It's Shakil

It's Shakil পেজটি ''লাইক" দিয়ে সাথেই থাকুন

11/08/2025

শুভ সকাল

27/06/2025

আসালামুয়ালাইকুম সবাই কে পবিত্র জুম্মা মোবারক
🕌🕋🕌🕋🕌

26/06/2025

- পরিবার একদিন ঠিকই মেনে নিবে-
- কিন্তু পরিবারের জন্য প্রিয় মানুষকে হারালে কখনো ফিরে পাবে না...!😪🖤

21/06/2025

মনে রাখবেন, আল্লাহ যখন দেওয়া শুরু করবে তখন দুহাতে নিয়েও! শেষ করতে পারবেন না, অতএব ধৈর্য হারাইয়েন না।🤍

18/06/2025

কেমন আচেন সবাই

03/06/2025

আমাদের ইসলামে তো বলাই আছে, ধৈর্য ধারণ করো! তোমার ভবিষৎ তোমার অতীতের চেয়ে ভালো ও সুন্দর হবে!
ইনশাআল্লাহ।🤍

মানে কত্তো বড় সাহস! "আগে ভাত খাইতে পারে নি" আর এখন কিনা সিনিয়র এএসপির বউ! এখন কিনা গদির উপর ঘুমায়! আসলেই তো; যতোই ছেলে ন...
12/05/2025

মানে কত্তো বড় সাহস! "আগে ভাত খাইতে পারে নি" আর এখন কিনা সিনিয়র এএসপির বউ! এখন কিনা গদির উপর ঘুমায়! আসলেই তো; যতোই ছেলে নিজে পছন্দ করে বার বার মেয়ের পরিবারের কাছে অনুরোধ করে বিয়ে করুক। যতোই ছেলে বউকে ভালোবাসুক, বা এই বউ নিয়ে ভালো থাকুক! বৌ তো গরীব। তার বাবা তো গরীব! ছেলের কাজের বেটি হবারও যোগ্যতা নেই... অথচ ছেলের সাথে এক গদিতে ঘুমায়........... একবার ভাবুন, যিনি ছেলের মৃত্যুর ৪৮ ঘন্টা পার না হতেই মিডিয়াতে যেই টোনে এই কথা গুলো বলছেন, তিনি আসলে সবার আড়ালে কি কি বলতে পারেন!!

মানে আর নিতে পারছি না! লাখ লাখ না, কোটি কোটি পরিবারের চিত্র এটা.... বিশ্বাস অনেকেরি নাও হতে পারে কিন্তু এই সামাজিক চিত্রটা বাস্তব! যারা মুখ ফুটে বলে না সবার সামনে, তারাও আড়ালে আবডালে এগুলোই বলে। কাছের মানুষদের নিয়ে ছেলের বউদের চিত্র বিশ্লেষণ করতে থাকে। যেই মানুষের নিজের নাক বোঁচা, সেও বলে ছেলের বউ এর নাকটা বোঁচা। যেই মানুষ নিজে তামাটে বর্নের, সেই মানুষও লোকজন নিয়ে দুক্ষ করে বলে তার ছেলের বউ এর রংটা "ময়লা"... বাংলাদেশে এমন ছেলের বউ খুব কম আছে যাকে এইসব কথাবার্তা বা টোনিং এর মাঝ দিয়ে যেতে হয় না! যে মেয়ে যে পরিবার থেকেই আসুক, যেই শিক্ষাগত যোগ্যতা নিয়েই আসুক, যেমনই রান্না করুক, যেমনই দেখতে হোক, যেমনই স্বভাব হোক, যেমনই বয়স হোক... এইগুলো কিচ্ছু কোন বিষয় না!!! সেই মেয়েকে তার শ্বশুরবাড়ির লোক কথা শোনাবেই, মানসিক অত্যাচার করবেই! এবং এমনভাবে করবে যেন সেই মেয়ের স্বামীর সামনে না হয়। সামনে আপনাকে আদর দেখাবে। যেন এই মানসিক যন্ত্রনা আপনি যদি আপনার স্বামীর সাথে শেয়ার করেন তবে যেন মনে হয়, আপনি স্বামীর কাছে তার পরিবার সম্পর্কে নালিস করছেন!!! ওহ! জ্বালাতনের পরিমান কখন সীমা ছাড়ায়??? যখন স্বামী তার বউকে ভালোবাসে... ভালোবাসা যতো বেশি, অন্যদিকের আগু*ন ততোই বেশি!!!

সমস্যা হচ্ছে ২০/২১ বছর বয়সের কোন মেয়ের পক্ষে এগুলো বোঝা সম্ভব না! এমনকি ৩০ এ এসেও অনেকে এগুলো বোঝে না! কিন্তু যতোই সংসারের বয়স বাড়ে ততোই মেয়েরা এগুলো বুঝে যায়...

যে না মোর চেহারা, নাম রাখছে পেয়ারা! এই চেহারায় হাসি আসবে কারোর?
12/05/2025

যে না মোর চেহারা, নাম রাখছে পেয়ারা! এই চেহারায় হাসি আসবে কারোর?

পেন্নাম গো মাসিমা ছেলে বৌ এর সাথে হানিমুনে গেলেন অথচ ছেলের সাথে চিতায় উঠলেন না এ কেমন ভালোবাসা মাসিমা?
12/05/2025

পেন্নাম গো মাসিমা
ছেলে বৌ এর সাথে হানিমুনে গেলেন অথচ ছেলের সাথে চিতায় উঠলেন না এ কেমন ভালোবাসা মাসিমা?

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!রিকশ...
03/05/2025

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,
আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!

রিকশাওয়ালাঃ ভাই আমার বৌ করছে। এক সাহেবের লগে ঝগরা হইছিলো, হেয় টান দিয়া ছিরসে৷ আমার শাশুরি দিছিলো জামাডা। ভাই জানেন, আমার বৌয়ের না গুন আছে। অনেক কিছু বুঝে না ৷ তবুও আমি কিছু কই না। আমি খুব ভালা পাই তারে। আসলে বুঝি তো বাপ মারে রাইখা আমার লগে তাহে। আর আমি গরীব সামান্য রিকশা চালাইয়া দুইডা টাকা কামাই ৷ দুঃখ হয় তেমন কিছুই এহনও দিতে পারিনাই। কিন্তু ভাই বিশ্বাস করেন ডাইল ভাতটাও যে কি সুন্দর কইরা রান্দে।

আমিঃ আলহামদুলিল্লাহ!!! ভাইজান আপনার সুখে আমিও সুখী হলাম ৷ এখানেই রাখেন আর যেতে হবে না, ৫০ টাকা ভাঙতি দেন।

বিঃদ্রঃ ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই সে আমাকে বুঝিয়ে দিলো বউয়ের প্রতি কতটা ভালোবাসা আর শ্রদ্ধাবোধ তার ৷ সারাদিন কাজ করে ক্লান্ত হলেও বউয়ের প্রতি কতটা নমনীয় সে ৷ হতে পারো তারা স্বামী স্ত্রী গরীব ঘরের ৷ কিন্তু তাদের মাঝে থাকা ভালোবাসার পরিসীমাটা বিলগেটসের টাকার অংকের চেয়েও সীমাহীন 💜
বেঁচে থাকুক ভালোবাসাগুলো...💟

সুখ কী?
কেমন থাকলে সেটাকে সুখে থাকা বলা হয়?
আমার তো মনে হয় এটাই সুখ অনেক ভালোবাসা শান্তি।
খুব ভালো লাগলো লেখাটা পড়ে তাই শেয়ার করলাম

[কালেক্টেড পোস্ট]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when It's Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category