Apni-e Dhamrai

Apni-e Dhamrai "আপনি-ই ধামরাই" বলতে ব্যাপক মানে বুঝায়। মূলত আমাদের সকলের ভালো-মন্দ কাজকর্মে ধামরাইয়ের পরিচয় ফুটে উঠে

05/11/2024

ধামরাই বরাত সেন্টারে চলছে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নোংরামি!

প্রতিদিন হচ্ছে মারামারি, চুল উপ্রাউপ্রি, অবাধে চলছে সিগারেট সেবন (সিনিয়র-মুরুব্বী কাউকে মানছে না দুধের শিশু খ্যাত কিশোর গাং)। বরাত সেন্টারের সাদে রেস্টুরেন্ট মালিকদের হাজারো বারণ শর্তেও, স্কুল-কলেজ টাইমে ক্লাস বাদ দিয়ে কিছু শিক্ষার্থী রেস্টুরেন্ট-কে টং দোকান বানাতে বদ্ধপরিকর (যদিও রুফটপে কেউ সিগারেট বিক্রি করেনা)।

বরাত সেন্টারের রুফটপ রেস্টুরেন্ট মালিকগণ স্কুল-কলেজ টাইমে উগ্র মাদকাসক্ত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন গুলোর জোড়ালো অ্যাকশন প্রত্যাশা করছে। একইসাথে সম্মানিত বরাত স্যার, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্কুল-কলেজ গুলোরও দৃষ্টি আকর্ষণ করেছে।

বন্ধ হোক ধূমপান-বেয়াদবি, করুক সবাই সম্মান।
বরাত সেন্টার হোক সারা ধামরাইয়ের অহংকার।

04/10/2024

প্রতিমা মানুষ ভাঙেনি, ভেঙেছে বানর অথবা ভূত!!

গতকাল দক্ষিণপাড়া কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ব্যাপারে যে নিউজ ছড়িয়েছে, সিসি ক্যামেরা পর্যবেক্ষণে সেখানে কোন সন্দেহজনক মানুষের আনাগোনা দেখা যায়নি। তবে, বানরের বাঁদরামি মন্দির ও মন্দিরের চারপাশে দেখা গেছে। আপাতদৃষ্টিতে এটা বানরের কাজ বলেই প্রতীয়মান হচ্ছে অথবা ভৌতিক কান্ড।

ধামরাই দক্ষিণপাড়া সহ সমগ্র ধামরাই সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ ছিল, আছে, থাকবে। কেউ আগ বাড়িয়ে নিশ্চিত না হয়ে গুজব ছড়িয়ে এলাকার সম্মান, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না, সেই প্রত্যাশা।

03/10/2024

ধামরাই দক্ষিণপাড়া কালি মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ।

কে বা ক্যারা ভেঙেছে, সেই ব্যাপারে কেউ বলতে পারছে না। অতি দ্রুত ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে সব ধরণের টেকনোলজির আশ্রয় নেওয়া হোক, লাইকঃ সিসি ক্যামেরা, সিম লোকেশন ইত্যাদি ইত্যাদি। প্রকৃত দোষীদের বের করে ধামরাইবাসী সহ বাংলাদেশের সামনে উপস্থাপন করতেই হবে।

ভিডিও ক্রেডিটঃ Sabuj Sarder ভাই।

ধামরাইয়ের কুখ্যাত সন্ত্রাসী আটক। প্রশাসন-কে ধন্যবাদ।নিউজ লিংক গুলো কমেন্টে দেওয়া হলো।
20/09/2024

ধামরাইয়ের কুখ্যাত সন্ত্রাসী আটক। প্রশাসন-কে ধন্যবাদ।

নিউজ লিংক গুলো কমেন্টে দেওয়া হলো।

18/09/2024

জনগণের উদ্দেশ্যে সোমভাগ ইউপির চেয়ারম্যানের বার্তা।

প্রভাষক মোঃ আওলাদ হোসেন-কে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করার প্রেক্ষিতে, আন্দোলনে রাজধানী ঢাকা ও ধামরাইয়ের রাজপথ কাঁপানো ছাত্র-জনতা থেকে শুরু করে সোমভাগের বিএনপি-জামায়াত-হেফাজত-ইসলামী আন্দোলন-সুশীল সমাজ সহ অনেকে প্রচণ্ড ক্ষুব্ধ।

উক্ত মামলায় সকলে সোমভাগ চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবি করছে।

সোমভাগ ইউনিয়ন পরিষদ 🖤

11/09/2024

ধামরাইয়ের বাটুলিয়া বুচাই পাগলার মাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

04/09/2024

সাদ হত্যা মামলায় মূল দোষীদের নাম বাদ দেওয়ার সময় চুপ থেকে, এখন বিতর্কিত ইউএনও সাবের প্রত্যাহার আদেশের বিরুদ্ধে দাঁড়ানো ভণ্ডামি।

ধামরাইতে মামলায় মূল আসামীদের বাদ দেওয়ায় প্রতিবাদ, ক্ষোভ।ঢাকার ধামরাইতে সাদ হত্যা মামলায় মূল আসামীদের বাদ দেওয়া হয়েছে। তা...
01/09/2024

ধামরাইতে মামলায় মূল আসামীদের বাদ দেওয়ায় প্রতিবাদ, ক্ষোভ।

ঢাকার ধামরাইতে সাদ হত্যা মামলায় মূল আসামীদের বাদ দেওয়া হয়েছে। তাছাড়া কিছু মানুষদের নাম দেওয়া হয়েছে, যারা চূড়ান্ত আন্দোলনে নিউট্রাল ছিল। মামলায় শহীদ সাদের বাবা-মা কারোর-ই সম্পৃক্ততা নেই।

মূল আসামীদের বাদ দিয়ে পুরো মামলা ঢালাওভাবে রাজনীতিকরণের ফলে, স্বস্তি প্রকাশের বদলে আতংক বিরাজ করছে পুরো ধামরাই জুড়ে। সাদ হত্যায় ন্যায়বিচারের বদলে অবিচার হবার সম্ভাবনা দেখা দিয়েছে।

যারা এই ন্যাকারজনক মামলায় কলকাঠি নেড়েছে, যারা ধামরাইয়ের নানা জায়গাতে দখলবাজি-চাঁদাবাজি-অবিচারের সাথে জড়িত; তাদের-কে সামনের জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে গণধিক্কার দেখাতে প্রস্তুত হচ্ছে সাধারণ জনগণ।

গণঅভ্যুত্থানের প্রকৃত স্বাদ পেতে ও রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধ হন।

23/08/2024

ধামরাইতে মামলায় স্বজনপ্রীতি-টাকা-সুবিধার বিনিময়ে মূল দোষীদের বাঁচানোর অভিযোগ। সাদ হত্যায় ন্যায়বিচারের বদলে অবিচার হবার সম্ভাবনা!..

22/08/2024

ধামরাইতে ৮২জনের নাম উল্লেখপূর্বক সাদ হত্যা মামলা, অজ্ঞাত ৮০-৯০। পুলিশের গুলিতে মারা গেলেও,পুলিশের নাম নেই। হাস্যকর রাজনৈতিক মামলা?

20/08/2024

বুক ফুলিয়ে ছাত্র-জনতা হত্যা করেছেন ধামরাইয়ের সুজন।

তথ্যমতে, নিকৃষ্ট সুজনের বাড়ি ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ইন্দরা গ্রামে, পিতা মৃত আমাজউদ্দিন। ৫ই আগষ্ট চানখারপুলে যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পরে সুজনের ভয়ানক কীর্তিকলাপ। ভিডিওতে তাকে বুক ফুলিয়ে পাখির মত মানুষ গুলি করে মারতে ও গর্বের সহিত বলতেও দেখা যাচ্ছে।

ক্যামেরার বাইরে না জানি আরো কত ভয়ানক হত্যাকাণ্ডে জড়িত সে। ইতিমধ্যে ধামরাইবাসী তাকে ঘৃণাভরে বর্জন করছে। দৃষ্টান্তমূলক কঠোর সর্বোচ্চ আইনী শাস্তির আওতায় আনতেই হবে তাকে। নয়লে বাংলাদেশ পুলিশ কিভাবে এই লজ্জা ঢাকবে!!

ব্যতিক্রম সোমভাগ ইউনিয়ন, নিরবিচ্ছিন্ন কার্যক্রম চলমান।হ্যাঁ, ঢাকা জেলার ধামরাই উপজেলার গুরুত্বপূর্ণ সোমভাগ ইউনিয়ন পরিষদে...
19/08/2024

ব্যতিক্রম সোমভাগ ইউনিয়ন, নিরবিচ্ছিন্ন কার্যক্রম চলমান।

হ্যাঁ, ঢাকা জেলার ধামরাই উপজেলার গুরুত্বপূর্ণ সোমভাগ ইউনিয়ন পরিষদের কথা-ই বলছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদ যখন অনেকটা অকার্যকর, তখন ১১ আগস্ট থেকে নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সোমভাগ ইউনিয়নের নান্দনিক চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন।

মূলত, ছাত্র-জনতা সহ সকল দল-মত-ধর্ম-বর্ণের মানুষদের সাথে সোমভাগ ইউপি চেয়ারম্যানের সুসম্পর্ক ও সহাবস্থানের প্রেক্ষিতে সোমভাগ ইউনিয়ন পরিষদের কার্যক্রম নির্ভিগ্নে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। সোমভাগ ইউনিয়ন পরিষদ হোক অন্যদের জন্য উধাহরণ।

তথ্যসূত্রঃ সোমভাগ ইউনিয়ন পরিষদ 🖤

Address

Dhamrai
Dhaka
1350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apni-e Dhamrai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share