
11/09/2024
শুধু বুষ্টিং এ বিজনেস টিকবে না।
আমরা Business Development নিয়ে কাজ করি। আর তাই ২ ডলারের বুষ্টিং বা 6 দিনের বুষ্টিং এই ধরনের কোন কাজ করি না।
কারন আমরা বিশ্বাস করি স্বল্প সময়ের কোন Business sustainable Development সম্ভব হয় না । 10-15 দিনে যদি কোন Business sustainable Development সম্ভব হত তাহলে সবাই বিজনেস করতো, তাহলে মানুষ অন্যের চাকুরি বা চাকর গিরি করতো না।
এই বিষয়টা যারা বিজনেস করছেন বা শুরু করতে চান তাদের বুঝতে হবে।
আমাদের কাছ থেকে কি সাপোর্ট পাবেন:
আপনার বিজনেস এর SWOT analysis. Means apanr business er strength, weakness, opportunity and threats find out কর। এর পর আপনা বিজনেস এর প্লান এবং প্লান কিভাবে ex*****on করবনে তার গাইডলাইন। এর পর কন্টেট মেকিং, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিাটং, মার্কেটিং ট্রেনিং, বিজনেস গ্রোথ আইডিয়া, বিজনেস গ্রোথ এনালাইসিস এর পর আপনি চাইলে প্রোডাক্ট এর ভিডিও, সার্ভিস এর ভিডিও আমাদের স্টুডিওতে করতে পারবেন।