Kuwait Bangla News.

Kuwait Bangla News. কুয়েতের সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের সাথে থাকুন

09/10/2025

বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ ৷ প্রজেক্টর প্রদশ্যর্নী
এলাকাবাসীর উদ্যোগে ৷

চেকিং অভিযান জোরদার ৷সবাই সাবধানে চলা ফেরা করবেন ৷আর অবশ্যই কফিলের সাথে যোগাযোগ রাখবেন ৷ তাতে অপ্রত্যাশিত সফর ও ইনহাস থে...
03/10/2025

চেকিং অভিযান জোরদার ৷
সবাই সাবধানে চলা ফেরা করবেন ৷
আর অবশ্যই কফিলের সাথে যোগাযোগ রাখবেন ৷
তাতে অপ্রত্যাশিত সফর ও ইনহাস থেকে বেঁচে যাবেন

03/10/2025

মেডিকেল ভর্তি হওয়ার পরে দেখলাম বেশিরভাগ রোগী প্রবাস ফেরত ৷

17/09/2025

সফরে দেশে আসার পর
জিবিএস এর কবলে পড়ে অসুস্থ হয়ে আছি ৷
সকলের দোয়া কামনা করছি ৷

😭
02/09/2025

😭

02/09/2025
"সে যখন বললো, 'ভাইসব।'অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল।সে যখন ডাকলো 'ভাইয়েরা আমার।'ভেঙে যাওয়া পাখি...
15/08/2025

"সে যখন বললো, 'ভাইসব।'
অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল।
সে যখন ডাকলো 'ভাইয়েরা আমার।'
ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।"
- আল মাহমুদ

" শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷ "
- নির্মলেন্দু গুণ

বাংলার ধ্রুবতারা || বিনম্র শ্রদ্ধা 🌸🌿

সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জের - কয়েকজন প্রবাসী তরুনের বিরুদ্ধে UFM কোম্পানি ইনহাস দিয়ে রেখেছে.... মুলত - অভিবাসী শ্রমিকদ...
11/08/2025

সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জের - কয়েকজন প্রবাসী তরুনের বিরুদ্ধে UFM কোম্পানি ইনহাস দিয়ে রেখেছে....

মুলত - অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট নিজের কাছে রাখা নিয়ে UFM কোম্পানি বাংলাদেশ দুতাবাসের রুই কাতলাদের সামনে রেখে ফটোশ্যুট করে - নাটক মঞ্চস্থ করে!

কিছু শ্রমিক উক্ত নাটক মঞ্চায়নের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে, ব্যস কেল্লাফতে.... গুনে গুনে ধরে সবার নামে ইনহাস / তাগাইব বুঝিয়ে দিয়েছে.....

এই পুরো ইনহাস প্রজেক্টের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিল UFM এর ২ কালপ্রিট খলিল ও শুভ!

আমরা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সপ্তাহ গেল না আমাদের ১৩০ জন শ্রমিক বেতন চাওয়ার কারনে সফরে যেতে হল, এখন আবার সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের দায়ে এত মানুষ সফর খাবে - অবৈধ হবে!

বাংলাদেশিদের মানবাধিকার - শ্রমধিকার নেই?

( কপি )
টিম কুয়েত পেইজ

08/08/2025

২১ বার যেহেতু এবং ৬ বার সেহেতুর মাঝে নেই প্রবাসীদের নাম!
কি জন্য প্রবাসীরা কান্না করেন!!

বাংলাদেশের অপরূপ সৌন্দর্য
08/08/2025

বাংলাদেশের অপরূপ সৌন্দর্য

খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আজ ৬ আগষ্ট ভোর রাতে। ওমান প্রবাসীকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফেরার পথে, সড়ক দুর্ঘটন...
06/08/2025

খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আজ ৬ আগষ্ট ভোর রাতে। ওমান প্রবাসীকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফেরার পথে, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একই পরিবারের সাত জন। ইন্না লিল্লাহি, ও ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, ওমান প্রবাসীকে রিসিভ করে পুরো পরিবার ফিরছিল লক্ষ্মিপুরের গ্রামের বাড়িতে। পথিমধ্যে চন্দ্রগঞ্জ নামক জায়গায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে একই পরিবারের সাতজরনের জীবনাবসান ঘটে। ভোররাত সাড়ে ৫ টার দিকে চন্দ্রগঞ্জের জগদিশপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

আর অল্প রাস্তা পেরুলেই তারা পৌঁছে যেতেন নিজ বাড়িতে। ভাগ্যের পরিহাসে তারা হারিয়ে গেলেন চিরতরে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকাতে, এবং দেশে বিদেশে সকল প্রবাসী পরিবার এবং প্রবাসীদের মাঝে এক শোকের ছায়া নেমে আসে!

নিহতরা হলেন- ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। নিহতরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।

Address

Dhaka

Telephone

+96596674361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Bangla News. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share