17/07/2023
সত্যিকারের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না,
দেখা যায় না, ছোঁয়া যায় না..।।
শুধু অনুভব করতে হয়; হৃ'দয় দিয়ে অনুভব...!!
যার প্রখ'রতা এতো বেশি যে হৃ'দয় ক্ষা'ন্ত হয়,
শান্ত হয়, তৃ'প্তি পায়..।।
নতুন করে বাঁচতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে...!!
নিজের মধ্যে জেগে ওঠে নতুন এক স্ব'ত্বা যে স্ব'ত্বা ভালোবাসায় পূর্ণ গোটা একটা পৃথিবী আবি'ষ্কার করে..!!
যে পৃথিবী জুড়ে খুঁজে পায় প্রিয় মানুষটাকে, যাকে সে সারাজীবন নিজের করে রাখতে চায়, ভালোবাসতে চায়,
আঁক'ড়ে ধরে বাঁচতে চায়..!!
নিজের চারপাশে যার অস্তি'ত্ব কল্পনা করে
নিজেকে বি'লীন করে দেয়...।।
এ যেন এক অদ্ভু'ত রকমের ভালো লাগা, যে ভালো লাগা প্রতিনিয়ত নতুন করে ভালোবাসতে শেখায়, আনমনে হাসতে শেখায়, পাখিদের মতো উড়তে শেখায়, বাচ্চাদের মতো চ'ঞ্চল হতে শেখায়..!!
আর তাই তো আজ'ন্মকাল বেঁচে থাকুক সকল ভালোবাসা,
পূর্ণতা পাক সবার চাওয়া, ভালোবেসে ভালো থাকুক সকলে...!!
📷 সংগৃহীত