Raton Presents: Health & Wellness

Raton Presents: Health & Wellness Enlightening Public Health
Shedding light on public health topics!

দে‌শের স্বাস্থ‌্য শিক্ষার অবস্থা; শিক্ষার ঘাত‌টি নি‌য়েই প্রতি বছর বের হ‌চ্ছেন হাজার হাজার চি‌কিৎসক। যা‌দের বে‌শিরভাগই থে...
10/03/2025

দে‌শের স্বাস্থ‌্য শিক্ষার অবস্থা; শিক্ষার ঘাত‌টি নি‌য়েই প্রতি বছর বের হ‌চ্ছেন হাজার হাজার চি‌কিৎসক। যা‌দের বে‌শিরভাগই থে‌কে যা‌চ্ছেন অদক্ষ।

এই দশা যে শুধু গ্রাজু‌য়েট চি‌কিৎসক‌দের বেলায় তা নয়, অন‌্যান‌্য স্বাস্থ‌্য শিক্ষার ম‌ধ্যে না‌র্সিং, ম‌্যাটস, আইএইচ‌টির শিক্ষা অবস্থায়ও না‌জেহাল। রাজ‌নৈ‌তিক ও ব‌্যবসা‌য়িক কার‌ণে যেখা‌নে-সেখা‌নে চল‌ছে মানহীন অসংখ‌্য প্রতিষ্ঠান।

10/12/2024

বাংলাদে‌শের স্বাস্থ‌্য মন্ত্রণালয় ও তার অ‌ধিদপ্তরগু‌লো দে‌শের স্বাস্থ‌্য সেবা কিংবা শিক্ষা; এর কোনটার জন‌্য কিছু করে‌নি। যা কিছু ক‌রে‌ছে তা শুধু চিকিৎসক‌দের জন‌্য। অন‌্য মে‌ডি‌কেল পেশাজী‌বি‌দের তো প্রায় মে‌রেই ফে‌লে‌ছে। তাই তো জনব‌লের অভা‌বে বাক্সবন্দি অবস্থায় নষ্ট হ‌য়ে যায় রোগনির্ণয় যন্ত্র, করুণ অবস্থায় চ‌লে বহু ইউ‌নিয়ন পর্যা‌য়ের উপস্বাস্থ‌্য কেন্দ্র। ওয়ার্ড টু রাজধানী, প্রাইমা‌রী টু টার‌শিয়া‌রী; স্বাস্থ‌্য সেবা ভে‌ঙ্গে পড়ার দায় দে‌শের স্বাস্থ‌্যখাতের। আর এই সু‌যো‌গে জে‌ঁকে ব‌সে‌ছে বেসরকা‌রি মে‌ডি‌কেল বা‌ণিজ‌্য।

মন্ত্রণালয় থে‌কে ইউ‌নিয়ন পর্যায় পর্যন্ত স্বা‌স্থ্য খা‌তের প্রশাস‌নে প‌রিবর্তন আন‌তে হ‌বে, যুক্ত কর‌তে হ‌বে নন-‌মে‌ডি‌কেল প্রশাসকও। চি‌কিৎস‌কের পাশাপা‌শি অন‌্য মে‌ডি‌কেল পেশাজী‌বির শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত করে পর্যান্ত জনবল, অবকাঠা‌মো ও আধ‌ু‌নিক যন্ত্রপা‌তির সমন্ব‌য়ে এই খাত‌কে মানু‌ষের আস্থায় প‌রি‌ণত কর‌তে হ‌বে। নয়‌তো উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স ডি‌ঙি‌য়ে ফা‌র্মেসী থে‌কে প্রাথমিক চি‌কিৎসা ‌আর ইন্স‌টি‌টিউট,মে‌ডি‌কেল ক‌লেজ- বিশ্ব‌বিদ‌্যালয় ফে‌লে মানুষ উন্নত চি‌কিৎসার জন‌্য বি‌দেশ যে‌তেই থাক‌বে।

দে‌শে মোট মৃত‌্যুর স‌র্বোচ্চ প্রায় ২০ শতাংশ হয় হৃদ‌রো‌গের কার‌ণে। তরুণ‌দের ম‌ধ্যেও বাড়‌ছে হৃদ‌রোগ। দে‌শে প্রায় ৪ লক্...
29/09/2024

দে‌শে মোট মৃত‌্যুর স‌র্বোচ্চ প্রায় ২০ শতাংশ হয় হৃদ‌রো‌গের কার‌ণে। তরুণ‌দের ম‌ধ্যেও বাড়‌ছে হৃদ‌রোগ। দে‌শে প্রায় ৪ লক্ষ শিশু হৃদ‌রো‌গের বি‌ভিন্ন সমস‌্যায় ভুগ‌ছে। প্রতিবছর প্রায় ৫০ হাজার শিশু জন্মগতভা‌বে হৃদ‌রোগ নি‌য়ে জন্ম নেয়, যার ৪০ শতাংশ মারা যায়। তাই আসুন হা‌র্টের যত্ন নেই, হৃদ‌রো‌গের চি‌কিৎসার প্রসার বাড়াই।

ব‌র্হিবি‌শ্বের চি‌কিৎসক-গ‌বেষক'রা যেখা‌নে গ‌বেষণ‌ার মাধ‌্যমে স্বাস্থ‌্য ও স্বাস্থ‌্যব‌্যবস্থা উন্ন‌তিকর‌ণে ‌দিনরাত কাজ ক...
28/08/2024

ব‌র্হিবি‌শ্বের চি‌কিৎসক-গ‌বেষক'রা যেখা‌নে গ‌বেষণ‌ার মাধ‌্যমে স্বাস্থ‌্য ও স্বাস্থ‌্যব‌্যবস্থা উন্ন‌তিকর‌ণে ‌দিনরাত কাজ করে যা‌চ্ছে। আর আমা‌দের দে‌শের ক‌তিপয় গ‌বেষক ওষুধ কোম্পা‌নির স্পন্স‌রে ক‌পি পেষ্ট গ‌বেষক হ‌য়ে যা‌চ্ছে। দেশ, জাতী ও পেশার সা‌থে কত বড় প্রতারণা কর‌লে এমনটা করা যায়? এজন‌্যই শু‌নি, সবার আ‌গে মানুষ হওয়া জরুর‌ি।

রতন রায়
জনস্ব‌া‌স্থ্যের শিক্ষার্থী।

নি‌জের জীবন‌কে মানবতার সেবার উৎসর্গ, রোগীর স্বাস্থ‌্য ও সুস্থতা প্রথম বি‌বেচনায় রাখার ম‌তো শপথ নি‌য়ে চি‌কিৎসা দি‌তে এ‌...
27/08/2024

নি‌জের জীবন‌কে মানবতার সেবার উৎসর্গ, রোগীর স্বাস্থ‌্য ও সুস্থতা প্রথম বি‌বেচনায় রাখার ম‌তো শপথ নি‌য়ে চি‌কিৎসা দি‌তে এ‌সে আমা‌দের দে‌শের চি‌কিৎসক'রা রাজনী‌তির মা‌ঠে না‌মে। তারপর নি‌য়োগ, বদ‌লি, প‌দোন্নতি বা‌নিজ‌্য ক‌রে, কেনাকাটায় সি‌ন্ডি‌কেট ক‌রে। আর এদি‌কে দে‌শের স্বাস্থ‌্য খাত অসু‌খে ধুঁকে ধু‌ঁ‌কে ম‌রে। অথচ চাই‌লে কত কিছু করা যেত। গত আম‌লে আওয়ামী পন্থী স্বাচিপ- বিএমএ'র দাপট ছিল, প‌রের আম‌লে অন‌্য কোন পন্থী আস‌বে। দে‌শের স্বাস্থ‌্য খাত অসুস্থই থে‌কে যা‌বে।

রতন রায়
জনস্বাস্থ্যের শিক্ষার্থী

যে দে‌শের অ‌ধিকাংশ মানুষ পাড়ার মো‌ড়ের ফা‌র্মেসীওয়ালা ‌থে‌কে শুরু ক‌রে ১-৬ মাস কোর্স করা হাতু‌ড়ে, হাসপাতা‌লের ওয়ার্ডবয়-...
21/08/2024

যে দে‌শের অ‌ধিকাংশ মানুষ পাড়ার মো‌ড়ের ফা‌র্মেসীওয়ালা ‌থে‌কে শুরু ক‌রে ১-৬ মাস কোর্স করা হাতু‌ড়ে, হাসপাতা‌লের ওয়ার্ডবয়-আয়া কিংবা দালাল, বাজা‌রে মজমা বসা‌নো হকার, ক‌বিরাজ, এম‌ন‌কি নি‌জে‌কে, প্রতি‌বেশী কিংবা আত্মীয়‌কে ডাক্তার ভে‌বে বছ‌রের পর বছর ধরে চি‌কিৎসা ক‌রে।

যে দে‌শে ফা‌র্মেস‌ী দি‌তে ফা‌র্মা‌‌সিস্ট লা‌গে না, লাই‌সেন্স লা‌গে না। এ‌ন্টিবা‌য়ো‌টিক, স্টের‌য়েড, ব‌্যথানাশকের ম‌তে‌া স্পর্শকাতর ওষুধ কিন‌তে প্রেস‌ক্রিপশন ল‌া‌গে না। নকল ওষুধ বি‌ক্রি কর‌তে ভয় লা‌গে না।

যে দে‌শে সরকা‌রি প্রাথ‌মিক লে‌ভে‌লের স্বাস্থ‌্যসেবা শুধু নন-মেডি‌কেল পার্সন নি‌য়ে কিছু ওষুধ বিতরণ আর জনবলহীন জরাজীর্ণ স্বাস্থ‌্যকেন্দ্র ভবন।

যে দে‌শের অধিকাংশ বেসরকা‌রি স্বাস্থ‌্যসেবার প্রতিষ্ঠানগু‌লো মানহীন, সেবার ন‌া‌মে ক‌রে ব‌্যবসা।

যে দে‌শে স্ব‌াস্থ‌্যশিক্ষার বালাই নাই, রেফা‌রেল সিস্টেম নাই। সে‌কেন্ডারি-টার‌শিয়া‌রি লে‌ভে‌লের হাসপাতালগু‌লো অব‌্যবস্থাপনা আর দুর্নী‌তি‌তে ভরা।

যে দে‌শে মে‌ডি‌কেল ক‌লেজসমূ‌হে পর্যাপ্ত শিক্ষক না থে‌কেও, বেসরকা‌রি ‌মে‌ডিক‌লে ক‌লে‌জে রোগী সংক‌টে পর্যাপ্ত ক্লি‌নিক‌্যাল কাজ শেখা ছাড়াই বের হয় ডাক্ত‌ার।

যে দে‌শের অ‌র্ধেকের বে‌শি গর্ভবতী মা তা‌দের জরু‌রি এএন‌সি চেকআপ ক‌রে না, পিএন‌সি সম্প‌র্কে জা‌নে না। অব‌লিলায় চ‌লে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপা‌রেশন।

যে দে‌শে, থাক আজ আর লিস্ট না বাড়াই।

সে দে‌শে কোন ডাক্তার, স্বাস্থ‌্য খাত, স্বাস্থ‌্য প্রশাসন, ওষুধ প্রশাসন আ‌ছে ব‌লে আ‌মি ম‌নে ক‌রি না। থাক‌লে এই ভয়াবহ প‌রি‌স্থি‌তি থাকত না। আর য‌দি তাও ব‌লেন আ‌ছেই; তাহ‌লে তা‌রা চোখ-মুখ বন্ধ এক পেশাজী‌বি মাত্র। আর না হ‌লে দে‌শের ১৬ কো‌টি মানু‌ষেই ডাক্তার।

আপ‌নি জান‌লে অবাক হ‌বেন দে‌শের অ‌ধিকাংশ ডা‌য়াগন‌ষ্টিক সেন্টার, ক্লি‌নিক-হাসপাতা‌লে ‌বি‌ভিন্ন টেস্ট ও সেবা বাবদ জনগ‌নের য...
19/08/2024

আপ‌নি জান‌লে অবাক হ‌বেন দে‌শের অ‌ধিকাংশ ডা‌য়াগন‌ষ্টিক সেন্টার, ক্লি‌নিক-হাসপাতা‌লে ‌বি‌ভিন্ন টেস্ট ও সেবা বাবদ জনগ‌নের যে ব‌্যয় হয় এর অ‌নেকটাই বে‌ড়ে যায় শুধুমাত্র ক‌মিশন সি‌স্টে‌মের জন‌্য। মা‌নে আপ‌নি যার মাধ‌্যম বা রেফা‌রে‌ন্সে সেখা‌নে যা‌বেন তা‌কে একটা অংশ দেওয়া হয় যা প্রায় ৪০-৪৫ শতাংশ পর্যন্তও হ‌য়ে থা‌কে। এই সেক্ট‌রের লোকজন এ‌কে পি‌সি ব‌লে। অ‌নেক সময় দেখ‌বেন ডাক্তার ছাড় লি‌খে দি‌লে বা দালাল ব‌ললে ছাড় পা‌ওয়া যায়, সেটা কী সেই প্রতিষ্ঠান লোকসান কিংবা কম লাভ ক‌রে দি‌চ্ছে? না। তাহ‌লে ক‌মিশন দি‌য়ে রোগী বা‌ড়ি‌য়ে প্রতিষ্ঠা‌নের ব‌্যবসা করার জন‌্য অতি‌রিক্ত টাকা জনগন কেন দি‌বে?

অ‌বিল‌ম্বে পি‌সি সি‌স্টেম বন্ধ ও স্বাস্থ‌্য সেবার ন‌্যায‌্য মূল‌্য নির্ধারণ করা আবশ‌্যক।

স্বা‌স্থ্য খা‌তের হালচাল বিআই‌ডিএ‌সের প্রতি‌বেদন অনুযায়ী বাংলা‌দে‌শে স্বাস্থ‌্যসেবায় ৭৩ শতাংশ ব‌্যয় হয় জনগ‌নের প‌কেট থে‌...
14/08/2024

স্বা‌স্থ্য খা‌তের হালচাল
বিআই‌ডিএ‌সের প্রতি‌বেদন অনুযায়ী বাংলা‌দে‌শে স্বাস্থ‌্যসেবায় ৭৩ শতাংশ ব‌্যয় হয় জনগ‌নের প‌কেট থে‌কে। এর ম‌ধ্যে ওষুধ ক্রয় ও প‌রীক্ষা-‌নি‌রিক্ষায় ব‌্যয় অন‌্যতম। ঋণ, ধার, সম্পদ বি‌ক্রি ও সঞ্চয় ভে‌ঙে এই ব‌্যয় মেটা‌তে গি‌য়ে বছরে দর‌দ্রি হ‌চ্ছে ৬১ লাখ মানুষ।

আমার ক্ষুদ্র অ‌ভিজ্ঞতা ব‌লে; বিগত ক‌য়েক দশ‌কে নানা সি‌স্টেমে মানুষ‌কে সরকারি স্বাস্থ‌্যসেবা বিমুখ করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে প‌রীক্ষা-‌নি‌রিক্ষার মে‌শিন নষ্ট, জনবল ও ওষুধ-সামগ্রীর সংকট, সেবায় অসন্তু‌ষ্টি, হয়রানি, দালা‌লের তৎপরতা অন‌্যতম। এসব দ্রুততার সা‌থে সমাধান ক‌রে মানু‌ষের আস্থা ফি‌রি‌য়ে আনলে প‌কেট থে‌কে খরচ অ‌নেকটাই ক‌মে যা‌বে। এর জন‌্য ভাঙ‌তে হ‌বে স্বাস্থ‌্যখা‌তের সকল সি‌ন্ডি‌কেট-দুর্নী‌তি।

এদি‌কে সমস‌্যা আর সংক‌টে বেসরকা‌রি স্বাস্থ‌্য খাত বে‌শিরভাগ ক্ষে‌ত্রে এখন সেবার না‌মে ব‌্যবসা। শুধুমাত্র ক‌মিশন সি‌স্টে‌মের কার‌ণে রোগীর ব‌্যয় বে‌ড়ে যায় ৪০ শতাং‌শেরও বে‌শি। কেন্দ্রীয় ভা‌বে মূল‌্য নির্ধারণ ক‌রে এই রক্ত‌চোষা সিস্টেম বন্ধ ক‌রা আবশ‌্যক। এছাড়াও অনু‌মোদন ও মানহীন প্রতিষ্ঠা‌নে অপর্যাপ্ত-অদক্ষ জনবল দি‌য়ে চালা‌তে গি‌য়ে প্রায়ই ঘট‌ছে নানা দূর্ঘটনা। এব‌্যপা‌রে শ‌ক্তিশালী ম‌নিট‌রিং ও প‌দ‌ক্ষেপ নি‌য়ে লাগাম টানা জরু‌রি।

জনগ‌নের অন‌্যতম এই মৌ‌লিক অ‌ধিকার নি‌শ্চি‌তে প্রাথ‌মিক থে‌কে বি‌শেষা‌য়িত সব স্ত‌রে আমুল প‌রিবর্তন প্রয়োজন।

এ তো গেল কেবল বি‌আই‌ডিএসের একটা রি‌পো‌র্টের আ‌লো‌কে অ‌ল্প কিছু কথা, আ‌রো আস‌বে।

-
রতন রায়
জনস্বা‌স্থ্যের শিক্ষার্থী।

এক‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ডজন খা‌নেক মে‌ডি‌কেল অ‌ফিসার, একজন জু‌নিয়র কনসা‌ল্ট‌টেন্ট থাকার প‌রেও আ‌মি নিজ চো...
26/04/2024

এক‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ডজন খা‌নেক মে‌ডি‌কেল অ‌ফিসার, একজন জু‌নিয়র কনসা‌ল্ট‌টেন্ট থাকার প‌রেও আ‌মি নিজ চো‌খে বহু রোগ‌ী‌কে হাসপাতা‌লের সাম‌নে থাকা ঔষু‌ধের দোকা‌নি-হাতু‌ড়ে ডাক্তারের কাছ থে‌কে চি‌কিৎসা নি‌তে দে‌খে‌ছি। এটার কারণ কী ব‌লে ম‌নে হয় আপনার? রোগ‌ী‌দের অজ্ঞতা-অস‌চেতনতা না‌কি আস্থার অভাব না‌কি অন‌্য কিছ‌ু?

কারণ যেটাই হোক না কেন তা দূর করা কিন্তু দে‌শের স্বাস্থ‌্য বিভা‌গের কাজ। এই অপ‌চি‌কিৎসাও কিন্তু জনস্বা‌স্থ্যের জন‌্য হুম‌কি।

#জনস্বাস্থ‌্য_ভাবনা

নি‌র্দিষ্ট প‌রিসংখ‌্যান না থাক‌লেও আমার অনুমান এই যে, বর্তমা‌নে দে‌শে ব‌্যবসার জন‌্য গড়ে উঠা প্রতি দশ‌টি দোকা‌নের ম‌ধ্য...
20/04/2024

নি‌র্দিষ্ট প‌রিসংখ‌্যান না থাক‌লেও আমার অনুমান এই যে, বর্তমা‌নে দে‌শে ব‌্যবসার জন‌্য গড়ে উঠা প্রতি দশ‌টি দোকা‌নের ম‌ধ্যে কমপ‌ক্ষে এক‌টি বা ত‌তো‌ধিক হয় ঔষুধের দোকান বা ফা‌র্মেসী।

দে‌শে ফা‌র্মেসী ব‌্যবসার জন‌্য ট্রেড লাই‌সেন্সের পাশাপা‌শি ড্রাগ লাই‌সেন্স, মা‌লি‌ক ফার্মাসিস্ট না হ‌লে ফার্মা‌সিস্ট নি‌য়োগ, দোক‌া‌নের নি‌র্দিষ্ট প‌রিমাপ (আ‌লে‌া-বাতাস ও প‌রিষ্কার , প্রযোজ‌্যক্ষে‌ত্রে ফ্রিজার রাখাসহ) ইত‌্যা‌দির প্রয়োজন র‌য়ে‌ছে। র‌য়ে‌ছে ওভার-দ্য-কাউন্টার ( OTC ) ড্রা‌গের বা‌হি‌রে চি‌কিৎস‌কের প্রেস‌ক্রিপশন ছাড়া অন‌্যান‌্য ঔষুধ ‌বি‌ক্রি না করার ম‌তো গুরুত্বপূর্ণ বিষয়। দে‌শে প্রতি‌দিন গ‌ড়ে উঠা ফা‌র্মেসী ও আ‌গে গ‌ড়ে উঠা ফা‌র্মেসীর মোট সংখ‌্যা কত, কতজন নিয়ম মে‌নে চালা‌চ্ছেন এই পরিসংখ‌্যানও আমার অজানা। ত‌বে এখা‌নেও আমার অনুমান, এই নিয়ম মানার সংখ‌্যাটা খুব একটা বে‌শি না।

আবার বি‌ভিন্ন প‌ত্রিকায় প্রা‌য়ই উ‌ঠে আস‌ছে দে‌শে গ‌ড়ে উঠা নকল ঔষুধ তৈ‌রির খবর। এরা ভেজা‌লে এতটাই দক্ষ যে খা‌লি চো‌খে আসল-নকল চেনাও ক‌ঠিন। ফ‌লে দে‌শে থাকা এত এত ঔষু‌ধের দোকান থে‌কে কে ঔষুধ পা‌চ্ছে, কে পা‌চ্ছে পাউডার তাও বুঝা ক‌ঠিন।

ও‌দি‌কে গ্রা‌মে-গ‌ঞ্জে গড়া উঠা এসব ঔষু‌ধের দোকান যেন সব‌ কিছুর প্রা‌প্তিস্থান। দোকা‌নে থাকা প্রতি‌টি লোক এ‌কেকজন মস্ত চি‌কিৎসক। এই দোকা‌নে যেমন থা‌কে এ‌্যা‌লো‌পে‌থিক ঔষুধ, তেমন থা‌কে অন‌্যান‌্য চি‌কিৎসা প‌দ্ধ‌তির ঔষুধ। থাকে নানা না‌মে অনু‌মোদন‌বিহীন শ‌ক্তিবদ্ধক, হজমবদ্ধক, লিভার-‌কিডনী প‌রিষ্কা‌রকের ম‌তো আশ্চর্য মস্ত মস্ত সিরাপও। এসব ফা‌র্মেসী থে‌কে ওষুধ কিন‌তে লা‌গে না কোন প্রেস‌ক্রিপশন। ঔষু‌ধের নাম কিংবা সমস‌্যার কথা বল‌লেই মি‌লে সব ধর‌ণের ঔষুধ। আর একার‌ণেই যেমন বাড়‌ছে জ‌টিল শা‌রি‌রিক সমস‌্যা, বাড়‌ছে এ‌ন্টিবা‌য়ে‌া‌টিক অকার্যক‌রের ম‌তো ভয়াবহ ঘটনাও।

ঔষুধ কোম্পা‌নি‌দের অসুস্থ মা‌র্কেটিং, ঔষুধ নি‌য়ে বিজ্ঞাপন আর এইসব দোকান যেভা‌বে মানু‌ষ‌কে নি‌জে নি‌জে ঔষুধ কি‌নে খাওয়ার প্রবণতা বা‌ড়ি‌য়ে‌ যা অর্থনৈ‌তিক ও শা‌রি‌রিক ক্ষ‌তি কর‌ছে, তা বি‌শ্বের আর কয়টা দে‌শে আ‌ছে তাও স‌ন্দেহ।

এসব প্রতি‌রো‌ধে ঔষুধ প্রশ‌াসনের কাজ করার কথা থাক‌লেও, এই দপ্তর যে পু‌রোপু‌রি ব‌্যর্থ তা বল‌তে কোন দ্বিধা নেই। কোন এক অজানা কার‌ণে দে‌শের স্বাস্থ‌্যখাত থে‌কে সরকার, চি‌কিৎসক থে‌কে জনস্বাস্থ‌্যবিদ, প্রশাসন থে‌কে আইন, সবাই চুপ! চালু হ‌য়ে‌ছে সুস্থ‌ হওয়ার তা‌গি‌দে এক অসুস্থ স্ব‌াস্থ‌্য ব‌্যবস্থা।

রতন রায়
জনস্বা‌স্থ্যের শিক্ষার্থী।

30/03/2024

বি‌বিএ‌স'এর জ‌রিপ ম‌তে ২০২৩ সা‌লে দে‌শে সিজা‌রিয়ান অপা‌রেশ‌নের মাধ‌্যমে সন্তান প্রস‌বের হার ৫০.৭ শতাংশ, যা গত ২০২২ স‌া‌লে ছিল ৪১.৪ শতাংশ। বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার ম‌তে, জরু‌রি ক্ষে‌ত্রে শতকরা ১০ থে‌কে ১৫ জ‌নের সমস‌্যা দে‌খা দি‌তে প‌া‌রে, সে‌ক্ষে‌ত্রে সিজা‌রিয়ান এক‌টি জীবন রক্ষাকারী পদ্ধ‌তি, এর বে‌শি হ‌লে তা অপ্রয়োজনীয়। এ‌তে যেমন সেই মা‌ পড়‌ছে বি‌ভিন্ন প্রসব পরবর্তী জ‌টিলতায় অন‌্যদি‌কে প‌রিবার‌টিরও হ‌চ্ছে আ‌র্থিক ক্ষ‌তি।

রা‌জিয়‌ার মৃত‌্যু ও আমা‌দের ব‌্যর্থ স্বাস্থ‌্যখাত একজন সাফজয়ী ফুটবলার যার ইচ্ছা ছিল নরমাল ডেলিভা‌রি ক‌রে সন্তান জন্ম দি‌...
24/03/2024

রা‌জিয়‌ার মৃত‌্যু ও আমা‌দের ব‌্যর্থ স্বাস্থ‌্যখাত

একজন সাফজয়ী ফুটবলার যার ইচ্ছা ছিল নরমাল ডেলিভা‌রি ক‌রে সন্তান জন্ম দি‌য়ে দ্রুত মা‌ঠে নামার। তি‌নি কোন সরকা‌রি স্বাস্থ‌্যসেবা কেন্দ্রে নরমাল ডে‌লিভা‌রি জন‌্য যে‌তে পার‌তেন, যান‌নি সিজা‌রিয়ান অপা‌রেশ‌নের হ‌তে পা‌রে এই ভ‌য়ে। আর হ‌বেই না কেন, ‌যেভা‌বে অপ্রয়োজনীয় সিজা‌রিয়ান দে‌শে বে‌ড়ে‌ছে, তা‌তে এটা এক প্রকার প্রথা হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে। ইউ‌নিয়ন পর্যায় থে‌কে শুরু ক‌রে রাজধানী, সবখা‌নেই বেসরকা‌রিভা‌বে গ‌ড়ে উ‌ঠে হাজা‌রো ক্লি‌নিক-হাসপাতাল। স্বাস্থ‌্যখাত এই অপ্রয়োজনীয় সিজা‌রিয়ান অপা‌রেশন না পে‌রে‌ছে থামাতে, না পে‌রে‌ছে সরকা‌রি হাসপাতালগু‌লোয় বিনামূ‌ল্যে পর্যাপ্ত দরকা‌রি সিজা‌রিয়ান করা‌তে।

আর অ‌নেক‌দিন থে‌কে প্রাতিষ্ঠা‌নিক নরমাল ডে‌লিভা‌রির জন‌্য বলাব‌লি চল‌ছে, ক‌য়েকবছর থে‌কে মিডওয়াইফ'রাও এখা‌তে কাজ করে চল‌ছে তবুও কেন মানুষ এখ‌নো বা‌ড়ি‌তে অদক্ষ ধাত্রী, হাতু‌ড়ে ডাক্তা‌রের মাধ‌্যমে সন্তান জন্মা‌তে গি‌য়ে মর‌ছে এ প্রশ্ন ভাবা‌চ্ছে। য‌দি ধ‌রে নেই লোকজন এখ‌নো এ সম্প‌র্কে তেমন জা‌নে না বা স‌চেতনতার অভাব র‌য়ে‌ছে, তাহ‌লে সব তথ‌্য জা‌নি‌য়ে স‌চেতন ও প্রা‌তিষ্ঠানমুখী করাটাও কিন্তু এই স্বাস্থ‌্যখা‌তেরই কাজ। আবার য‌দি ধ‌রে নেই আস্থ‌ার অভাব, সেটা ফি‌রি‌য়ে আনাও কিন্তু এ‌ই খা‌তে‌রই কাজ।

স‌চেতনতা বাড়া‌তে স্বাস্থ‌্য শিক্ষা ও তথ‌্য প্রচার, আস্থা বাড়া‌তে স্বাস্থ‌্যখাত‌কে সুশৃঙ্খল করা আবশ‌্যক। ন‌শ্চেৎ এমন অনাকা‌ঙ্খিত মৃত‌্যু চ‌লতেই থাক‌বে সা‌থে স্বাস্থ‌্য খা‌তের এযাবৎ অর্জন ডুব‌তে থাক‌বে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raton Presents: Health & Wellness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category