04/09/2022
Facebook Marketing কি?
বর্তমান সময়ে online marketing বা digital marketing এর প্রক্রিয়া গুলো ব্যবহার করে যে কোনো ব্যবসা বা প্রডাক্ট, সার্ভিস প্রচার করাটা অনেক সহজ হয়ে গেছে। মনে রাখবেন, এই Facebook marketing এর প্রক্রিয়াটি ডিজিটাল মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ণ ভাগ।
দুই প্রকার যথাঃ 1. Organic / 2.paid Marketing
1.Organic Marketing কি-
নিজেস্ব পন্য বা নিজস্ব সার্ভিস একান্তই নিজস্ব ভাবে প্রচার করাকেই অর্গানিক মার্কেটিং বলা যায়। অর্থাৎ আপনার পণ্য বা সার্ভিসকে বিনামূল্যে মার্কেটিং করাই হচ্ছে অর্গানিক মার্কেটিং।
# Organic marketing করতে হয় কিভাবে- আমাদের Facebook মাধ্যমে post দিয়ে ও বিভিন্ন group join দিয়ে group post দিয়ে অথবা messenger a সবাইকে massage দিয়ে Organic marketing করতে হয়।
Marketing করার জন্য Byer এর request পেলে ৩টি কথা জেনে নিতে হবে।
১. image content made করা আছে কিনা
২.Text content made করা আছে কিনা
৩. কোন কোন location marketing করতে চাচ্ছেন
# Byer কে Organic marketing proved দেওয়ার নিয়ম- *post এর স্কিনসট অথবা comment এর স্কিনসট
# Facebook paid marketing কি?
উত্তরঃ Facebook কে টাকা দিয়ে যখন আমরা কোন পোডাক্ট সারভিস অথবা প্রতিষ্ঠানকে ১০০% targeted adiance এর কাছে প্রচার -প্রচারণা ও প্রমোশন করে থাকি সেটাই facebook paid marketing.
# Facebook paid Marketing করার জন্য Facebook আমাদের থেকে ৩ ভাগে টাকা কেটে নেই তা হলঃ
১.CPV ২.CPC ৩.CPA
এর পূর্ণরুপ- Cost per view
কি?-- Facebook কে টাকা দিয়ে কোন post যখন অন্য মানুষের facebook এ news feed পৌঁছে যায় অথবা স্কিন এ ভিউ হয় এটাকে CPV বলে।
১ ডলারের মাধ্যমে আমরা কতো cpv পেতে পারি- ১ ডলারের মাধ্যমে সর্বনিম্ন ১০০০ cpv অথবা সর্বোচ্চ ৩০০০ cpv পেতে পারি।
CPC এর পূর্ণরুপ- Cost per click
কি?- কোন post এ গিয়ে see more, like, comment করাকে cpc বলে।
প্রতি ক্লিকে Facebook একটি চার্জ কাটে।
CPA এর পূর্ণরুপ- Cost per Action
CPA কি? --Facebook এ paid marketing করার জন্য অনেক গুলো action plan সেট করে marketing করতে হয় এটার জন্য facebook একটা চার্জ এটাই মূলত CPA.
# CPA এর action plan গুলো হলোঃ
1. Traffic action plan
2. Call set up
3. Installing app
4. Video
5. Massage action plan
adiance: paid marketing এর জন্য targeted adiance identify করতে হয় ৪ ভাগে যথাঃ
1. Location
2. Gender
3. Age
4. Details targeting