Sharmila Ghosal

Sharmila Ghosal Sharmila Ghosal is ready to give you full computer skill and freelancing service.

23/06/2024

♥️♥️

I am a professional Digital Marketer expert.I have been working for 2 year's. Everyone plz support my page.
13/01/2023

I am a professional Digital Marketer expert.I have been working for 2 year's. Everyone plz support my page.

কোরিয়ানরা খাবার নিয়ে খুব সচেতন, তাদের খাবারের একটা আলাদা ঐতিহ্য আছে ,তারা যতটুকু খায় ততখানিই স্বাস্থ্যসম্মত ,তাদের খা...
08/01/2023

কোরিয়ানরা খাবার নিয়ে খুব সচেতন, তাদের খাবারের একটা আলাদা ঐতিহ্য আছে ,তারা যতটুকু খায় ততখানিই স্বাস্থ্যসম্মত ,তাদের খাবারে ঝাল ,মসলা ,লবণ নেই বললেই চলে।

21/12/2022
16/12/2022

ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে ফ্রিল্যান্সিংয়ের কোন সহজ কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়তে পারেন। কোন কাজ শুরু করতে চাইলে আগে সহজ কাজ দিয়েই শুরু করা উচিত। শুরুতে যদি কঠিন কোন কিছু ভাবি তাহলে সেই কাজে বেশিদূর আগানো যায় না।

পেমেন্ট মেথড নিয়ে ঝামেলা মনে হলে সেরা ফ্রিল্যান্সিং মার্কেট বাদ দিয়ে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট এ কাজ করতে পারেন।

ফ্রিল্যান্সিং এর কাজ আমরা অনেকে কঠিন মনে করি। কিন্তু ফ্রিল্যান্সিং এর অনেক সহজ কাজ আছে যা দ্রুত শিখে সহজেই ক্যারিয়ার ডেভেলপ করতে পারি।

সহজ কাজ দ্রুত শিখতে আন্তর্জাতিক বিভিন্ন ফ্রি অনলাইন কোর্স করার সাইট রয়েছে যেখানে কোর্স করেও নিজের দক্ষতা অর্জন করতে পারেন, রয়েছে বাংলায় অনলাইন কোর্স করার প্লাটফর্মও।

06/12/2022

জীবনে সফল হওয়ার জন্য সব থেকে যে দুটি জিনিসের প্রয়োজন বেশি হয়। তা হলো -আত্মবিশ্বাস ও জেদ। কারণ এই দুটি জিনিস ছাড়া জীবনে সফল হয়ে খুবই মুশকিল।

04/12/2022

Digital Marketing কি ?
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে Digital Marketing কি? অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে। আজকে আমরা এমন ৮ টি মাধ্যম সম্পর্কে আলোচনা করবে। যা ব্যবসার ক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন।

এক নজরে Digital Marketing এর সেরা ৮ টি মাধ্যম
1. Search engine optimization (SEO)
2. Search Engine Marketing (SEM)
3. Content marketing
4. Social Media Marketing(SMM)
5. Digital Display Marketing
6. Mobile Marketing
7. Email Marketing
8. Affiliate Marketing

29/11/2022

একবার এক পিতা ও পুত্র রাত্রিতে আহার গ্রহণের জন্য বসেছে, পুত্রের মা থালা করে সবজি ও পুড়ে যাওয়া রুটি তাদের কাছে নিয়ে এসেছে, পুত্রের মা জানতো যে রুটি গুলি ঝলসে গেছে আগুনের আঁচ লেগে, তাই তিনি খাবার দেওয়ার সময় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন,

তখন পুত্রের বাবা তার পত্নীকে বললেন তুমি ভেবোনা চিন্তা করনা, আমার ঝলসে যাওয়া শক্ত রুটি খুব খেতে ভালো লাগে, এই কথা শুনে পুত্র অসন্তোষ অনুভব করলো, আর তার পিতাকে বলল পিতা আপনি সত্যি বলছেন ঝলসানো রুটি আপনার খেতে ভালো লাগে,

পিতা বললো তোমার মা আজ সারাদিন কাজ করেছেন, আর তিনি হয়তো আজ সত্যিই অনেক ক্লান্ত, আর পুড়ে যাওয়া রুটি এমন কিছু নয়, কিন্তু মুখ থেকে বলা কঠিন কোনো শব্দ মানুষের মনে অনেক বড়ো আঘাত সৃষ্টি করতে পারে,

এই বলে পিতা তার পুত্রকে আরও বললো তুমি জানো পুত্র আমাদের জীবন ভুল ত্রুটি দিয়ে ভরা, আমি এমন কোনো মানুষ দেখিনি যিনি একেবারে পরিপূর্ন, যার মধ্যে কোনো দোষ বা ভুল নেই,

আর আমি জীবন থেকে এটাই শিখেছি একে অপরের ভুল গুলোকে স্বীকার করে নিতে হয়, অন্যের ভুল গুলোকে ক্ষমার মাধ্যমে ও একে অপরকে তার ত্রুটি দিয়ে পছন্দ করতে জানতে হয়, তবেই সম্পর্কে সফলতা আসবে,

এই ঘটনা থেকে আমরা শিখতে পরি একে অপরকে যদি ক্ষমা করতে শিখতে জানি তাহলে জীবন হবে অনেক সহজ সরল ও আনন্দ ভরা মধুময়,

নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব পারি সাঁ-...
29/11/2022

নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়।

Address

Mohammadpur
Dhaka

Telephone

+8801717809190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmila Ghosal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share