Imam Hossain HaSiB

Imam Hossain HaSiB Welcome to my official fan page.

30/04/2025

স্বামীরা
বউকে ভয় পায় না ...
বউ'র সৃষ্ট
অশান্তিকে ভয় পায় ....

06/04/2025

ফিলিস্তিন জনশূন্য হবে.
ইহুদিরা আবার আবাদ করবে. চাকচিক্যময় এক শহর হবে ফিলিস্তিন. সেখানে আরবের অনেক লোক বসবাস করতে যাবে.
আক্বসা আবার বিজয় হবে.

06/04/2025

যদি হঠাৎ জি'হা'দের ডাক আসে
আপনি যাবেন তো ✊🇵🇸
আমি যাবো ✊

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...নিজের পরিবার, ...
04/04/2025

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...

নিজের পরিবার, আত্মীয় স্বজন, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই।
যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম।
যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার।

যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী।
যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।

তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে।
তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী।
তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে।

মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর।
তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।

তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার রক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে।
তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স।

টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কাপুরুষ।
টাকা থাকলে তোমার সব কথাই বাণী। আর না থাকলে নর্দমার পানি।
তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে। কারণ তুমি পুরুষ। তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন।

🌙✨ ঈদ মোবারক ✨🌙আমার ফ্রেন্ডলিস্টের সকল বন্ধু ও বড় ভাইদের জানাই প্রাণঢালা "ঈদ মোবারক!" 💖🌸আশা করি, সবার ঈদ আনন্দ, ভালোবাসা...
30/03/2025

🌙✨ ঈদ মোবারক ✨🌙

আমার ফ্রেন্ডলিস্টের সকল বন্ধু ও বড় ভাইদের জানাই প্রাণঢালা "ঈদ মোবারক!" 💖🌸
আশা করি, সবার ঈদ আনন্দ, ভালোবাসা আর হাসি-খুশিতে ভরে উঠবে! 🎉🥰

বি:দ্র: সকল বড় ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি— ঈদের সালামি কিভাবে, কখন, কেমনে দিবা, তা আমার জানার বিষয় না! 😏💸
কিন্তু হ্যাঁ, ঈদের সালামি চাই! 🤭 একবার চাইলাম, দরকার হলে আবার চাইবো! 🤣
দিলে ভালোবাসা নেবো, না দিলে দু'হাত তুলে দোয়া করবো... যেন তোমাদের ঈদের খরচ আরও বাড়ে! 😂
যাই হোক সালামি দিলে দিবা না দিলে নাই 😁 আমার অত সালামি পাওয়ার শখ নাই 😏😁😁...

সবাই দারুণ একটা ঈদ কাটাও! 🥳❤️

Eid Mubarak ALL

27/03/2025

ইয়া আল্লাহ আজ এই পবিত্র রজনীতে আমদের সকল গুনাহ ক্ষমা করে দিও।🤲🤲

01/03/2025

Ramadan Mubarak 💗

কোথায় সেই পরী ☺️☺️
22/02/2025

কোথায় সেই পরী ☺️☺️

😔 আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা, কতটা কষ্ট পার করে এসেছে। তাই প্রতিটি মানুষের সাথে  আন্তরিকতা প...
20/02/2025

😔 আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা, কতটা কষ্ট পার করে এসেছে। তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন। 😔

゚viralシfypシ゚viralシalシ

●══❥༎༎তুমি༎༎যতোই༎༎কাঁদো༎༎●❥𝄞⋆⃝❤️●❥𝄞⋆⃝❤️༎༎তোমার༎༎চোখের༎༎পানি༎༎মুছে༎༎দিতে༎               ━━━━༎༎কেউ༎༎আসবেনা༎༎●❥𝄞⋆⃝❤️      ●...
18/02/2025

●══❥༎༎তুমি༎༎যতোই༎༎কাঁদো༎༎●❥𝄞⋆⃝❤️
●❥𝄞⋆⃝❤️༎༎তোমার༎༎চোখের༎༎পানি༎༎মুছে༎༎দিতে༎
━━━━༎༎কেউ༎༎আসবেনা༎༎●❥𝄞⋆⃝❤️
●❥𝄞⋆⃝❤️━━━━༎༎But༎༎
তুমি༎༎শুধু༎༎একটা༎༎ভুল করে༎༎দেখ༎༎●❥𝄞⋆⃝❤️ ●❥𝄞⋆⃝❤️চোখে༎༎আঙ্গুল༎༎দিয়ে༎༎দেখিয়ে༎༎দেওয়ার༎༎
༎༎মানুষের༎༎অভাব༎༎হবেনা༎༎━━━━●❥𝄞⋆⃝❤️
●❥𝄞⋆⃝❤️🌺༎༎এটাই༎༎বাস্তব༎༎●❥𝄞⋆⃝❤️
☘️💔** ////// **☘️

゚viralシfypシ゚viralシalシ

লাইফে সফলতা ও ব্যর্থতা একে অপরের বিপরীতে অবস্থান করে। কেউ খুব কম সময়ে সফলতা পেয়ে যায়, আবার অনেকে কঠোর পরিশ্রম করেও সফল হ...
17/02/2025

লাইফে সফলতা ও ব্যর্থতা একে অপরের বিপরীতে অবস্থান করে। কেউ খুব কম সময়ে সফলতা পেয়ে যায়, আবার অনেকে কঠোর পরিশ্রম করেও সফল হতে পারে না। জীবনে সফল হতে হলে প্রয়োজন হয় বারবার হেরে গিয়েও ফিরে আসা। হাল না ছেড়ে, একাগ্রতা ও অধ্যবসায় দিয়ে মানুষ একসময় মহামূল্যবান সফলতার দেখা পায়।

আমরা জানি, রবার্ট ব্রুস বারবার পরাজিত হয়েও গুহার মধ্যে মাকড়সার জাল বেয়ে উপরে উঠার দৃঢ়তা দেখে অনুপ্রাণিত হন। সপ্তমবারের চেষ্টায় তিনি সফলভাবে রাজ্য দখল করেন। তাই কোনো ব্যর্থতার পর নিরাশ না হয়ে লেগে থাকতে হবে।

゚viralシfypシ゚viralシalシ

প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্য...
16/02/2025

প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।

゚viralシfypシ゚viralシalシ

Address

Moghbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Imam Hossain HaSiB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share