R.K Lovers

R.K Lovers Creator news and media
(1)

🫵🙏❤️ সম্পর্কে এক সময় শরীর এসেই পড়ে।এটা চাওয়া নয়—অনেকটা সময়ের ভিতর গড়িয়ে পড়া এক প্রাকৃতিক প্রবাহ।তবে দেহ স্পর্শ মানেই প্র...
31/07/2025

🫵🙏❤️ সম্পর্কে এক সময় শরীর এসেই পড়ে।
এটা চাওয়া নয়—অনেকটা সময়ের ভিতর গড়িয়ে পড়া এক প্রাকৃতিক প্রবাহ।
তবে দেহ স্পর্শ মানেই প্রেম নয়, আর প্রেম মানেই দেহ না-ও হতে পারে।
তবু আমরা অস্বীকার করতে পারি না—
একটি শরীরের উষ্ণতা, ভাঁজের গভীরতা, নিঃশ্বাসের ভাষা অনেক না-বলা গল্প বলে দেয়।

কেউ কেউ শরীর খোঁজে—
কিন্তু শরীর মানেই কামনা নয়।
শরীর মানে কখনো কখনো আশ্রয়,
কখনো ভাঙনের পর নিজেকে জোড়া দেওয়ার জায়গা,
আর কখনো নিঃশব্দে বলা ভালোবাসা।

ভালোবাসা চাইলে শরীরকে স্পর্শ করো,
কিন্তু তা যেন যত্নের সঙ্গে হয়।
শরীর জিনিস নয়, শরীর একটা অনুভব।
একজন মানুষ যখন নিজের সমস্ত আড়াল সরিয়ে তোমার পাশে দাঁড়ায়,
তখন তার শরীর শুধু নগ্নতা নয়—
তখন তা তার সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রকাশ।

ভাত রান্নার analogy-টা কি মনে পড়ে?
একটু জলের ঘাটতিতে নিচের ভাতটা শক্ত হয়ে যায়, পুড়ে যায়—
ঠিক তেমনি, একটু যত্ন কমলে সম্পর্কের শরীরটাও জখম হয়ে যায়।
সে চুপ করে থাকে, কিন্তু ভিতরটা রুক্ষ হয়ে ওঠে।

আমি বলি, শরীর মানে অভ্যাস নয়—
শরীর মানে যত্ন।
শরীরে হাত রাখার পর,
একটা চাদর তুলে দেওয়া—
এই ছোট্ট আচরণটাই বলে দেয় তুমি তাকে কেমন ভালোবাসো।

আজকাল অনেকে শরীর ছুঁয়ে, শরীরেরই গন্ধ ভুলে যায়।
যেখানে আদর ছিল, সেখানে কেবল ক্লান্তি পড়ে থাকে।
তবে যে ভালোবাসা সত্যিকারের,
সে শরীরের দাগও ভালোবাসে,
ত্রুটিকেও আপন করে নেয়।

শরীর একটা ক্যানভাস।
যার প্রতিটি রেখায় আঁকা থাকে কারও অতীত, ব্যর্থতা, আঘাত ও গোপন অভিমানের ইতিহাস।
যদি তুমি একজন শিল্পী হও,
তবে সেই শরীরকে ছুঁয়ো তার ভাষা বুঝো—
না হলে আঁচড় ফেলে যাবে, যেটা আর কখনো মুছবে না।

ভালোবাসা মানে এই নয় যে, শরীরকে পবিত্র ভেবে দূরে রাখা।
ভালোবাসা মানে, শরীরকে মানুষ ভেবে আপন করে নেওয়া।

শেষ কথাঃ
যে মানুষ তোমার শরীরের ত্রুটিকে ভালবেসেছে,
সে তোমাকে শুধুই শরীর হিসেবে নয়—
একজন মানুষ হিসেবে ভালোবেসেছে।

আজকের দিনে সম্পর্ক মানে শুধু চ্যাট নয়, লুকানো আলিঙ্গন নয়—
সম্পর্ক মানে বোঝা, স্পর্শ, সংযম আর যত্ন।
ভালোবাসা মানে শরীরকে সম্মান করা,
না ছুঁয়ে নয়, বরং ছুঁয়ে… সযত্নে 🤏❤️🖤

❤️ R.K Lovers 🖤

“You Played Your Game”"He didn’t want revenge. He just wanted peace… but they wouldn’t let him have that either."He forg...
24/07/2025

“You Played Your Game”

"He didn’t want revenge. He just wanted peace… but they wouldn’t let him have that either."

He forgave when he shouldn't have.
Understood when he was breaking.
Stayed silent when they mocked him —
Because he thought maybe they just didn’t know better.

But they did.

They saw his kindness.
And thought it was weakness.
They saw his loyalty — and laughed behind his back.

So he stopped smiling.

He didn’t scream or shout.
He didn’t post his pain.
He simply vanished from their lives… like he was never there.
But deep inside, something colder had taken root.

Not hatred.
Not vengeance.
Just absence.

He didn’t want to hurt them.
He just didn’t want them near him ever again.

🫵 R.K Lovers 🤏

24/07/2025

Watch, follow, and discover more trending content.

"সমাজতন্ত্র " "Socialism"📌ভালো মানুষ এখন বোকা আর প্রতারকরা বুদ্ধিমান — বদলে গেছে সংজ্ঞা-এক সময় মানুষ ভালো হওয়ার চেষ্টা ক...
20/07/2025

"সমাজতন্ত্র " "Socialism"

📌ভালো মানুষ এখন বোকা আর প্রতারকরা বুদ্ধিমান — বদলে গেছে সংজ্ঞা-

এক সময় মানুষ ভালো হওয়ার চেষ্টা করত, কারণ সমাজে ভালো মানুষকে সম্মান দেওয়া হতো। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন যারা অন্যকে ঠকাতে পারে, তারাই বুদ্ধিমান হিসেবে পরিচিত। আর যারা সত্য বলে, সরল পথে চলে, অন্যের উপকার করে — তাদেরকে বলা হয় ‘বোকা’।

এই পরিবর্তন আমাদের সমাজের গভীর অসুস্থতার ইঙ্গিত দেয়। এখন চারদিকে শুধু চালাকি, স্বার্থপরতা আর কৌশলের জয়। একজন প্রতারক যদি নিজের স্বার্থে কারো বিশ্বাস ভেঙে দেয়, সেটাকে বলে ‘স্মার্টনেস’। অথচ যিনি কষ্ট সহ্য করেও অন্যের পাশে দাঁড়ান, তাকেই বলা হয় ‘নির্বোধ’ বা ‘ভালো মানুষের ছদ্মবেশে বোকার দল’।

এইসব দেখেই অনেকে মনে করেন, ভালো হয়ে লাভ নেই। কেউ আর ভালো হতে চায় না। মানুষ এখন মুখোশ পরে চলে, কারণ বিশ্বাসযোগ্যতা আজ মূল্যহীন। যে যত চালাক, সে তত সফল। কিন্তু প্রশ্ন হলো, এই সাফল্যের পিছনে মানবতা কোথায়?

সমাজের এই ভাঙন আমাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। যদি ভালো মানুষরা হারিয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কাকে দেখে শিখবে? আমরা কি এমন একটি পৃথিবী তৈরি করতে চাই, যেখানে সততা দুর্বলতা, আর প্রতারণা ক্ষমতার প্রতীক?

ভালো থাকা আজ কঠিন, তবুও প্রয়োজন। কারণ দুনিয়া এখনও কিছু মানুষের সৎ আচরণের উপরই দাঁড়িয়ে আছে। তাই পরিবর্তনটা আমাদের থেকেই শুরু হওয়া উচিত। হয়তো সবাই বদলাবে না, কিন্তু একজনের আলো অনেক অন্ধকার দূর করতে পারে।

ভালো থাকুন, ভালো থাকাতে আজ সাহস লাগে।

R.K Lovers

"সমাজতন্ত্র" " Socialism"🤷‍♂️ 500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যাআর 50,000 টাকায় কাপড় খুললে হয় নায়িকাআবেগে কাপড়...
18/07/2025

"সমাজতন্ত্র" " Socialism"

🤷‍♂️ 500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা
আর 50,000 টাকায় কাপড় খুললে হয় নায়িকা
আবেগে কাপড় খুললে হয় বান্ধবি
আর অভাবে কাপড় খুললে হয় মাগী
রিনা ,মিনা খুললে বলে খানকি
আর এঞ্জেল, জেরিনরা ফিগার দেখাইলেই হয় স্মার্ট
বিয়ার আগে খুললে নটি
আর বিয়ের পর খুললে মেইন্টেনিং সোসাইটি

ধর্ষিতা কখনও নিজ ইচ্ছায় ধর্ষন হয় না,
কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়।
আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইতস্তত বোধ করে না।

কাপড়টা সবাই খোলে,
আর কাপড় খোলাটা ও ফ্যাক্ট না
ফ্যাক্টটা হচ্ছে, এই সমাজ কিভাবে দেখছে
কাপড় খুলে কেউ বেশ্যা হয় না
এই সমাজই বেশ্যা তৈরি করে
কিন্তু ওই বেশ্যাদের কাছে কারা যায়?
অন্যের দিকে আঙুল তোলার আগে, নিজের দিকে ও তাকান

নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত কারণ এক হাতে তালি বাঁজে না, অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু জনসম্মুখে পরতে হয় নারীকে।

এইরকম ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত । বাস্তবতা এইরকমই
এইভাবে না লিখলে অনেকে বলবে ভাষাগত সমস্যার কারণে বুঝি নাই
(প্রত্যেক নারীর ভিতর একটি মা এর সত্ত্বা বাস করে, তাকে সম্মান করতে শিখুন)যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে
- সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়
- যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালাগালি দেয়
- কয়দিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে
- চলচ্চিত্রের সব থেকে ভালো মেয়েটির ও দুই দিন পর ভিডিও ফাঁস
- রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে-
- মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে
- মা-বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাঁশ বাগানে যায়
- 16 বছরের ছেলেটাও বলে তোকে ছাড়া বাঁচবো না
- 10 বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই
- প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়
- আবার কেউ লাজ-লজ্জা ভুলে দেহের ক্ষুধা মেটায়
- কাকে দোষ দেবো বলেন??
- দিনশেষে এদের নিয়েই আমাদের সংসার
- নারী ছলনাময়ী, নারী বেইমান
- পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক
- পরের বোনটা মাল। নিজের বোন টা কলিজা....!
- তাই নিজেকে বদলান .....অন্যের দোষ ত্রুটি খোঁজা বন্ধ করুন

👀 দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে....!!🤏🫵

(C)

R.K Lovers

7 Habits destroying your Brain 🧠:1. Not exercising.Exercise improves memory by increasing the brain-derived neurotrophic...
11/07/2025

7 Habits destroying your Brain 🧠:

1. Not exercising.

Exercise improves memory by increasing the brain-derived neurotrophic factor. (Look it up!) This helps you form new synapses, improves learning, and boosts memory.

2. Not getting enough sleep.

Without quality sleep it’s harder to form and maintain pathways in your brain that let you learn and create new memories.

It’s also harder to concentrate and respond quickly.

3. Eating inflammatory foods.

What you eat has a direct effect on your mind and mood.

A diet high in foods that are dried and/or processed can lead to chronic inflammation. This can cause memory loss, confusion, depression, poor mood regulation, and even neurological diseases.

4. Having a big belly.

High body fat has been associated with a decline in gray matter, which enables us to control movement, memory, and emotions.

5. Not learning new things.

The brain is like a muscle. It grows and shrinks based on its level of activity and use.

Learning new skills stimulates neurons and forms new pathways that allow electrical impulses to travel faster.

If you’re not learning new things or skills you’re letting your brain atrophy.

6. Watching po*******hy.

Watching p**n hijacks the brain reward system and overwhelms it with cheap hits of dopamine. The result is the brain physically deteriorates in size, shape, and chemical balance.(please avoid it,you still have time)

7. Spending too much time indoors.

This deprives you from getting exposure to sunlight.

Without enough sun exposure your circadian rhythm gets affected and your serotonin levels can dip. This can lead to seasonal affective disorder and depression.

How to Build a Healthy Brain

1) Exercise regularly.

2) Get quality sleep.

3) Eat nutrient dense foods.

4) Maintain a healthy BMI.

5) Keep learning new things.

6) Stop watching p**n.

7) Spend more time outside or with nature.

Thanks for reading..😊😊

❤️ R.K Lovers ❤️
Follow my page........

বর্ষাকাল তাই বিশেষ সাধানতা অবলম্বন করা উচিত।বেশি বেশি শেয়ার করুন!....... 🫵🐍🐍🐍 ✅🐍🐍 বীন বাজালে সিনেমায় সাপ নাচে। বাস্তবে ...
08/07/2025

বর্ষাকাল তাই বিশেষ সাধানতা অবলম্বন করা উচিত।বেশি বেশি শেয়ার করুন!....... 🫵🐍🐍🐍

✅🐍🐍 বীন বাজালে সিনেমায় সাপ নাচে। বাস্তবে নাচে না। সাপের কান নাই। শোনার জন্য ঘনঘন জিহ্বা বের করতে হয়।
সাপ আপনাকে আক্রমণ করবে না। আপনি যদি শব্দ করে হাঁটেন, সে বুঝতে পারে। সাপের বুকের তলায় খোলসের রঙ আলাদা। সেখানে বিশেষ স্নায়ুতন্তু থাকে। মাটির কম্পন বুঝতে পারে। আপনি কতদূরে আছেন, আপনি সাইজে কতবড়, সে বুঝতে পারে। পালিয়ে যায়।

🌸🌸বেলি, হাস্নাহেনার গন্ধে কখনো সাপ আসে না। কেউকেউ জীবদ্দশায় বেলি, হাস্নাহেনা গন্ধরাজের তলায় সাপ দেখেছেন হয়তো। মনে রাখবেন, সাপের ঘ্রাণশক্তি খুবই দূর্বল। সে গন্ধ পায় না। সুগন্ধি ফুলে পোকামাকড় আকৃষ্ট হয় বেশি। পোকা খেতে ব্যাঙ আসে। ব্যাঙ খেতে মাঝেমাঝে সাপ আসতে পারে। খাবার পর মানুষের মত সাপও ক্লান্ত হয়। মানুষ খাবারের পর যেমন আয়েশ করে ঘুমায় তেমনই সাপও বেলি-হাস্নাহেনার তলায় ঘুমুতে পারে। তবে এসব গাছ যদি বাড়ির ভেতর থাকে তবে সাপ কম আসে। কারণ মানুষের উপস্থিতি তারা ভয় পায়। তবে বাড়ির সাইডে, ঝোপঝাড়ে এমন গাছ থাকলে সাপ আসা স্বাভাবিক।

একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে দংশন করতে আসবে না। সাপের স্মৃতিশক্তি খুবই দূর্বল। সাপ বাংলা সিনেমার স্বর্পরাজ শাকিব খান কিংবা নাগিন মুনমুন নয় যে সঙ্গীহারার প্রতিশোধ নিতে ছুটে আসবে। সাপ নিম্নজাতের প্রাণি। এদের মধ্যে রিভেঞ্জ বলে কিছু নাই। কিন্তু একটা সাপ মারার পর আরেকটা সাপ প্রায়ই একই স্থানে দেখা যায়, কারণ কী?

সিম্পল। মেটিং এর সময় তাদের পার্টনার আশেপাশে থাকতেই পারে কিংবা আশেপাশে গর্ত থাকলে তার বাচ্চাকাচ্চা কিংবা আরো সাপ উঠে আসতেই পারে। সে প্রতিশোধ নিতে আসেনি বরং ভুল করে গর্ত থেকে চলে এসেছে।

ছোট সাপের বিষ নাই কথাটা ভুল। সাপের বাচ্চাও সাপ। কেঁচোর সমান একটা কেউটের কামড়ে আমার চোখের সামনে এক রোগীকে টানা ২৪ ঘণ্টা জীবনের সাথে ফাইট করতে হয়েছে। আইসিইউতে আমরা তিন ডাক্তার তার পাশে ২৪ ঘন্টা লড়েছিলাম।

আর্টিফিশিয়াল ভেন্টিলেশন থেকে শুরু করে একাধিকবার অ্যান্টি-ভেনম দিয়েছি। সে সুস্থ হয়ে বাড়িতে গেছে। যাবার আগে আমাদের গালিগালাজ করে গেছে। আমরা নাকি তাকে অনেক দামী ঔষুধ দিয়েছি। সে জানে না, একডোজ অ্যান্টিভেনমের দাম ১০ হাজার টাকা। লজিক্যালি লোকটার দোষ নেই। সে ছিল জেলে। দিনে হয়তো এক দেড়শ টাকা তার ইনকাম। রাতে যারা বাজার থেকে অন্ধকারে ঘরে ফেরে তাদের এবং জেলেদের সাপ বেশি কাটে। জেলেরা বর্ষায় রাতে আইল বরশি ফেলে, জাল ফেলে মাছ ধরে। নদী বা নালায় মাঝ ধরে। সাপ শুকনো ভেবে সেখানে থাকে। কামড় দেয়।

সিনেমা বলে, সাপ দুধ খায়। গরুর দুধ খেতে গোলাঘরে হানা দেয়। ভুল কথা। এসব সাপ ক্ষেতের ব্যাঙ-পোকামাকড় খায়। কালো রঙ্গের দাড়াশ সাপ দেখি, এরা আমাদের উপকার করে। ফসল বাঁচায়। এদের না মারা উত্তম।

সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায় কথাটা ভুল। ভুলেও এই কাজ করবেন না। ব্লেড দিয়ে কাটলেন তো বিষকে রক্তের সাথে নিজহাতে মিশিয়ে দিলেন।

দংশন করা সাপকে উল্টোকামড় দিলে বিষ ফেরত চলে যায় সাপের ভেতরে কথাটা ভুল। পায়ে কাটলে বিষ সেখানে। আপনার মুখের দাঁতে তো বিষ নাই। কীভাবে ফেরত দিবেন? সাপের বিষ তার দাঁতে থাকে না। সে যখন কামড় দেয় তার মুখের পেশিগুলো টানটান হয়ে যায়।

দাঁতের কাছেই থাকে বিষধর। সেখান থেকে বিষ দাঁত বেয়ে আপনার শরীরে প্রবেশ করে।

শক্ত করে বাঁধলে বিষ ছড়াতে পারে না এমন ধারনা ভুলে যান। আপনি নিজেও নিশ্চিত না সাপটা বিষধর ছিল কি না, তাহলে শক্ত করে বাঁধবেন কেন? অনেক ডাক্তার সাপে কাটার পর বাঁধতে নিষেধও করেন। কারণ এতে হিতে বিপরীত হয়।
ফুটবলের অ্যাংলেট পায়ে দিলে যেমন আটসাট হয়ে থাকে এমন ভাবে গামছা বা শার্ট বা শাড়ি দিয়ে দংশনের কিছু উপরে পেঁচিয়ে নিতে পারেন। বাঁধন অবশ্যই ঢিলা রাখবেন। দুট আঙ্গুল ঢোকে এমনভাবে ঢিলা করবেন। আবার খুব ঢিলাও না। ২০ মিনিট পরপর খুলে আবার লাগাতে পারেন। ভুলেও লোহার তার, সুতলি, কারেন্টের তার বা অন্য সরু জিনিস দিয়ে বাঁধবেন না। বাঁধলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে হাতে-পায়ে পঁচন শুরু হবে। চিরতরে হাত বা পা খোয়ানোর সম্ভাবনা প্রবল। হয়তো আপনাকে বিষধর সাপ কাটেই নি অথচ আপনি ভয়ে গিট্টু দিয়ে হাত পা পঁচিয়ে পঙ্গু হয়ে গেলেন। কেমন হবে?

সাপ কাটলে কিন্তু আংটি, চুড়ি, ব্রেসলেট খুলে ফেলবেন। কিছু সাপের বিষে আপনার আঙ্গুল, হাত বা পা ফুলে যেতে পারে। আংটি বা চুড়ি থাকলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে পঁচন ঘটতে পারে।

সাপ কখন দংশন করে?
১। যদি ভুলে আপনার মুখোমুখি হয় সে পালাতে চেষ্টা করে। কিন্তু সে নিজে ভয় পেলে হিংস্র হয়। সব প্রাণিই এমন। মুরগীও মাঝেমাঝে মানুষকে ঠোকর দেয়। সামনে সাপ পড়লে তাকে চলে যেতে দিন।
২। বর্ষাকাল মানেই হাসপাতালে সাপে কাটা রোগী। বর্ষায় গর্তে পানি উঠে যায়। ফলে সাপ ডাঙ্গায়, শুকনো জায়গায় উঠে আসে। সেটা ক্ষেতের আইল, রাস্তা কিংবা আপনার ঘরের তোশকের তলা, বালিশের তলা, আলনার ভেতর, কাঠের স্তুপ যেকোন জায়গাতেই আসতে পারে।
৩। অন্ধকারে সাপের শরীরে পা পড়লে। জঙ্গলায় ভুলে তার শরীরে পা পড়লে কামড় দেয়।
৪। ইদুরের গর্তে সাপ থাকলে সেখানে পা রাখলে বা বসে থাকলে কামড় দিতে পারে। বাচ্চা ছেলেরা মাঝেমাঝে বসে গর্তের মুখে প্রস্রাব করে। সন্তানকে শিক্ষা দিন। এই কাজ যেন না করে।

সব সাপ বিষাক্ত? বাংলাদেশে ৮০ ধরণের সাপ আছে। মাত্র ২৭ টা বিষাক্ত। অধিকাংশই সামুদ্রিক। মাত্র ৫/৬ প্রজাতি স্থলে আছে যারা বিষধর। আপনার চোখের সামনে নিয়মিত যাদের ঘোরাফেরা দেখেন, তারা বিষাক্ত নয়। পানির সাপ অধিকাংশই বিষাক্ত নয়। তবে সামুদ্রিক সাপ সবাই বিষাক্ত। যদি চেনেন তবে বলি গোখরা, কালকেউটে, শঙ্খচূড়, চন্দ্রবোড়া বিষাক্ত।
সাপে কাটলে বুঝবেন কীভাবে? দংশন করেছে এমন মনে হবার পর যদি সরাসরি সাপ দেখেন, তাহলে ভাবতে পারেন সে আপনাকে দংশন করেছে।

একবার এক ছেলে হাসপাতালে আসল। মাটির ঘরে অন্ধকারে হেলান দিয়ে ছিল। পীঠে সাপ কেটেছে। সারাদিন হাসপাতালে আমাদের অবজারভেশনে ছিল। রাতে রিলিজের আগে খবর আসল, যেখানে হেলান দিয়ে ছিল, সেখানে কে যেন তারকাটা পুতে রেখেছিল। পীঠে লেগে তারকাটা দেয়ালে ঢুকে যায়। খোচা লাগাকে সাপে কাটা ভেবে সে হাসপাতালে আসে। ২৪ ঘণ্টা ভয়ের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরে সুস্থ অবস্থায়।

বিষাক্ত সাপে কাটলে বোঝা বেশ সহজ।
১। শিকারি পশুর মত সাপের দুটো দাঁত বড় থাকে। বাঁকানো। দংশন করলে গভীর ক্ষত হয়। দুঁটো দাঁতের অস্তিত্ব থাকলে ধরে নিতে পারেন, আপনাকে বিষাক্ত সাপ দংশন করেছে।

২। যদি অনেকগুলো দাঁত থাকে, সেখানে মাংস তুলে নিলেও ভেবে নিতে পারেন এটা ছাগলের মত। অনেক দাঁত কিন্তু বিষদাঁত নাই। আপনার কিছু হবে না।

৩। সাপের বিষ কয়েক ধরণের। সবচেয়ে বেশি মৃত্যু ঘটে নিউরোটক্সিন রিলিজ করা সাপের কামড়ে। এক্ষেত্রে ঝিমঝিম লাগবে। চোখে ঝাঁপসা দেখবে। চোখের উপরের পাতা নেমে চোখ অংশিক বন্ধ হয়ে যাবে। মাথা ঝুলে যাবে। জিহ্বা ও শ্বাসনালী ফুলে যাবে। শ্বাস নিতে পারবে না। মুখে লালা ঝরবে। দাঁড়িয়ে থাকতে পারবে না। বমি করতে পারে।

আরো নানাবিধ লক্ষণ আছে।
চন্দ্রবোড়া কামড় দিলে লোহিত রক্তকনিকা ভেঙ্গে যায়। ফলে রক্তবমি, রক্তপায়খানা হতে পারে। কামরের জায়গায় রক্ত ঝরতে পারে। ফুলে যেতে পারে, লাল হতে পারে। ফোস্কা পড়তে পারে। কালোও হতে পারে। কিছু সাপের কামড়ে হার্ট অ্যাটাক হয়ে মারাও যেতে পারে।

মাঝেমাঝে নির্বিষ সাপ কামড়েও মানুষ মারা যায়।কেন জানেন?
ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে।

সাপের কামড়ে সিনেমায় গড়াগড়ি দেখেন, বিষের কারণে চেঁচামেচি দেখেন। এগুলো অভিনয়। সাপের বিষ নিয়ে একটা প্রবাদ আছে, কেমন ব্যাথা বুঝিবে সে কীসে, কভু আশীবিষে দংশেনি যারে... এইসব ভুলে যান। সাপে কাটা মানুষ খুব স্বাভাবিক থাকে শুরুতে। কোন ব্যাথা নাও থাকতে পারে। এমনকী মৃত্যু ঘটার আগ মুহুর্ত পর্যন্ত কোন ব্যাথা নাও বুঝতে পারে।
চিকিৎসা?
একদম ঘাবড়াবেন না। বেশি ঘাবড়ালেই বিষ বেশি ছড়াবে।
সাপেকাটা জায়গা ধুয়ে ফেলুন সাবান দিয়ে। কাটবেন না ব্লেডে।

চুষে রক্ত বের করবেন, এমন চিন্তা ভুলে যান। যেখানে কামড়াবে সেখানকার নাড়াচাড়া বন্ধ। হাতে কামড়ালে হাত নাড়ালে বিষ দ্রুত ছড়িয়ে যায়। হাত একদম নাড়াবেন না। পায়ে কামড়ালে হাঁটবেন না। সাপেকাটা স্থানে ভুলেও অ্যাসিড ঢালবেন না। মরিচের গুড়ো দিবেন না। কার্বলিক অ্যাসিডে ঝলসাবেন না। কোন ফলের বীজ, সর্পরাজ তেল, গুটি, আটি, বড়ি, তাবিজ কিছুই লাগাবেন না।
সাপটাকে পারলে চিনে রাখুন। ডাক্তারকে বললে চিকিৎসা পেতে সুবিধা হবে। তবে ধররতে যাবেন না। মেরেও ফেলার দরকার নাই।

মৃত সাপকে ধরতে যাওয়াও নিরাপদ নয়। এরা মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারে।
জীবিত ধরে ওঝার কাছে যাবেন, এমন চিন্তা থাকলেও ঝেড়ে ফেলুন। ওঝা সাপের বিষ নামাতে পারে না। ওঝারা অনেক রোগী ভালো করে। যেগুলো আসলেই বিষাক্ত সাপের কামড় ছিল না। বিষাক্ত হলে একটা সময় বুঝতে পারে তখন নানা অজুহাত নাগ-নাগিনির কথা বলে এরা হাসপাতালে রোগী রেফার করে। আমরা হাসপাতালে অনেক পাই যারা একেবারে শেষ মুহুর্তে আসে। ওঝার কাছে গিয়ে জীবন খুইয়ে ফেলার পরিস্থিতি তৈরি করে আসে।
বিষাক্ত সাপে কাটলে আপনি বাঁচতে পারেন একটামাত্র পথ অনুসরণ করলে। সেটা হল - দুনিয়ার কারো মতামত নিবেন না। সরাসরি হাসপাতাল যাবেন।

সাপে কাটলে এক সেকেন্ড সময় নষ্ট না করে সরকারি বড় হাসপাতালে যান। রাসেল ভাইপার বাদে সব সাপেরই বিষের অ্যান্টিভেনম আছে। ২৪ ঘন্টার মধ্যেই চিকিৎসা শেষে ফিরে আসবেন। [রাসেল ভাইপার বাংলাদেশে বিলুপ্ত সাপ। তবে রাজশাহীতে কয়েকবার নতুন করে পাওয়া গেছে। ফরিদপুরে পাওয়া গেছে কিছুদিন আগে। বন্যার জল-স্রোতে এরা আবার ছড়িয়ে পড়তে পারে দেশময়]

যদি বুঝে ফেলেন, সাপটা বিষধর নয়, তাহলে কী করবেন?
তবুও হাসপাতালে যাবেন। ভর্তি হয়ে প্রয়োজনে বিছানায় ২৪ ঘন্টা বসে থাকবেন। তবুও হাসপাতালে যাবেন।
[নোটঃ অধিকাংশ সাপই নির্বিষ। সাপ মারবেন না। সাপ বাস্তুতন্ত্রের অংশ। ঘরে সাপ পাওয়া গেলে স্নেক রেস্কিউয়ারকে জানাতে পারেন। ওঝাদের জানিয়ে পরিবেশ থেকে এসব সাপ বিলুপ্ত করবেন না। ওঝারা সাপ মেরে পুড়িয়ে তেল বানায়। সেই তেল বাত-ব্যাথা-সাপের বিষ নামানো-হারানো যৌবন পুনরুত্থান নামক নানাকিসিমের মিথ্যা চিকিৎসায় ব্যবহার করে। তাদের এই কাজ করতে দিবেন না। কারণ দিনশেষে সেই সাপের তেল হয়তো আপনার আত্মীয়ই কিনে নিয়ে ব্যবহার করছে]

কার্বলিক অ্যাসিডে সাপ পালায়? সাপের ঘ্রাণ শক্তিই এত দূর্বল যে ফুলের গন্ধেও আসে না, তাহলে কার্বলিকে সাপ পালাবে কে বলল আপনাকে? এসব সেইফটি এককালে প্রচলিত ছিল। এখন ব্যর্থ টোটকা।

বাড়িতে খড়ের গাদা, লাকড়ির স্তুপ থাকলে আপনার মা বা স্ত্রীকে সতর্ক করে দিন। খড় বা লাকড়ি নেবার আগে সেখানে লাঠি দিয়ে কিছুক্ষণ শব্দ করুন। সাপ থাকলে চলে যাবে। রাতে বিছানা এমনকী বালিশের তলাও চেক করবেন। আলনার ভেতরে থাকতে পারে। শব্দ করে কাপড় নিতে যাবেন। বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে কেটে ফেলুন। ঈদুরের গর্ত থাকলে ভরাট করে ফেলুন।

বর্ষাকাল এসেছে। এখন সাপ আপনার বাড়িতে-ঘরে আশ্রয় নিতে আসতেই পারে। সাবধান থাকুন। অন্যদের সতর্ক করে রাখুন। গ্রামের আপন মানুষদের (বাবা-মা, বউ-বাচ্চা-বন্ধু) সাপের ব্যাপারে বিস্তারিত জানিয়ে রাখুন। সতর্ক থাকবেন-ভয় পাবেন না-অবহেলা করবেন না।

. . R.K Lovers
Plz Follow my page ❤️🤝🤝🤝


🫡 ডা. রাজীব হোসাইন সরকার

HOW TO BE ALWAYS HAPPY IN LIFE. READ THIS AWESOME LIFE TIPS....... & Follow my Page.. ❤️🖤🤏🫵🤝🤝1. Always remember that the...
28/06/2025

HOW TO BE ALWAYS HAPPY IN LIFE. READ THIS AWESOME LIFE TIPS....... & Follow my Page.. ❤️🖤🤏🫵🤝🤝

1. Always remember that there is nobody on this earth that does not have problems. You are not the only one that has problems.


2. Challenges is part of life. It is only a dead man that has no challenges.


3. There is no problem that has no solution. There are solutions to the pains you are passing through.

4. The way you picture yourself in your mind can affect your happiness. Picture yourself as a valuable and beautiful person. Avoid low self esteem and inferiority complex.


5. Do not mind about what people say about you. Some people are sadists. They can just say somethings just to make you feel sad.


6. Make friends with reasonable people who make you happy. Do not make friends with people who make jest of you or laugh at you over your challenges.


7. At your leisure time, keep yourself busy with your favorite hobbies like sports, games, watching movies, surfing the internet, playing computer games, etc.


8. Do not allow anyone to intimidate you with money and material things. A poor man today can become rich tomorrow. Change is constant.


9. No matter what you are passing through today, do not give up. As long as there is life, there is hope.


10. Be very prayerful. Pray without ceasing. Prayer is a catalyst that can speed up your blessings to come to you on time.


11. Be courageous to go for what you want. Life is all about risk. If you don't take a risk, you will not get the desires of your heart.

Never change your originality for the sake of others. Because no one can play your role better than you.

You are the best. So be yourself...

Have a nice day and a nice Life. 😊😊♥️♥️

❤️ R.K Lovers 🖤

“একটা মেয়ে তার boy friend কে জিজ্ঞেসাকরলোঃ--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়েহয়ে গেলে তুমি  কি করবে?--ছেলেটা উত্তর দিলো,...
28/06/2025

“একটা মেয়ে তার boy friend কে জিজ্ঞেসা
করলোঃ
--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে
হয়ে গেলে তুমি কি করবে?
--ছেলেটা উত্তর দিলো, ভুলে যাবো
ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে
অন্যদিকে মুখ ঘোরালো।

ছেলেটি আবার বললঃ
--তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে
বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে
যাবো। তার চেয়েও বেশি দ্রুত
তুমি আমাকে ভুলে যাবে।

প্রেমিকা প্রশ্ন করলোঃ
--কি রকম?
ছেলেটি বলতে শুরু করলঃ
"মনে করো বিয়ের প্রথম তিনদিন তুমি এক
ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে
গয়নার ভার, মুখে মেকআপ এর প্রলেপ,
চারেদিক থেকে ক্যামেরার ফ্লাশ,
মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার
কথা মনে করতে পারবে না। ''আর আমি তখন
তোমার বিয়ের খবর পেয়ে হয়ত কোন বন্ধুর
সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পরে
থাকবো। আর একটু পর পর তোমাকে
হৃদয়হীনা বলে
গালি দিবো। আবার পরক্ষনেই পুরাতন
স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে
কাঁদবো। "বিয়ের পরের দিন তোমার আরো
ব্যস্ত সময় কাটবে। স্বামী আর মিষ্টির
প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি
বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে
বেড়াবে।

আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে
হবে। এই যেমন স্বামীর হাত ধরার সময়, এক
সাথে রিক্সায় চড়ার সময়। আর আমি তখন
ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াব। আর বন্ধুদের
বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম
ভালোবাসা কিছুই নাই। "পরের একমাসে
তুমি হানিমুনে যাবে, নতুন বাসা পাবে,
শপিং, ম্যাচিং,শত প্লান, আর স্বামীর
সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি
বিরাট সুখে,
হঠাৎ আমার কথা মনে হলে ভাববে, আমার
সাথে বিয়ে না হয়ে বোধ হয়
ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ, মা,
বন্ধু কিংবা বড় ভাইয়ের ঝাড়ি খেয়ে
মোটামোটি সোজা হয়ে গিয়েছি।
ঠিক করেছি কিছু একটা করতে হবে,
তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে
করে
তোমাকে দেখিয়ে দিতে হবে।

সবাইকে বলবো, তোমাকে ভুলে গেছি।
কিন্তু তখনও মাঝরাতে তোমার
এসএমএসগুলো বের করে পড়বো আর
দীর্ঘশ্বাস ছাড়ব। "পরের দুই বছর পর তুমি
আর কোন প্রেমিকা কিংবা
নতুন বউ নেই। মা হয়ে গিয়েছো।
পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ,
এসবের চেয়েও বাচ্চার ডায়াপার, দুধ খাওয়ানো
এসব নিয়ে বেশি চিন্তিত থাকবে।

অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে
মোটামুটি পারমানেন্টলি ডিলিট হয়ে
যাবো। এদিকে আমিও একটা কাজ পেয়েছি।
বিয়ের কথা চলছে। মেয়েও পছন্দ হয়েছে।
আমি এখন ভীষণ ব্যাস্ত।

এবার সত্যিই আমি তোমাকে ভুলে
গিয়েছি।শুধু রাস্তা ঘাটে কোন কাপল দেখলে
তোমার কথা মনে পড়বে। কিন্তু তখন আর
দীর্ঘশ্বাসও আসেবে না।

এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো
প্রেমিকা ছলছল চোখ নিয়ে
ছেলেটির দিকে তাকিয়ে আছে।মুখে কোন কথা নেই। ছেলেটি ও চুপচাপ।
একটু পর প্রেমিকা বললোঃ
"তবে কি সেখানেই সব শেষ?ছেলেটি বলল, না।

😁😁 কোন এক মন খারাপের রাতে তোমার
স্বামী নাক ডেকে ঘুমুবে। আমার বউও ব্যস্ত
থাকবে নিজের ঘুম রাজ্যে।শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবেনা। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশ্বদে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যাতিত যে কান্নার কথা কেউ জানবেনা💀💀
❤❤❤❤

গঁল্পেঁরঁ শেঁষঁ..........??!

R.K Lovers

কেউ যখন আমার সাথে ভালো না বেসেও ভালোবাসার ভান করে, আমাকে অপছন্দ করা সত্বেও যখন কেউ আমাকে খুব পছন্দ করার অভিনয় করে, তখন ক...
27/06/2025

কেউ যখন আমার সাথে ভালো না বেসেও ভালোবাসার ভান করে, আমাকে অপছন্দ করা সত্বেও যখন কেউ আমাকে খুব পছন্দ করার অভিনয় করে, তখন কেন যেন আমি টের পেয়ে যাই।

সন্দেহ কেন যেন ঠিক মিলে যায়। ধীরে ধীরে সন্দেহ আরও তীক্ষ্ণ সত্য হতে থাকে। এতটাই সত্য হয়ে যায়, তখন আর কষ্ট কিংবা খারাপ লাগে না।

মানুষের এই এক হিপোক্রেসি স্বভাব!
সত্য সহজে স্বীকার করবে না, ভান করতেই থাকবে, করতেই থাকবে। আর তারপর যখন সবটা বুঝে যাবেন, তখন আর আপনাকে কিছু বোঝানোর কিংবা মিথ্যা বলার সাহস টুকুও পাবে না।সব থেকে মজার বিষয় কি জানেন?? আমি মানুষের মুখের কথায় তাকে কখনো বিশ্বাস করি না। আমি খুব সহজেই মানুষের চোখের ভাষা বুঝে ফেলি।

মানুষ চিনতে চিনতে আজ এই অবধি। মুখে এক, আর অন্তরে এক চোখেরটা না হয় থাক🫵 কারণ চোখের ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না । শুধু জেনে রাখেন এদের চাহিদার কোনো শেষ নেই!
😁😆🤣

R.K Lovers....

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা....! ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারে...
27/06/2025

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা....!


ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারেন পুরুষের অনেক কাঙ্ক্ষিত – রূপে, কথায়, হাসিতে কিংবা উপস্থিতিতে। তবুও দেখা যায়, অনেক পুরুষ একসময় সেই “সখের নারী”কেও ছেড়ে চলে যান। কেন এমনটা ঘটে? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায়— ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু চাওয়া নয়, লাগে বোঝাপড়া, সম্মান ও অভ্যন্তরীণ প্রশান্তি। আজ জানবো এমন কিছু কারণ, যেসব কারণে পুরুষেরা শেষমেশ সরে দাঁড়ান।

মূল কারণসমূহ :
অতিরিক্ত দখলদারি মনোভাব-
যখন নারী প্রতিনিয়ত পুরুষের সবকিছু নিয়ন্ত্রণ করতে চান—সে কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, এমনকি মোবাইল দেখার দাবি তোলেন—তখন সেটা ধীরে ধীরে বিরক্তির জন্ম দেয়।

সম্মানের অভাব:
পুরুষ মাত্রই চায় সম্মান। যে নারী ছোটখাটো বিষয়েও তিরস্কার করে, ব্যঙ্গ করে বা অন্যদের সামনে অপমান করে—সে নারী যতই সুন্দর হোক, একসময় তার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়।

অতিরিক্ত চাহিদা বা তুলনা করা:
একজন পুরুষের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন না করে যখন একজন নারী প্রতিনিয়ত "অমুকের স্বামী এটা দেয়, তুমি কেন পারো না?" বলে তুলনা করতে থাকেন, তখন তা সম্পর্কের উপর চাপ ফেলে।

আত্মনির্ভরতার অভাব:
একসময় সম্পর্কের ভারসাম্য ভেঙে যায়, যদি একজন নারী সবকিছুতেই পুরুষের উপর নির্ভর করে ও নিজেকে কোনোভাবে বিকশিত না করে।

সবকিছুর নেগেটিভ দৃষ্টিভঙ্গি:
যদি একজন নারী সবকিছুতেই খুঁত খুঁজে বেড়ান, ভালো কিছুকেও সন্দেহের চোখে দেখেন, তাহলে সম্পর্ক বিষিয়ে ওঠে।

আকর্ষণ হারিয়ে ফেলা (শারীরিক বা মানসিকভাবে)
সম্পর্কের শুরুতে যত যত্ন ছিল, পরে যদি একজন নারী নিজেকে বা সম্পর্ককে উপেক্ষা করতে থাকেন, পুরুষ ধীরে ধীরে দূরে সরে যায়।

পুরুষের মানসিক শান্তির অভাব:
অনেক সময় নারী বুঝতে পারেন না—পুরুষটিও ক্লান্ত, হতাশ বা চাপে আছে। যদি নারী প্রতিনিয়ত অভিযোগ করেন, অভিযোগ শোনেন কিন্তু বোঝেন না, তখন পুরুষ সেই সম্পর্ককে "আশ্রয়স্থল" নয় বরং "চাপের জায়গা" হিসেবে দেখতে শুরু করে।


প্রেম বা সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে হাঁটার আশায়, কিন্তু টিকে থাকে বোঝাপড়ার জোরে। একজন নারী যদি শুধুই “সখের” হয়ে থাকেন, অথচ জীবনের বাস্তব চাহিদা ও আবেগগত প্রেক্ষাপট বুঝে চলতে না পারেন, তবে সেই মোহ একদিন মুছে যায়। তাই রূপ নয়, রুচি—চাহিদা নয়, সহানুভূতি—এগুলোই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। সম্পর্কের জাদুটা হলো: একে অপরের আশ্রয় হওয়া, চাপ নয়।

R.K Lovers.....

27/06/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when R.K Lovers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share