Nipa world

Nipa world Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nipa world, Video Creator, Dhaka.

31/03/2025
বেশির ভাগ সময় ই আমাদের আক্ষেপের একটা বড় কারন.... আমাকে কেউ ভালোবাসে না। ছেলেটি আমাকে মাঝপথে ছেড়ে দিয়েছে।মেয়েটি অন্য কোথা...
10/11/2024

বেশির ভাগ সময় ই আমাদের আক্ষেপের একটা বড় কারন.... আমাকে কেউ ভালোবাসে না।

ছেলেটি আমাকে মাঝপথে ছেড়ে দিয়েছে।মেয়েটি অন্য কোথা ও বিয়ে করেছে।

সে সারাদিন এ একটি বার ও আমার খোজ নেই না। সব দোষ তার। আমার কোন দোষ নেই :-)

। কিন্তু পলিথিন এ মোড়া ভালোবাসা আমরাই খুজি। যতটা রঙিন, ততটা সে আকর্ষন ও করে বেশি। সুতরাং দিনশেষে আফসোস। :-( :-(

ভুলকিছু choose করে রাতভোর কান্না করার চেয়ে একা থাকা অনেক অনেক ভালো। একটু অপেক্ষা......... ভালো কিছুই হবে।..........না হলে লাগবে না সবাই কি ভালো কিছু পায় নাকি???? এতে তো ভালোর ভালো থাকায় নষ্ট হবে............।। :-) :-)

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু ...
31/08/2024

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে।

নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার উপর। আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন!

আপনি হয়ত বলতেই পারেন এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন! রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রায়। বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই!😊💝

05/08/2024

নতুন বাংলাদেশ মানে কি লুটপাট করা? আগুন দাওয়া? ভাঙচুর করা? বাংলাদেশের মানুষ যা চেয়েছি তা তো পেলাম কিন্তু এখন এসবের মানে কি?? দয়া করে নিজের দেশকে নিজেরা রক্ষা করার চেষ্টা করি।

কুরবানী ♦️♦️♦️হত্যা করে গরু কুরবানী করছেন না তো?""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""সকল কুরবানী দাতাদের জন্য ...
14/06/2024

কুরবানী ♦️♦️♦️

হত্যা করে গরু কুরবানী করছেন না তো?
""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""
সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।
১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।
★পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।
★পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।
★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।
★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।
এতএব,
কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।

14/02/2024

Happy veletines day❤️

14/02/2024

Happy veletines day

22/01/2024

উচ্চ ক্যালসিয়াম যুক্ত ৭টি খাবার খেলে সারা জীবনেও ক্যালসিয়ামের অভাব হবে না/দুধ চেয়েও বেশি পুষ্টি

17/01/2024

খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায়/খাঁটি মধু চেনার উপায়/খাঁটি মধু চেনার উপায় কি/খাঁটি মধুর উপকারিতা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nipa world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipa world:

Share

Category