05/11/2024
ধামরাই বরাত সেন্টারে চলছে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নোংরামি!
প্রতিদিন হচ্ছে মারামারি, চুল উপ্রাউপ্রি, অবাধে চলছে সিগারেট সেবন (সিনিয়র-মুরুব্বী কাউকে মানছে না দুধের শিশু খ্যাত কিশোর গাং)। বরাত সেন্টারের সাদে রেস্টুরেন্ট মালিকদের হাজারো বারণ শর্তেও, স্কুল-কলেজ টাইমে ক্লাস বাদ দিয়ে কিছু শিক্ষার্থী রেস্টুরেন্ট-কে টং দোকান বানাতে বদ্ধপরিকর (যদিও রুফটপে কেউ সিগারেট বিক্রি করেনা)।
বরাত সেন্টারের রুফটপ রেস্টুরেন্ট মালিকগণ স্কুল-কলেজ টাইমে উগ্র মাদকাসক্ত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন গুলোর জোড়ালো অ্যাকশন প্রত্যাশা করছে। একইসাথে সম্মানিত বরাত স্যার, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্কুল-কলেজ গুলোরও দৃষ্টি আকর্ষণ করেছে।
বন্ধ হোক ধূমপান-বেয়াদবি, করুক সবাই সম্মান।
বরাত সেন্টার হোক সারা ধামরাইয়ের অহংকার।