Nazim On The Way

Nazim On The Way I love myself to see as a entrepreneur. My mission & vision always working on it.

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেই ব্র্যান্ডের জুতো পরে দৌড়ায়, সেই Nike-এর প্রতিষ্ঠাতা Phil Knight নিজেই ছিলেন একজন ব্যর্থ অ্...
07/08/2025

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেই ব্র্যান্ডের জুতো পরে দৌড়ায়, সেই Nike-এর প্রতিষ্ঠাতা Phil Knight নিজেই ছিলেন একজন ব্যর্থ অ্যাথলিট!

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন।
তিনি জীবনের অনেকটা সময় দৌড়ের পেছনে দিয়েছিলেন। প্রচুর রেস জিতেছিলেন, কিন্তু জাতীয় পর্যায়ে কখনো জায়গা করে নিতে পারেননি।
স্বপ্ন ছিল অ্যাথলেট হিসেবে বিশ্ব মঞ্চে নাম লেখানোর — কিন্তু সেটি হয়নি।

তবে তিনি ভেঙে পড়েননি।
তিনি ঠিক করেন, “যেহেতু দৌড়াতে পারছি না, তবে দৌড়ের জুতোই বানাবো!”

জানলে অবাক হবেন — ফিল নাইট তার ব্যবসার শুরু করেছিলেন নিজের গাড়ির ডিকিতে করে জুতো বিক্রি করে!
আজ সেই ব্র্যান্ড, নাইকি, worth over $150 billion!

ব্যর্থতা কি সব শেষ?
না, বরং সেখান থেকেই শুরু হতে পারে সবচেয়ে বড় সাফল্যের গল্প।

11/07/2025

এই নৃশংসতার শেষ কোথায়??
ফ্যাক্ট: মিটফোর্ড হত্যা কান্ড 😭

ড. মুহাম্মদ ইউনূস জাপানে এক অনুষ্ঠানে বলেন, "এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আসুন লিখি।" তিনি এশিয়ার উন্নয়ন ও শান্তির জন্...
06/07/2025

ড. মুহাম্মদ ইউনূস জাপানে এক অনুষ্ঠানে বলেন, "এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আসুন লিখি।" তিনি এশিয়ার উন্নয়ন ও শান্তির জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। জাপান ও অন্যান্য এশীয় দেশের সহযোগিতায় একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

📌 ড. ইউনূসের বার্তা: "এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আসুন লিখি"
🌏 এশিয়ার উন্নয়ন ও শান্তির জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন ড. মুহাম্মদ ইউনূস।
🤝 জাপানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এশিয়ার ভবিষ্যৎ গড়া সম্ভব।

🌍 Dr. Muhammad Yunus – At a GlanceFull Name: Dr. Muhammad YunusBorn: June 28, 1940 – Chittagong, BangladeshProfession: E...
06/07/2025

🌍 Dr. Muhammad Yunus – At a Glance
Full Name: Dr. Muhammad Yunus
Born: June 28, 1940 – Chittagong, Bangladesh
Profession: Economist, Banker, Social Entrepreneur
Famous For: Founder of Grameen Bank and pioneer of microcredit/microfinance
Awards: Nobel Peace Prize (2006), Presidential Medal of Freedom (USA), Congressional Gold Medal (USA), and many more.

📌 Contributions:

He introduced microloans to help poor people, especially women, start small businesses.

His work revolutionized development economics, proving that poor people are credit-worthy.

His Grameen Bank model has been adopted globally.

🏆 Nobel Peace Prize (2006):

Dr. Yunus and Grameen Bank jointly won the Nobel for their efforts to create economic and social development from below.

🌍 ড. মুহাম্মদ ইউনুস – সংক্ষিপ্ত জীবনী (বাংলা)

পুরো নাম: ড. মুহাম্মদ ইউনুস
জন্ম: ২৮ জুন, ১৯৪০ – চট্টগ্রাম, বাংলাদেশ
পেশা: অর্থনীতিবিদ, ব্যাংকার, সমাজ উদ্যোগতা
বিশেষ খ্যাতি: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, মাইক্রোক্রেডিট/মাইক্রোফিন্যান্স ধারনার জনক
পুরস্কার: নোবেল শান্তি পুরস্কার (২০০৬), মার্কিন প্রেসিডেন্টের ফ্রিডম মেডেল, কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং আরও অনেক আন্তর্জাতিক সম্মাননা

📌 অবদান:

তিনি গরিব মানুষের জন্য ছোট ঋণের (মাইক্রোক্রেডিট) ধারণা চালু করেন।

বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করেছেন।

তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

🏆 নোবেল শান্তি পুরস্কার (২০০৬):

ড. ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে তৃণমূল পর্যায়ে দারিদ্র্য দূরীকরণে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
Nazim On The Way

🎭 গল্পের নাম: "শেষ ট্রেনটা আমি মিস করলাম…"এক ছিলো রাহুল। গ্রামের ছেলে, কিন্তু প্রেম করেছিলো শহরের মেয়ে তৃণার সাথে। ফেসবু...
06/07/2025

🎭 গল্পের নাম: "শেষ ট্রেনটা আমি মিস করলাম…"

এক ছিলো রাহুল। গ্রামের ছেলে, কিন্তু প্রেম করেছিলো শহরের মেয়ে তৃণার সাথে। ফেসবুকে একদিন ভুল করে তৃণার প্রোফাইলে love react দিয়ে বসেছিলো—সেখান থেকেই শুরু।

তৃণা বলেছিলো,
— “তুমি একটু বেশি মিষ্টি কথা বলো, সন্দেহ হয়!”
রাহুল হেসে বলত,
— “তোমার জন্যই তো চিনি খাওয়া বাদ দিয়েছি!”

প্রেম জমে উঠলো। ছাদে দাঁড়িয়ে ফোনে কথা, ঈদের বাজার একসাথে, এমনকি গরুর হাটে গিয়ে “তুমি চাইলে এই গরুটাও কিনে ফেলি” টাইপ প্রেমও চললো।

কিন্তু হঠাৎ একদিন...

তৃণা বলল,
— “তুই তো কিছু করিস না! আমি লাইফে সেটেল হতে চাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। প্লিজ, মেনে নিস।”

রাহুল চুপ করে রইল। কিছু বললো না। কেবল মনের ভেতর ভাবলো—

"যে মেয়ের জন্য ঈদের সালামী জমিয়ে গোলাপ কিনেছিলাম, সে এখন রিং কিনে কারো সঙ্গে এনগেজড!"
সন্ধ্যায় রাহুল একা বসে, হাতে পুরনো চিঠি, কানে হেডফোনে বাজে—
🎵 "তুমি চলে গেলে কেন… মন খারাপের দেশে?"

বন্ধুরা এসে জিজ্ঞেস করলো,
— “ভাই, কি হইছে?”
রাহুল মুচকি হেসে বললো,
— “শেষ ট্রেনটা মিস করলাম ভাই, এখন নতুন স্টেশনের খোঁজে বের হই।”

Nazim On The Way

03/07/2025

চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে"
"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"
"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে।

আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা।

লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

(Copy from
Sanowar Hossen post)

Top of the News 2025🤣
19/06/2025

Top of the News 2025🤣

এদিকে হাসিনার বইনজি টিউলিপ সিদ্দিকী ড.ইউনূসের সাথে সাক্ষাৎ করতে লেটার দিছে কাকুতি মিনতি করছে।ঐদিকে তারেক রাহমান ড. ইউনূস...
10/06/2025

এদিকে হাসিনার বইনজি টিউলিপ সিদ্দিকী ড.ইউনূসের সাথে সাক্ষাৎ করতে লেটার দিছে কাকুতি মিনতি করছে।

ঐদিকে তারেক রাহমান ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চাইছে।

এদিকে রাজা তৃতীয় চার্লস অধীর আগ্রহ নিয়ে বসে আছে ড.ইউনূসের সাথে সাক্ষাত করবে।

এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

তারপর ড.ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন

এমনকি রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দিবে।

আর এদিকে আমার দেশের ফাইভ পাশ করা নেতা ড.ইউনূসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে।

আর আদু ভাইরা ড.ইউনূসকে শ্রীলঙ্কার রাজা পাকশার মতো অবস্থা করবে বলে হুমকি দেয়।
এই লজ্জা কই রাখবো ভাই??

আওয়ামিলীগের কর্ণধার টিউলিপ গুরুত্ব দিচ্ছে।
বিএনপির প্রধান নেতাও গুরুত্ব দিচ্ছে।
ব্রিটিশ রাজাও সম্মান দিচ্ছে।
বড় বড় অর্গানাইজেশন ও বিশ্ব নেতারা সম্মান দিচ্ছে।
কিন্তু ব্যর্থতা আমাদের আমরা সম্মান ও গুরুত্ব দিচ্ছিনা।
মানে নিজের পায়ে নিজে কুড়াল মারছি।

কি কপালপোড়া দেশে জম্মাইছিরে ভাই যেখানে জনতা না ক্ষমতা চায়। দেশপ্রেমিকদের চাইতে দালালদের কদর বেশি। শিক্ষিতদের চেয়ে মূর্খ মাফিয়াদের ক্ষমতা বেশি।

বরাবরের মতো আবারও বলি
স্যুট-টাই নাই, অতি সাধারণ পোশাকে যেটা ১০মাসে কোন পরিবর্তন দেখি নাই।
সাদামাটা নরম সূরের মানুষটা ইতিহাস গড়তে যাচ্ছেন, শুভেচ্ছা ও শুভকামনা.

Address

Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Nazim On The Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazim On The Way:

Share