SB Talkies

SB Talkies Here you can get to know about stories, journey, dreams.Stay tuned.

24/07/2025

মাইলস্টোন কলেজের প্লেন ক্রাশ 😥

15/07/2025

Brand promoter Toni ❤️‍🔥🌸

09/07/2025

Facebook নতুন জ্বীন সিনেমা 🤣🤣🤣

08/07/2025

Evening timepass near - rainy river side 🙂❤️

07/07/2025

জিনময় বাংলাদেশ 🤣। যারা যারা মিস করছো তাদের জন্য 🤣 এই না হলে আমাদের ডিজিটাল বাংলাদেশ যেখানে মানুষকে লাইভেও জ্বীন ধরে🤣 আর জামাই মনে হয়ে আরেকটু হলে হেসেই দিতো 😂🤣

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্পেনের জামোরায় ওই গাড়ি দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে ফেলিপেরও মৃত্য...
03/07/2025

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্পেনের জামোরায় ওই গাড়ি দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে ফেলিপেরও মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। গত মাসেই উয়েফা নেশন্স লীগের ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া পর্তুগিজ দলের সদস্য ছিলেন জোতা। ইংলিশ ক্লাব লিভারপুলেও খেলতেন তিনি।
ছবি - গেটি ইমেজেস, রয়টার্স। 😥

এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে? চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে...
02/07/2025

এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে?

চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে ২১৫০ টার মতো হবে।

এরপর ট্রাকের মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তার খাতা দেখে কইলো মোট ২১৭৫ টা।

দুনিয়া কই চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কতো এগিয়ে যাচ্ছে, ভাবা যায় !

হায়রে 🤭
02/07/2025

হায়রে 🤭


আজকের সকালের ঘটনা। (29 June 2025)আমার এক সহকর্মী মিরপুর-১১ থেকে কাওরান বাজার যাচ্ছিলেন মেট্রোরেলে। মেট্রোরেলে এই নারীকে ...
29/06/2025

আজকের সকালের ঘটনা। (29 June 2025)
আমার এক সহকর্মী মিরপুর-১১ থেকে কাওরান বাজার যাচ্ছিলেন মেট্রোরেলে। মেট্রোরেলে এই নারীকে শিশুটির সঙ্গে দেখে তাঁর সন্দেহ হয়।
নারীটি আগারগাঁও স্টেশনে নেমে যান। যদিও আমার সহকর্মীর গন্তব্য ছিল কাওরান বাজার, তবু তিনি সন্দেহবশত আগারগাঁওতেই নেমে পড়েন। কারণ, তাঁর নিজেরও দুইটি মেয়ে আছে এবং তাঁর মনে হয় শিশুটি এই নারীর সন্তান নয়। বিষয়টি তাঁকে অস্বাভাবিক লাগে।
স্টেশন থেকে বের হওয়ার সময় তিনি নারীকে জিজ্ঞাসা করেন, "এই শিশু আপনার কে হয়?"
নারীটি উত্তর দেন, "আমার মেয়ে।"
শিশুটি তখনো স্পষ্ট করে কথা বলতে পারে না, আধো আধো কথা বলে।
আমার সহকর্মী শিশুটিকে জিজ্ঞেস করেন, "তোমার মা কোথায়?"
শিশুটি মাথা নাড়িয়ে বলে, "মা নাই।"
তখন সঙ্গে সঙ্গে নারীটি শিশুটিকে বলে, "এই যে মা।"
পরে আবার আমার সহকর্মী শিশুটিকে জিজ্ঞেস করেন, "তোমার মা কে?"
এবার শিশুটি ওই নারীকে দেখিয়ে দেয়।
এরপর সহকর্মী নারীকে জিজ্ঞেস করেন, "আপনি কোথায় থাকেন?"
নারীটি বলেন, "মিরপুর-১১ তে।"
"আপনার স্বামী কী করেন?"
উত্তর দেন, "ছোট একটা চায়ের দোকান চালান। আমি বাসায় কাজ করি।"
"স্বামীর মোবাইল নাম্বার দিন," বললে নারীটি বলেন, "নাম্বার মুখস্থ নেই, আমারও কোনো মোবাইল নেই।"
"আগারগাঁওতে কোথায় যাচ্ছেন?" জানতে চাইলে বলেন, "এখান থেকে বাসে করে মহাখালিতে যাবো। একজন আত্মীয় হাসপাতালে ভর্তি, তাঁকে দেখতে যাবো।"
পরে আমার সহকর্মী সকাল ৯:১৭ মিনিটে তাঁদের মহাখালি-গামী ‘রইস’ বাসে তুলে দেন।
শিশুটির সাজ-পোশাক এবং চেহারা দেখে কোনভাবেই মনে হচ্ছে না সে এই নারীর সন্তান।
অনেক সময় দেখা যায়, বাবা-মা দুজনই চাকরিজীবী হওয়ায় বাসায় কাজের মহিলা থাকেন। কিছু ক্ষেত্রে কাজের মহিলারা শিশুদের নানা খারাপ কাজে ব্যবহার করেন। আমাদের সন্দেহ, হয়তো এই নারী শিশুটিকে ব্যবহার করে রাস্তায় ভিক্ষা করেন।
তবে এটাও হতে পারে আমাদের সন্দেহ একেবারে ভুল।
পোস্টটি করার উদ্দেশ্য হলো, যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন, তাহলে দয়া করে তার বাবা-মা বা আত্মীয়-স্বজনকে দ্রুত জানাবেন।
আমার কলিগঃ
সালেহ আহম্মেদ হেলালী
মোবাইলঃ 01673459054

We kindly request everyone to share this post on their social media platforms to help ensure the child's safety 😥

29/06/2025

পুরা একটা জেনারেশন বিকাশের দুই
হাজার টাকার জন্য পা"গ'ল হয়ে গেছে!

ইংল্যান্ডের গ্রামগুলো শুধু ছবির মতো সুন্দর নয়, বরং প্রতিটি গ্রাম আপনাকে প্রকৃতি ও ঐতিহ্যের মিশ্রণে হারিয়ে যেতে বাধ্য করব...
29/06/2025

ইংল্যান্ডের গ্রামগুলো শুধু ছবির মতো সুন্দর নয়, বরং প্রতিটি গ্রাম আপনাকে প্রকৃতি ও ঐতিহ্যের মিশ্রণে হারিয়ে যেতে বাধ্য করবে। একদিনের ডে ট্রিপে এসব গ্রাম ঘুরে এসে মনে হবে যেন গল্পের কোনো অধ্যায় শেষ করে ফিরেছেন।

চলুন জেনে নিই প্রকৃতির সৌন্দর্যে ভরপুর অসাধারণ ১০টি স্থানের সম্পর্কে।

১. বিবুরি (Bibury)

কটসওয়ার্ডের এই গ্রামটি ইংল্যান্ডের সবচেয়ে ফটোগ্রাফড জায়গাগুলোর একটি। আরলিংটন রো-এর কটেজগুলো যেন প্রকৃতির এক অসাধারণ নিদর্শন। ছোট্ট নদী, পাথরের তৈরি ঘরবাড়ি, আর চারপাশের শান্তিপূর্ণ পরিবেশ এখানে ঘুরে আসার জন্য আদর্শ।

২. ক্যাসল কম্ব (Castle Combe)

ইংল্যান্ডের “প্রিটিয়েস্ট ভিলেজ” হিসেবে পরিচিত এই গ্রামটি মধ্যযুগীয় স্থাপত্যে ভরপুর। সরু রাস্তা, পাথরের বাড়ি আর গ্রামটির কেন্দ্রস্থলের পুরনো বাজার এলাকাটি পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণ।

৩. হকসেড (Hawkshead)

লেক ডিস্ট্রিক্টের এই গ্রামটি সাদা পাথরের ঘর ও রঙিন ফুলে সাজানো। গ্রামটি বিট্রিক্স পটারের সাহিত্যকর্মের জন্য পরিচিত। হকসেডে ঘুরে কফি পান করতে করতে প্রকৃতির মুগ্ধতা উপভোগ করুন।

৪. ব্রডওয়ে (Broadway)

কটসওয়ার্ডের এই গ্রামটি তার প্রশস্ত রাস্তা এবং সুন্দর পাথরের কটেজের জন্য বিখ্যাত। এখানে ছোট ছোট আর্ট গ্যালারি ও দোকানে ঘুরতে ঘুরতে আপনার দিনটি হয়ে উঠবে স্মরণীয়।

৫. রাই (Rye)

রাই গ্রামটির পাথরের রাস্তা ও প্রাচীন ভবনগুলো আপনাকে ব্রিটিশ ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে। মেরমেইড স্ট্রিট এবং কাম্বার স্যান্ডস সৈকত এখানকার বড় আকর্ষণ।

৭. ল্যাভেনহ্যাম (Lavenham)

ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর মধ্যযুগীয় গ্রাম। ল্যাভেনহ্যামের পাথরের তৈরি বাঁকা ঘরবাড়ি যেন ইতিহাসের এক অধ্যায়। এখানে ঘুরে ইতিহাস ও স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করুন।

৮. স্ট্যামফোর্ড (Stamford)

লিংকনশায়ারের এই গ্রামটি তার ঐতিহাসিক বাজার ও পাথরের তৈরি বাড়িগুলোর জন্য বিখ্যাত। এখানকার সরু রাস্তা আর শান্ত পরিবেশ আপনার মনকে দারুণভাবে প্রফুল্ল করবে।

৯. এমবারলি (Amberley)

দক্ষিণ ডাউনস জাতীয় উদ্যানের প্রান্তে অবস্থিত এই গ্রামটি সবুজ প্রকৃতি ও প্রাচীন স্থাপনার জন্য বিখ্যাত। হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন।

১০. ক্লাভেলি (Clovelly)

ডেভনের এই গ্রামটি পাহাড়ের ঢালে সমুদ্রের দিকে নেমে গেছে। সরু পাথরের রাস্তা, ছোট ছোট দোকান, আর সমুদ্রের দৃশ্য ক্লাভেলিকে অন্যরকম বিশেষ করে তুলেছে।

কিভাবে যাবেন?

এই গ্রামের যেকোনো একটিতে ভ্রমণের পরিকল্পনা করতে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করুন। ইউটিউবে থেকে বিস্তারিত জেনে নিন। বড় শহর থেকে গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে সহজে একদিনের ডে ট্রিপ করা যায়।

Address

Dhaka

Telephone

+8801768033321

Website

Alerts

Be the first to know and let us send you an email when SB Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SB Talkies:

Share