Rokon Law Center

Rokon Law Center “রোকন ল সেন্টার” এ আপনাকে স্বাগত জানাই�


কনস্টবল হতে এএসআই, এসআই পদোন্নতি পরীক্ষার আইন নিয়ে ভীতি দূর করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। সকল আইন নিয়ে আমার এই পেজে আলোচনা করা হবে। আশা করি আপনারা আমার এই “রোকন র সেন্টার” এর মাধ্যমে উপকৃত হবেন।

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন‍্যসৌজন্যেঃ THE LRGAL HOME🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻আলহামদুলিল্লাহ।  লিগ্যাল হোমের মডেল টেস্ট বুস...
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন‍্য
সৌজন্যেঃ THE LRGAL HOME
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
আলহামদুলিল্লাহ। লিগ্যাল হোমের মডেল টেস্ট বুস্টার এর প্রথম সংস্করণ 😍😍✌️✌️✌️
এতোগুলো কাজের মধ্যে এটাই আমাদের কে সবচেয়ে বেশী কষ্ট দিয়েছে....😀

এই মডেল টেস্টের আলাদা বৈশিষ্ট্য কি?
======================================
১। সর্বমোট ৩৭টি টেস্ট দিয়েছি।মোট ৩২০০ নাম্বারের মডেল টেস্ট।
২। ওএমআর ফরম ১০টি করে দিয়েছি.।
সর্বপ্রথম আমরা মেজর ল গুলোর উপর প্রথম ধারাভিত্তিক সেকশনকে ভাগ করে ৫০/৫০ করে অর্ধেক এ ভাগ করে মডেল টেস্ট রেডি করেছি।
৩.।এর পর পুরো সাবজেক্টের উপর ১০০ নাম্বারের সাবজেক্টিভ টেস্ট রেডি করেছি।
৪।আবার পরীক্ষায় কমন উপযোগী করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট ১০০ নাম্বারের রেডি করেছি।
৫।আমর রিপিট প্রশ্ন পরিহার করার চেষ্টা করেছি।
৬।প্রশ্নগুলোকে এমন ভাবে সাজিয়েছি যেন আপনাকে উত্তর করার সময় ভাবতে হয়।

যেমন: নিন্মের কোন শাস্তির অপরাধে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদন্ডের বিধান রয়েছে?
ক) দস্যুতা সহকারে ডাকাতি খ) শিশু চুরি
গ) ডাকাত দলে থাকা ঘ) খুন সহকারে ডাকাতি

৫। ভালো প্রিপারেশন থাকলে ৫৫-৭৫ পর্যন্ত স্কোর করা যাবে ইনশা আল্লাহ।

ছোট্ট বইটি অর্ডার করে নিজের প্রস্তুতি কে স্ট্রং করতে ইনবক্স লিগ্যাল হোম অথবা Legal Home - লিগ্যাল হোম অথবা হোয়াটসএ্যাপ করুন 01516037259 নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার করুন।

সবার প্রতি শুভকামনা রইলো❤️
বিজয় আসবেই ইনশা আল্লাহ✌️✌️
লিগ্যাল হোম টিম

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ🌻✅ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭সৌজন্যেঃ Bonafide Law Academy
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ
🌻✅ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
সৌজন্যেঃ Bonafide Law Academy

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ🌻✅ দন্ডবিধি ১৮৬০সৌজন্যেঃ Bonafide Law Academy
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ
🌻✅ দন্ডবিধি ১৮৬০
সৌজন্যেঃ Bonafide Law Academy

13/10/2025

বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন‍্য

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ🌻✅ তামাদি আইন ১৯০৮সৌজন্যেঃ Bonafide Law Academy
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ
🌻✅ তামাদি আইন ১৯০৮
সৌজন্যেঃ Bonafide Law Academy

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ🌻✅ বার কাউন্সিল অর্ডার ও রুলস প্রফেশনাল ইথিকসসৌজন্যেঃ Bonafide Law Academy
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ
🌻✅ বার কাউন্সিল অর্ডার ও রুলস প্রফেশনাল ইথিকস
সৌজন্যেঃ Bonafide Law Academy

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ🌻✅ সাক্ষ‍্য আইন ১৮৭২সৌজন্যেঃ Bonafide Law Academy
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ
🌻✅ সাক্ষ‍্য আইন ১৮৭২
সৌজন্যেঃ Bonafide Law Academy

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ🌻✅ ফৌজদারি কার্যবিধি ১৯৯৮সৌজন্যেঃ Bonafide Law Academy
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ
🌻✅ ফৌজদারি কার্যবিধি ১৯৯৮
সৌজন্যেঃ Bonafide Law Academy

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ🌻✅ দেওয়ানী কার্যবিধি ১৯০৮সৌজন্যেঃ Bonafide Law Academy
13/10/2025

🌻✅ বার কাউন্সিল পরীক্ষার জন‍্যঃ
🌻✅ দেওয়ানী কার্যবিধি ১৯০৮
সৌজন্যেঃ Bonafide Law Academy

13/10/2025

🌻✅ বার কাউন্সিল (প্রিলিমিনারী) পরীক্ষার জন‍্যঃ
🌻✅ দন্ডবিধি ১৮৬০
সৌজন্যেঃ প্রিলি মাস্টার

🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

🎯 বিষয়ঃ দণ্ডবিধি, ১৮৬০ (The Penal Code, 1860)
📘 গুরুত্বপূর্ণ ধারাসমূহঃ Part – 1

3★, 4, (34–38)★★★, (53–57)★★, (60–75), (76–106)★★★, (107–120)★★★, 120A★★, 120B★★, 121A, 123A, 124A, 128, 129, 130, 140, (141–160)★★★, (191–229), (৩৫–৩৯), (৫২–৫৭)★★

> 🔹 Note: স্টার ★ চিহ্নিত ধারাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ — প্রিলি ও লিখিত উভয় পরীক্ষার জন্য বারবার রিভিশন দিন।

======================================

1. “প্রিলি মাস্টার” বই থেকে এই ধারাগুলোর ব্যাখ্যা, উদাহরণ ও ব্যতিক্রম ভালোভাবে বুঝে পড়ুন।

2. শর্টকাট মুখস্থের চেষ্টা না করে, ধারাগুলোর মূল ধারণা (concept) ধরুন।

3. পুরো Part – 1 শেষ করতে পারলে কমপক্ষে ১০ নম্বর পর্যন্ত কমন পাবেন প্রিলিতে।

4. প্রতিটি ধারার পাশে ছোট্ট নোট লিখে রাখুন (যেমন – কোন অপরাধ, কী শাস্তি, কোন ব্যতিক্রম)।

📘 Next update:
Part – 2 শীঘ্রই প্রকাশিত হবে — সেটাতে বাকি গুরুত্বপূর্ণ ধারাসমূহ!!!!!!
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

13/10/2025

🌻🌻 বার প্রিলিমিনারী পরীক্ষার্থীদের জন‍্যঃ-🌻🌻
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

🎯 বিষয়ঃ দণ্ডবিধি, ১৮৬০ (The Penal Code, 1860)

📘 গুরুত্বপূর্ণ ধারাসমূহঃ Part – 1

3★, 4, (34–38)★★★, (53–57)★★, (60–75), (76–106)★★★, (107–120)★★★, 120A★★, 120B★★, 121A, 123A, 124A, 128, 129, 130, 140, (141–160)★★★, (191–229), (৩৫–৩৯), (৫২–৫৭)★★

> 🔹 Note: স্টার ★ চিহ্নিত ধারাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ — প্রিলি ও লিখিত উভয় পরীক্ষার জন্য বারবার রিভিশন দিন।

======================================

1. “প্রিলি মাস্টার” বই থেকে এই ধারাগুলোর ব্যাখ্যা, উদাহরণ ও ব্যতিক্রম ভালোভাবে বুঝে পড়ুন।

2. শর্টকাট মুখস্থের চেষ্টা না করে, ধারাগুলোর মূল ধারণা (concept) ধরুন।

3. পুরো Part – 1 শেষ করতে পারলে কমপক্ষে ১০ নম্বর পর্যন্ত কমন পাবেন প্রিলিতে।

4. প্রতিটি ধারার পাশে ছোট্ট নোট লিখে রাখুন (যেমন – কোন অপরাধ, কী শাস্তি, কোন ব্যতিক্রম)।

📘 Next update:
Part – 2 শীঘ্রই প্রকাশিত হবে — সেটাতে বাকি গুরুত্বপূর্ণ ধারাসমূহ!!!!!!

12/10/2025

🌻 স্কোয়াড ড্রিলের বিস্তারিতঃ

👉উদ্দেশ্যঃ

পনের জনের ছােট্ট একটি দল। একই কমান্ডে যে প্যারেড বা কুচকাওয়াজ করানাে হয় তাহাকে স্কোয়াড ড্রিল বলে।

স্কোয়াড ড্রিলের দুইটি ফারমিশনঃ-

১। স্কোয়াড ইন লাইনঃ

২।স্কোয়াড ইন থ্রিজঃ

👉স্কোয়াড ড্রিলের দুইটি কাজঃ

১। দিক পরিবর্তন।

২। ফরমেশন গঠন

প্রুভ ঃ🌺 স্কোয়াড সাবধান হবে, সাবধান। খােলা সারিতে দাড়াবে খােলা সারিতে দাঁড়া।

স্কোয়াড ডাইনে সাজ। এই বলে কমান্ডার হাফ লেফট টার্ন করে স্কোয়াডের ফ্রন্ট গাইডের

দুই কদম ডাইনে যাইয়া হল্ট করিবে। সঙ্গে সঙ্গে লেফট টার্ন করিয়া পাঁচ কদম সামনে গিয়া হল্ট করিবে। কমান্ডার এবাউট টার্ন করিয়া সামনের সারির ড্রেস দেখিবে। ড্রেস দেখার পর সামনের সারি হুসিয়ার বলিয়া সঙ্গে সঙ্গে লেফট টার্ন করিয়া হাত বন্ধ করিয়া সাড়ে তিন কদম সামনে যাওয়ার পর রাইট টার্ন করিয়া মধ্য সাড়ির ড্রেস দেখিবেন। সঙ্গে সঙ্গে লেফট টার্ন করিয়া হাত বন্ধ অবস্থায় সাড়ে তিন কদম সম্মুখে যাবে। এবং পিছনের সারিতে ড্রেস দেখিবেন। ড্রেস দেখিবার পর, পিছনের সারির হুসিয়ার বলিবে। সাথে সাথে রাইট টার্ন করিয়া সাত কদম সামনে আসিয়া চক মারিয়া হল্ট করিবেন। লেফট টার্ন করিয়া স্কোয়াড সামনে দেখ এই বলিয়া সাথে সাথে হাফ রাইট টার্ন করিয়া দ্রুত মার্চ করিয়া
স্কোয়াডের মধ্যখানে আসিয়া হল্ট করিবেন। স্কোয়াডের দিকে টার্ন করিয়া বলিবে স্কোয়াড
বাইদি রাইট নাম্বার, তারপর তিন সারিতে ডাইনে ঘুরবে স্কোয়াড ডাইনে ঘুর। পিছনে
ফিরবে স্কোয়াড ডাইনে ঘুর। (স্কোয়াডের উদ্দেশ্য করিয়া বলিবে) এই টানিং এর উদ্দেশ্য হলাে আপনাদের ডাইনে বামে সামনে কে কোথায় আছেন লক্ষ করুন। স্কোয়াড ড্রিল চলাকালীন কোন ব্যক্তি ভুল করিবেন না। স্কোয়াড সামনে ফিরবে। এবাউট টার্ন। স্কোয়াড কাঁধে অস্ত্র নিবে। কাধে অস্ত্র (হুসিয়ার)।

নােটঃ রিপাের্ট করিবার সময় ঘন সারি করানাের প্রয়ােজন নেই।

👉রিপাের্ট

স্কোয়াড, স্কোয়াড ড্রিলের জন্য প্রস্তুত স্যার। ড্রিল শুরু করার অনুমতি পেলে,ইয়েস স্যার, আপনার আদেশে স্কোয়াড ড্রিল চালাবো।

👉স্কোয়াড ড্রিলের দুইটি কাজ ।

১। স্কোয়াড যে দিকে মুখ করিয়া ইন লাইনে দাঁড়াইয়া আছে সেই দিকে এ্যাডভান্স করিয়া ডান ও বাম দিকে দিক পরিকর্তন করা।

W/C দি স্কোয়াড উইথ এ্যাডভান্স বাইদি রাইট কুইক মার্চ। স্কোয়াড বাই
দা রাইট চেঞ্জ ডাইরেকশন রাইট, রাইট ফরম। (ডাইরেকশন স্কোয়াড বাইদা রাইট) কমান্ড বাম পায়ে শুরু বাম পায়ে শেষ।

২। বাম দিকে দিক পরিবর্তন করা ।

WIC স্কোয়াড বাইদি লেফট চেঞ্জ ডাইরেকশন লেফট, লেফট ফরম।

(ডাইরেকশন স্কোয়াড বাইদা লেফট) কমান্ড ডান পায়ে শুরু ডান পায়ে শেষ।

৩। স্কোয়াড ইন থ্রিজে চলিতেছে বামের দিকে কমান্ড দিয়া ইন লাইন গঠন করা।

W/C স্কোয়াড থ্রিজ বাইদা লেফট, অনদি লেফট ফরম স্কোয়াড।

(ডাইরেকশন স্কোয়াড বাইদা রাইট) কমান্ড ডান পায়ে শুরু, ডান পায়ে শেষ।

৪।স্কোয়াড ইন থ্রিজে চলিতেছে ডান দিকে কমান্ড দিয়া ইন লাইন গঠন করা।

W/C স্কোয়াড থ্রিজ বাইদা লেফট, অনদি লেফট ফরম স্কোয়াড।
(ডাইরেকশন স্কোয়াড বাইদা রাইট) কমান্ড বাম পায়ে শুরু, বাম পায়ে শেষ।

👉স্কোয়াড ড্রিল বাই নাম্বার

১। স্কোয়াড ইন লাইনে দাঁড়িয়ে আছে। ডানে অথবা বাম দিকে পরিবর্তন করা।

W/C স্কোয়াড বাইদা রাইট এ্যাটদি হল্ট চেঞ্জ ডাইরেকশন রাইট, রাইট ফরম।

এই আদেশে গাইড সম্পূর্ণ রাইট টার্ন ফ্রন্ট ব্যাংক হাফ রাইট টার্ন ক্লাইন করিবে।

কুইক মার্চে গাইড সহ প্রথম ফাইল ৩ কদম ডাইনে যাবে। তারপরের ফাইল ৫ কদম যাবে। এই ভাবে প্রত্যেকটি ফাইল দুই কদম ব্যবধানে পর্যায়ক্রমে যাবে।

অনুরুপ বামে হবে।

২। স্কোয়াড ইন থ্রিজ দাগিয়ে আছে তার সম্মুখে ইন লাইন গঠন করা।

স্কোয়াড ইন থ্রিজে চলিতেছে বামের দিকে কমান্ড দিয়া ইন লাইন গঠন করা।

W/C স্কোয়াড থ্রিজ বাইদা লেফট, এ্যাটদি হল্ট অনদি লেফট ফরম স্কোয়াড। এই অবস্থায় গাইড দাড়ানাে থাকিবে বাকী সবাই হাফ লেফট ইন ক্লাইন করিবে। কুইক

মার্চে গাইডসহ প্রথম ফাইল ৩ কদম সামনে যাবে। তারপর দ্বিতীয় ফাইল ৫ কদম
সামনে যাবে। এইভাবে প্রত্যেকটি ফাইল ২ কদম ব্যবধানে পর্যায়ক্রমে সমানে যাবে।

রাইফেল থাকিলে শুধু শট ড্রিল বলিবে।

স্কোয়াড ড্রিল স্লো মার্চ

১। স্কোয়াড ইন লাইনে যে দিকে মুখ করিয়ে দাড়িয়ে আছে তার ডানে বামে দিক পরিবর্তন করা।

W/C স্কোয়াড বাইদা রাইট চেঞ্জ ডাইরেকশন রাইট, রাইট ফরম। (ডান পায়ে স্কোয়াড,

বাম পায়ে বাইদা রাইট, ডান পায়ে চেঞ্জ ডাইরেকশন রাইট, বাম পায়ে রাইট, ডান পায়ে
ফরম) অনুরুপ বাম দিকে হবে।

২। স্কোয়াড ইন থ্রিজে যে দিকে মুখ করিয়ে দাড়িয়ে আছে তার সম্মুখে ইন লাইন গঠন।

W/C স্কোয়াড থ্রিজ বাইদা লেফট অন দি লেফট ফরম স্কোয়াড। (বাম পায়ে স্কোয়াড

ডান পায়ে বাইদা লেফট, বাম পায়ে অনদি লেফট ডান পায়ে লেফট, বাম পায়ে ফরম) অনুরুপ ডান দিকে হবে।

বিঃদ্রঃ যে দিকে কাজ নেওয়া হইবে সে পা হইতে কমান্ড শুরু এবং প্রতি পায়ে পায়ে কমান্ড দিতে হইবে।🌻💖

Address

Dhaka
1205

Telephone

+8801516143468

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rokon Law Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rokon Law Center:

Share