Tech Tonic

Tech Tonic Daily dose of Technology, Prompt & Profit

⚠️ আপনি কি জানেন, আপনার personal chat থেকে শুরু করে স্ক্রিনে কি কি দেখছেন সবই রেকর্ড করছে Ai গত ৭ জুলাই এর আপডেটের পর থে...
21/07/2025

⚠️ আপনি কি জানেন, আপনার personal chat থেকে শুরু করে স্ক্রিনে কি কি দেখছেন সবই রেকর্ড করছে Ai

গত ৭ জুলাই এর আপডেটের পর থেকে google এর Gemini Ai বাকগ্রাউন্ডে আপনার contact list, personal chat এমনকি স্ক্রিনের কন্টেন্ট সবকিছু অটোমেটিক এক্সেস করতে পারছে।

🎯 Google দাবি করছে, "Gemini আপনার জন্য পার্সোনাল হেল্পার হিসেবে কাজ করবে, এর জন্যই ডাটা কালেক্ট করা",
কিন্তু বাস্তবে এটা এক প্রকার ডেটা সেন্ট্রালাইজেশন মেশিন।

Google, প্রাইভেসি নিয়ে অনেক অভিযোগের মুখোমুখি হয়েছে, 2024 সালে 2.9 বিলিয়ন ডলারের জরিমানাও দিয়েছে।

২০২৬ থেকে কিন্তু সব অ্যান্ড্রয়েড ডিভাইসে Gemini ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হবে।

🟢 Gemini Apps Activity: আসল রহস্য
Gemini Apps Activity হলো এমন একটি সেটিং, যা নিয়ন্ত্রণ করে আপনার Gemini এর সাথে করা কথোপকথন Google এর সার্ভারে কতদিন সংরক্ষিত হবে এবং AI ট্রেইনিং-এ ব্যবহার হবে কিনা।
✅ যদি এটি অন থাকে:
আপনার প্রতিটি কথোপকথন 3 বছর পর্যন্ত Google এ সংরক্ষিত হতে পারে।
মানুষের (human reviewer) দ্বারা চেক করা হতে পারে।
AI মডেল উন্নয়নের জন্য ব্যবহার হতে পারে।

✅ যদি এটি অফ থাকে:
তখনও আপনার তথ্য ৭২ ঘণ্টা পর্যন্ত রাখা হয়, যাতে Google আপনার রিকোয়েস্ট প্রসেস করতে পারে।
অর্থাৎ, "অফ" করলেও ডেটা সম্পূর্ণরূপে সুরক্ষিত নয়।

Surfshark এর রিপোর্ট বলছে, Gemini ৩৫ ধরনের ডেটা টাইপের মধ্যে, ২২টি সেনসিটিভ কালেক্ট করে যা অন্যান্য যেকোনো AI থেকে বেশি।

Google স্পষ্ট জানিয়েছে, আপনার ফাইল, ইমেইল, স্ক্রিনশট সবকিছুই তাদের মডেল “improve” করতে ব্যবহার হবে।
🔎 আপনার ডেটা কীভাবে ব্যবহার হচ্ছে?
✅ আপনার ব্যাবহারকৃত বিভিন্ন আপস থেকে ডাটা কালেক্ট করে
✅ সেই ডাটা আবার Google-এর মডেল ট্রেইনিং এ ব্যবহার করে
✅ডাটাগুলো human reviewer দের মাধ্যমে audited হয়। তারা আপনার চ্যাট রেকর্ড বা শেয়ারকৃত ফাইলও দেখতে পারে
আপনি না চাইতেও AI surveillance ecosystem এর অংশ হয়ে যাচ্ছেন
⚠️সবচেয়ে বড় ব্যাপার, এইসব তথ্য শুধু Google নয়, থার্ড পার্টি অ্যাপও তাদের নিজ নিজ Privacy Policy অনুযায়ী ব্যবহার করতে পারবে।
🛡️ আপনি কী করতে পারেন?
✔️ App permissions & Privacy Settings সবসময় চেক করুন
✔️ Settings থেকে Gemini Apps Activity বন্ধ করুন
✔️ Privacy Hub এ গিয়ে App Access গুলো remove করুন

কিভাবে অফ রাখবেন আমাদের Community Group এ দেয়া আছে (লিঙ্ক কমেন্টে)

🤖💥 আপনার অনলাইন বিজনেস Automatic করে ফেলুনকন্টেন্ট ক্রিয়েশন, পোস্ট , কমেন্ট - ম্যাসেজের রিপ্লাই সব হবে অটোমেটিক  আপনি কি...
20/07/2025

🤖💥 আপনার অনলাইন বিজনেস Automatic করে ফেলুন
কন্টেন্ট ক্রিয়েশন, পোস্ট , কমেন্ট - ম্যাসেজের রিপ্লাই সব হবে অটোমেটিক

আপনি কি কখনও ভেবে দেখেছেন, আপনার Facebook পোস্ট বা কন্টেন্ট নিজে নিজে তৈরি হচ্ছে, আবার কমেন্ট বা ম্যাসেজ আসলে সেটার রিপ্লাই ও অটোমেটিক হচ্ছে!

কিছুদিন আগেও এটা কল্পনাতেও ছিল না, কিন্তু এখন এটা বাস্তব !
AI Agent ঠিক এ কাজগুলোই করতে পারে একেবারে মানুষের মতো!

Ai কে একটা প্রশ্ন করলেন আর উত্তর দিল। অনেকে ভাবে, এটাই AI এর আসল ক্ষমতা।
- এখন আর এমনটা না!
Ai এখন আপনার সকল কাজ অটোমেটিক করে দিবে।

AI এর পুরো প্রসেসটিকে তিনটি লেভেলে ভাগ করা যায়:

👉 Level 1: Basic AI (Chatbot Mode)
এখানে AI পুরোপুরি প্যাসিভ।
আপনি কিছু বলেন, যেমন, "একটা caption লিখে দাও।"
AI তখন তার ট্রেনিং ডেটা থেকে শুধু একটা ক্যাপশন লিখে দিবে। এটা কেবল basic reply system

👉 Level 2: Workflow AI
এখানে আপনি AI কে আগে থেকে তৈরি করা নিয়ম (predefined path) দেন।
যেমন: "প্রতি শুক্রবার আমার কনটেন্ট তৈরি করো, Canva তে ডিজাইন করো, তারপর Facebook এ শিডিউল করো।"
AI ঠিক এই flow অনুযায়ী কাজ করে
⚠️ অনেকেই এটাকে Ai Agent ভাবে ভুল করে। কিন্তু আসলে, এখানে decision maker আপনি নিজেই।

👉 Level 3: AI Agent
এখন আসল গেম চেঞ্জার!
এখানে AI নিজেই decision maker।
ধরুন আপনি বললেন, "আমার Facebook পেজের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সেরা পোস্ট তৈরি করো।"
AI Agent তখন:
আপনার আগের পোস্টগুলোর data বিশ্লেষণ করে
কোন টাইপের কন্টেন্ট বেশি লাইক, কমেন্ট, শেয়ার পায় সেটা বোঝে
কোন টাইমে পোস্ট করলে reach বেশি হয় সেটা ঠিক করে
একাধিক draft তৈরি করে, নিজে নিজে evaluate করে, এবং সেরা আউটপুট select করে

এখানে AI শুধু টুল না, এটা আপনার "ডিজিটাল পার্টনার"
যে প্রফেশনাল এর মতো চিন্তা করে কাজগুলো execute করছে।

📊 McKinsey এর এক রিপোর্টে বলা হয়েছে, Agentic AI সিস্টেম আগামী ৫ বছরে কোম্পানিগুলোর প্রোডাক্টিভিটি ৪০%-এর বেশি বাড়াতে পারে।

🚀 আপনি কি AI Business Prompt দিয়ে আপনার ব্যবসাকে আরও স্মার্ট, দ্রুত এবং লাভজনক করতে চান?
💬 Inbox এ লিখুন: "AI Business Pack"

🎥🔥 ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় আপডেট! 🔥🎥একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে ইউটিউব ভিডিওর ইনকাম!✅ নতুন নিয়ম কার্যকর ...
16/07/2025

🎥🔥 ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় আপডেট! 🔥🎥
একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে ইউটিউব ভিডিওর ইনকাম!

✅ নতুন নিয়ম কার্যকর হবে: ১৫ জুলাই ২০২৫ থেকে

⚠️ যেসব ভিডিওতে আয় থাকবে না:
অন্যের কপি ভিডিও বা রিপিট ভিডিও
Reaction Mashup, Compilation Video
AI Generated low effort video

🎯 যেসব কন্টেন্টে আয় হবে:
পুরোপুরি অরিজিনাল ভিডিও।
এডুকেশনাল ভিডিও - ক্রিয়েটিভ ও বিনোদনমূলক ভিডিও।
আপনার নিজের ভয়েস এবং ভিজ্যুয়াল ব্যবহার করা।

💡মনিটাইজেশনের রুল:
1000 subsriber + 4000 hours watch time (previous 12 month)
অথবা
10 Million shorts view (last 90 days)

📌 কেন এই পরিবর্তন?
অরিজিনাল ক্রিয়েটরদের সাপোর্ট করা
ক্লিকবেইট, লো কোয়ালিটি, রিপিটেড ভিডিও বন্ধ করা
ভিউয়ারের জন্য মানসম্মত শিক্ষা বা বিনোদনমূলক কন্টেন্ট প্রমোট করা

📣 মূল কথা:
প্যাসিভ, কপি-পেস্ট কন্টেন্ট আর চলবে না। ইউটিউবে থাকতে হলে অরিজিনাল, ভ্যালু-অ্যাডেড, ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে হবে।

11/07/2025

⚠️ আপনার ক্যারিয়ার, ইনকাম, স্কিল - সবকিছু ঝুঁকিতে পড়বে যদি এখনই না জাগেন!

চাকরি, ফ্রিল্যান্সিং বা প্যাসিভ ইনকাম ২০২৫-এ এসে Market বদলে গেছে। AI না জানলে আপনি শুধু পিছিয়েই পড়বেন না, হারিয়ে যাবেন!

ভবিষ্যতে টিকতে হলে,
❌ শুধু কোর্স করেই লাভ নেই
✅ জানতে হবে AI এর স্মার্ট ব্যাবহার

📘 তাই আমরা এনেছি - Prompt এর চৌদ্দগোষ্ঠী (Basic থেকে Advance সকল Secret Technique)
🎁 আর ফ্রি পাচ্ছেন - Prompt এর খাজানা (সকল কাজের রেডিমেড প্রম্পট টেমপ্লেট)

👇কমেন্টে বিস্তারিত দেয়া আছে
অথবা ইনবক্স করুন m.me/explore.techtonic
কল বা WhatsApp করুন: 01816 - 658 467

29/06/2025

ASKED CHATGPT TO TRAIN OUR MIND LIKE A MILLIONAIRE 🧠💰

👇Ready to see how millionaires think?

🚀 10 AI Tools to replace your tedious work 🤖✨Let AI save your time! Here’s your new smart toolkit:📊 Gamma AI – Make pres...
29/06/2025

🚀 10 AI Tools to replace your tedious work 🤖✨
Let AI save your time! Here’s your new smart toolkit:

📊 Gamma AI – Make presentations in minutes
🎨 Gemini Flash – Edit & generate images with AI
🔍 Perplexity AI – Summarize anything from the web
📱 Replit Agent – Build apps & MVPs fast
📢 Typefully – Manage socials like a pro
🧠 Grok-3.5 – Crush deep research tasks
💻 Windsurf AI – Code better, faster
🎥 Kling AI – Make stunning videos easily
💬 ChatGPT – Brainstorm your next big thing
🌐 Lovable – Create beautiful websites with AI

📌 এই ৮টি ChatGPT প্রম্পট ব্যবহার করুন, সঠিক মানুষদের আকর্ষণ করুন এবং গ্রুপের এনগেজমেন্ট বাড়ান!👇 জানতে চান কিভাবে?
28/06/2025

📌 এই ৮টি ChatGPT প্রম্পট ব্যবহার করুন, সঠিক মানুষদের আকর্ষণ করুন এবং গ্রুপের এনগেজমেন্ট বাড়ান!

👇 জানতে চান কিভাবে?

R.I.P. ChatGPTR.I.P. Claude 4R.I.P. DeepSeek-R1R.I.P. MidjourneyR.I.P. filmmakerR.I.P. GoogleR.I.P. Codersএমন একটা সিক্র...
28/06/2025

R.I.P. ChatGPT
R.I.P. Claude 4
R.I.P. DeepSeek-R1
R.I.P. Midjourney
R.I.P. filmmaker
R.I.P. Google
R.I.P. Coders

এমন একটা সিক্রেট ট্রিক, যেটা দিয়ে এই সব টুল একসাথে ব্যবহার করা যায়!

💡 সবচেয়ে বড় ব্যাপার — এটা একদম সহজ।
👇 কিভাবে জানতে চান?

28/06/2025

ChatGPT + Canva = ইনকাম মেশিন!

These 7 prompts helped turn simple designs into products that sell

💰 অনলাইনে আয় করার জন্য ১৫টি অসাধারণ ChatGPT প্রম্পট!এই প্রম্পটগুলো কাজে লাগিয়ে আপনিও আয় শুরু করতে পারেন ঘরে বসেই।📌 এখনই ...
28/06/2025

💰 অনলাইনে আয় করার জন্য ১৫টি অসাধারণ ChatGPT প্রম্পট!
এই প্রম্পটগুলো কাজে লাগিয়ে আপনিও আয় শুরু করতে পারেন ঘরে বসেই।

📌 এখনই সেভ করে রাখুন — না হলে মিস করবেন!
বিস্তারিত কমেন্টে

28/06/2025

চলেন, একটা ভয়ংকর রিপোর্ট দেখে আসি,
🧠 Gartner বলছে, আগামী দুই বছরের মধ্যে ৮০% কাজ AI নির্ভর হবে।

তাহলে প্রশ্ন হচ্ছে - 🤖AI কি ভবিষ্যতে আপনার কাজ দখল করে নিবে?

উত্তরটা হচ্ছে , ❝না, AI আপনার জায়গা নেবে না... কিন্তু আপনি যদি AI ব্যাবহার না জানেন , যে ব্যক্তি AI ব্যবহার করতে জানে সে অবশ্যই আপনার জায়গা নিয়ে নেবে❞

কথাটি তিতা হলেও এটাই নতুন পৃথিবীর ভয়ংকর একতা সত্য!

🎯 আগে একজন সারাদিনে যে কাজ করতো, AI দিয়ে সেটা ঘন্টায় করে ফেলছে। ফলে আগের ১টি কাজের জায়গায় ১০টি কাজ করতে পারছে একা। এই পরিবর্তনের স্রোতে Ai না জানলে পিছিয়ে থাকবেন একমাত্র আপনি!

📌 এখন AI শেখা বিলাসিতা না, এটা Must!

আপনি হয়তো ভাবছেন, "আমার তো টেকনিক্যাল জ্ঞান নেই, আমি কীভাবে পারবো?"
এই "পারবো না" নামক হতাশা থেকে মুক্তির পথ "Prompt এর চৌদ্দগুষ্ঠি"

✨ কঠিন রকেট সায়েন্স না , আপনার যা কিছু লাগবে গল্পের মত করে দেয়া আছে।

যা যা পাচ্ছেন:
🔸 প্রম্পটের ABCD: সহজ বাংলায় Basic to Advance সবকিছু
🔸 Personal+Professional সকল কাজের রেডিমেড টেম্পলেট
🔸 Premium Group Access (tools update & bypass methods)

💰 রেগুলার দাম: ৪৯৯ টাকা
🔥 প্রথম ২০০ জনের জন্য জাস্ট ৮৯ টাকা(মাত্র এক কাপ কফির দামে)

⏳ নিজের ক্যারিয়ারকে সুরক্ষিত করতে আর এক মুহূর্তও দেরি নয়!
👇 বান্ডেলের ডেমো দেখতে কমেন্টে "DEMO" লিখুন অথবা সরাসরি মেসেজ দিন!

🚨 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐃𝐚𝐭𝐚 𝐏𝐫𝐢𝐯𝐚𝐜𝐲 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐃𝐞𝐦𝐚𝐧𝐝𝐬 𝐀𝐩𝐩𝐥𝐞 & 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐘𝐚𝐧𝐤 𝐂𝐨𝐧𝐭𝐫𝐨𝐯𝐞𝐫𝐬𝐢𝐚𝐥 𝐂𝐡𝐢𝐧𝐞𝐬𝐞 𝐀𝐈 𝐀𝐩𝐩 𝐃𝐞𝐞𝐩𝐒𝐞𝐞𝐤 𝐎𝐯𝐞𝐫 𝐔𝐬𝐞𝐫 𝐃𝐚𝐭𝐚 𝐑𝐢𝐬𝐤𝐬!-----...
28/06/2025

🚨 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐃𝐚𝐭𝐚 𝐏𝐫𝐢𝐯𝐚𝐜𝐲 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐃𝐞𝐦𝐚𝐧𝐝𝐬 𝐀𝐩𝐩𝐥𝐞 & 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐘𝐚𝐧𝐤 𝐂𝐨𝐧𝐭𝐫𝐨𝐯𝐞𝐫𝐬𝐢𝐚𝐥 𝐂𝐡𝐢𝐧𝐞𝐬𝐞 𝐀𝐈 𝐀𝐩𝐩 𝐃𝐞𝐞𝐩𝐒𝐞𝐞𝐤 𝐎𝐯𝐞𝐫 𝐔𝐬𝐞𝐫 𝐃𝐚𝐭𝐚 𝐑𝐢𝐬𝐤𝐬!
-----------
A German data protection commissioner has urged Apple and Google to remove the Chinese AI app DeepSeek from app stores, citing illegal transfer of user data to China and lack of compliance with EU privacy laws.

The app, already banned in Italy for similar reasons, reportedly fails to prove adequate protection of personal data under strict EU regulations.

👉 More details in comment!

Address

331 South J Jahanara Imam Sharani
Dhaka
1205

Telephone

+8801853270651

Website

https://t.me/exploretechtonic

Alerts

Be the first to know and let us send you an email when Tech Tonic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Tonic:

Share