14/10/2025
আমি বিয়ে করেছি ২ বছর হল, আমাদের কোন বাচ্চা নেই, আর বাচ্চা হবেও না 🥲ডাক্তার দেখানোর পর জানতে পারলাম সমস্যাটা আমার স্ত্রীর! আমার স্ত্রী সে নিজেও জানতে পেরেছে সে কোনদিন মা হতে পারবেনা। কিন্তু এ নিয়ে আমি কখনো তার সাথে কোন কষ্ট প্রকাশ করিনি। তারপরও সে এখন আমাকে নতুন ভাবে বিয়ে দিতে চাচ্ছে 😒আমি চাইনা বিয়ে করতে,
আমি আমার স্ত্রীকে নিয়ে সারা জীবন থাকতে চাই,, তার কারণ আমি তাকে অসম্ভব ভালোবাসি।
কিন্তু সে কোন কিছুতেই আমাকে বুঝতে চাচ্ছে না। তারা এখন একটাই কথা আমি যেন দ্বিতীয় বিয়ে করি। কিন্তু তাকে একই ঘরে রেখে আমি অন্য কোন নারীর সাথে থাকতে পারবো না! আবার তাকে ডি'ভো'র্স দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এটা নিয়ে আজ আমাদের ছোটখাট ঝ"গ"ড়া হয়েছে 😢
কিন্তু এভাবে আর কতদিন? এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না।।
সংগৃহীত
pic for attention...