11/07/2025
বাবা মায়ের নামে মামলা দেওয়ার ট্রেন্ড তাহলে বাংলাদেশেও শুরু হয়ে গেলো!.. সে সিঙ্গার হতে চায়,, ডান্সার হতে চায়,, কিন্তু তার বাবা-মা তাকে এই পূর্ণ স্বাধীনতা দিচ্ছেনা। এসবের জের ধরেই বাবা মায়ের নামে মামলা দিয়ে দিল ইংলিশ মিডিয়ামে পড়া শিক্ষিত এই মেয়েটি,,তার ভাষ্যমতে,, তাকে নাকি শারীরিকভাবে এবং মানসিকভাবে টর্চার করে তার বাবা মা। """
বাবা মায়ের একমাত্র মেয়ে,,, ভালো স্কুলে পড়িয়েছে,, ছোটবেলা থেকে যখন কোন রোগ হয়েছে দেশের সবচেয়ে নামকরা হসপিটালের ডাক্তারদের অ্যাপোয়েন্টমেন্ট নিয়েছে,,, ঝলমলে চকচকে জামা কাপড় পড়ে ঘুরছে,,,
আদালতে এখন বাবা-মা কে এটা প্রমাণ করতে হচ্ছে যে তারা তাদের একমাত্র মেয়ের ভালোর জন্যই তার জন্মের পর থেকে চেষ্টা করে যাচ্ছে। মেয়েকে সবসময় বেস্টটাই দিয়েছে। 🙂
ভাই,,,! আমার তো এখন নিজের বাচ্চাকাচ্চা পালতেই ভয় লাগতেছে,, কত কষ্ট করে দুইটা বাচ্চা পালতেছি,, বড় হয়ে আবার কোন স্বাধীনতা চাইবে আল্লাহ মালুম (আল্লাহুম্মা মাগফিরলি) 😓💔
যখন ১৫-১৬ বছর বয়স আমার,, মাঝে মাঝে মায়ের উপর ভীষণ রাগ হতো,, এটা নিষেধ করত,, ওটা নিষেধ করত,, , এখানে যেতে না করে,, সেখানে যেতে না করে,, এভাবে না ,, ওইভাবে হেন তেন কত কিছু।
মা শুধু বলতো "যেদিন মা হবি সেদিন বুঝবি মায়েরা কেন এমন করে। "
বুঝি তো,, বাচ্চাদেরকে এখন সারাদিন কত কিছু নিষেধ করতে হয়। কত কিছু বোঝাতে হয়!!