চোষাদের রুখতে সাফটা চুক্তি বাতিল করা।উচিত হবে ভারতের সাথে করা ১৭ বছরের সব গোলামি চুক্তি বাতিল করা।

Muhammad Manjur Khan ভাইয়ের টাইমলাইন থেকে।

বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক৷
20/05/2024

বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক৷

02/05/2024

আমার জন্ম ভূমি। যেখান থেকে সকাল বেলার সূর্য ওঠা দেখা যায়। Galachipa Patuakhali.

30/04/2024

পূবালী ৬ কে দেখে টান দিল জামাল ৮
#লঞ্জ

Upwork থেকে কাজ পেয়েও বিশ্বাস হচে্ছ না। কোন Buyer কে বিশ্বাস করবো?
10/03/2024

Upwork থেকে কাজ পেয়েও বিশ্বাস হচে্ছ না।
কোন Buyer কে বিশ্বাস করবো?

03/03/2024

প্রয়োজন অপ্রয়োজনে আমরা প্রতিদিন গোসল করি। তবে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে গোসলের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। তা না হলে পবিত্রতা হওয়া যায় না।চলুন তাহলে গোসলের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই –

গোসলের দোয়া
বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুয়ান গোছলা লিরাফিল জানাবা-তি।”

ফরজ গোসলের নিয়ত
বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুল গুছলা লিরাফইল জানাবাতি।”

অর্থঃ “আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি।”

আরও পড়ুন – গোসল | গোসলের প্রকার, ফরজ, সুন্নত ও মুস্তাহাব কয়টি ও কি কি?

ফরজ গোসলের নিয়ম
নিম্নে ফরজ গোসলের নিয়ম দেওয়া হলো –

গোসলের দোয়া পড়া
তারপর গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে দু হাত কব্জি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে।
এরপর শরীরের কোন জায়গায় অপবিত্র বস্তু লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে।
তারপর অজু করতে হবে। গড়গড়ার সাথে কুলি করতে হবে, রোজাদার হলে গড়গড়া করা যাবে না। তিনবার কুলি করা সুন্নত
তারপর তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে
অজুর পর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়।
এরপর ডান কাঁধে পরে বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে যেন শরীরের কোন অংশ শুকনো না থাকে।
সর্বশেষে পা ধুতে হবে
এরপর সারা শরীর কোন কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পড়তে হবে।

19/01/2024

Cortexsof
Data Information Submitting Officer (Shift - Day & Night)

Application Deadline: 17 Feb 2024
Share:

Summary
Vacancy: 90
Age: 20 to 32 years
Location: Dhaka (DOHS Mirpur)
Salary: Tk. 15000 (Monthly)
Experience: 1 to 2 years
Published: 18 Jan 2024
Applicants are encouraged to submit Video CV.

Requirements
Education
Diploma in Computer, Bachelor degree in any discipline, Masters degree in any discipline
Experience
1 to 2 years
Additional Requirements
Age 20 to 32 years
Agree to work on Roasting duty (1 week day and 1 week night must be)
Good typing speed in English
Ability to work under pressure
Good skill in internet web browsing & research
Should have excellent interpersonal & communication skills
Ability to quickly learn, well-disciplined and well-mannered
Able to work with minimal supervision.
Have the ability to analyze and solve problems
Understand computer functions and have the ability to operate computers.
Have a positive work attitude and the ability to work in groups.
Responsibilities & Context
We are seeking a detail-oriented and organized Data Entry and Submission Specialist to join our team. The ideal candidate will be responsible for accurately entering and managing data, ensuring the completeness and integrity of information, and timely submission of required reports.

Must be fluent in English reading and writing.
Must have moderate computer knowledge and excellent browsing skills.
Typing Speed at least 25 WPM .
Inputting, updating, and maintaining accurate data into databases and spreadsheets.
Must have Moderate MS office & excel knowledge.
Maintaining organized and up-to-date records of various types of information.
Identifying and resolving issues related to data entry and submission.
Training new employees or team members on data entry procedures and best practices.
Collaborating with colleagues to gather information for data entry.
Staying informed about industry best practices in data entry.
Continuously improving skills through training and professional development opportunities.
Compensation & Other Benefits
Performance bonus
Salary Review: Yearly
Festival Bonus: 2
Workplace
Work at office

Employment Status
Full-time

Gender
Only male

Job Location
Dhaka (DOHS Mirpur)

Apply Procedure
Email your CV
Send your CV to the given email [email protected]

08/01/2024

বাস্তব জীবনের সুপার হিউম্যান।

07/01/2024

নির্বাচনের আগের রাত সবাই যেন চুপ চাপ।

Trainee Data ScientistVacancy5Job ContextIntelligent Image Management Ltd (IIML) is a leading 27-year-old multinational ...
29/12/2023

Trainee Data Scientist

Vacancy
5

Job Context
Intelligent Image Management Ltd (IIML) is a leading 27-year-old multinational IT services company with its offices in USA and Singapore, India, Sri Lanka, Bangladesh, Nepal and Kenya. Presently employing over 7,200 people globally and one of the fastest growing company. Our client includes several Fortune500 companies from the US and Europe.
We are looking for Trainee Data Scientist, who loves challenging work, bring in innovation and growth to join our software team.
Job Responsibilities
Python workability is a must with clear understanding OOP and UI
In-depth familiarity with Python Framework (i.e. Django, Flask) to work, develop and deployment
Database experience with SQL/NoSQL
Explore and fine-tuning ML models, processing and expansion of new data to create a training sample
Managing and checking the quality of model metrics during training, changing the model settings (hyperparameters) if required
Understanding of integration between different systems
Integration of applications with third-party services
Good to have:
Comfortable with Linux Platform and commands
Good command over English - Both reading and writing.
Keen interest in adopting new machine learning technologies.
Knowledge of high-load applications - SVN, Git, Computer Vision, ML algorithms, TensorFlow, Keras, Hugging-face, Kaggle, scikit
Familiarity with web and API development concepts and technologies.
Familiarity with cloud platforms and containerization tools.
Employment Status -Full-time

Workplace -
Work at office
Educational Requirements
Bachelor of Computer Application (BCA) in Data Science
Additional Requirements
Age 23 to 33 years
Candidate must be able to work independently with steep deadline.
Flexible to work on multiple projects with different priorities and need to attend meetings with stakeholders, if required
Job Location-Dhaka

Salary- Negotiable
As per company`s policy
Compensation & Other Benefits
Festival Bonus: 2

23/12/2023

জনসচেতনতামূলক পোস্টঃ

ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরখা পরিহিতা আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।
সবাইকে ধন্যবাদ।

Address

Dhaka
1000

Telephone

+8801619747328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveler AK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveler AK:

Share

Category