Al-Ikram Foundation

Al-Ikram Foundation নিয়মিত ইসলামিক বক্তব্য প্রশ্নোত্তর ভিত্তিক মাসয়ালা পেতে আমাদের সাথেই থাকুন।
(5)

আল-ইকরাম ফাউন্ডেশন একটি ইসলামিক পেইজ। পেইজে বাংলাদেশের নামকরা সহিহ আকিদার আলেমদের বিভিন্ন লেকচার আপলোড করা হয়। বিভিন্ন প্রশ্নের সমাধান দেয়া পোস্ট আপলোড করা হয়। অনেকে আমাদেরকে শায়খ বা হুজুর ভেবে মেসেজ দিয়ে থাকেন দয়া করে আমাদেরকে শায়েখ ভেবে মেসেজ দিবেন না। এটা একটা পেইজ যা কয়েকজন এডমিন মিলে চালানো হয়। কোনো আলেম সরাসরি আমাদের পেইজের সাথে জড়িত নেই।

11/07/2025

ড ইউনুস,
মাননীয় প্রধান উপদেষ্টা!
আজকের নিউজফিড দেখছেন!
১) মিটফার্মের সামনে প্রস্তরযুগীয় কায়দায়
পাথর মেরে মাথা ও শরীর থেতলে একজনকে হত্যা...
২) চাঁদপুরে প্রফেসর পাড়ায় মাসজিদে ঢুকে
একজন সম্মানিত মাদানী ইমামকে কুপিয়ে
মারাত্মকভাবে জখম ও আহত করা...
৩) খুলনায় একব্যক্তিকে গুলি করে হত্যা...

এই হলো অসংখ্য ঘটনা থেকে বাছাই করা
সোশাল মিডিয়ার নিউজফিডে ভেসে আসা
অমাবস্যার বাংলাদেশের কিছু খণ্ডিত চিত্র।
আপনি কঠোর হন।
আপনার পরিষদকে কঠোর হতে বলুন।
প্রশাসনকে পুরুষ মানুষ দিয়ে সাজান।
যদি না পারেন,
তবে যে/যারা পারবে তাদের দায়িত্ব দিন।
অথবা,
আমাদেরকে এই নৃশংস বাংলাদেশ থেকে
একটি নিরাপদ এক্সিট দিয়ে দিন প্লিজ।
© প্রফেসর মোখতার আহমেদ।

11/07/2025

চাঁদাবাজ হটাও দেশ ও দেশের মানুষকে বাঁচাও

📣⏰ জুয়া ⚽🏀🏆 খেলা নিয়ে এক বড় ভাইয়ের একটা পোস্ট 📝 যা থেকে আপনার সন্তানকে ছোট্ট থেকেই শিক্ষা দিতে পারেন 📝 একটু সময় নিয়ে পড়ত...
07/07/2025

📣⏰ জুয়া ⚽🏀🏆 খেলা নিয়ে এক বড় ভাইয়ের একটা পোস্ট 📝 যা থেকে আপনার সন্তানকে ছোট্ট থেকেই শিক্ষা দিতে পারেন 📝 একটু সময় নিয়ে পড়তে পারেন 😊

গত শনিবার..
রাত প্রায় ১১ টা বাজে৷ খাওয়ার পস্তুতি নিচ্ছি, বাচ্চার মা খাবার পরিবেশনে ব্যস্ত। হঠাৎ করেই পাশের রুম থেকে আমার ছেলেটা চোখ কচলাতে কচলাতে আসলো। আমি বললাম, কি ব্যপার বাবা, তুমি এত রাতে উঠে আসলে কেনো? উমরের মা উমরকে লক্ষ করে বলতে লাগলো, দিয়েছি, তোমার আনা গ্লাসেই তোমার আব্বুকে পানি খেতে দিয়েছি, যাও তুমি গিয়ে ঘুমাও।তখন আমি ব্যপারটা বুঝতে পারলাম। ছেলেটা ফুটবল খেলায় জয়লাভ করে একটি গ্লাস পেয়েছে। সে তার মায়ের কাছে এই বলে ঘুমিয়েছে, বাবা আসলে কিন্তু আমার আনা গ্লাস দিয়ে পানি খেতে দিবা। সে আবার ঘুম থেকে উঠে এটা দেখে এরপর ঘুমিয়েছে। এটাই আনন্দের এটাই তৃপ্তি। আলহামদুলিল্লাহ।
কিন্তু..
আমার মনটা তখন অশান্তির কোপানলে জ্বলছে,
নাবালক ছেলে তার উপরে হালাল হারাম প্রযোজ্য নয় ঠিক, কিন্তু হারাম পথের উপার্জন করা গ্লাস দিয়ে আমি পানি খাবো? তারপরও খেয়েছি, এই ভেবে সে ত নাবালক। সকাল বেলা বিস্তারিত জানবো ছেলের কাছে কিভাবে সে গ্লাসটি আনলো। তার কাছে জানতে চাইলাম কিভাবে পেয়েছো এ গ্লাস? সে বললো আমি খেলায় জয়লাভ করার পরে দিয়েছে এ গ্লাস। তখন আমি বললাম, যারা হেরেছে তারা কি পেয়েছে। সে বললো, তাদের কে ছোট গ্লাস দিয়েছে। আমি বললাম বাবা, টাকার হার জিত এর মধ্যে জুয়া থাকে। ভবিষ্যতে এ ধরনের খেলায় অংশ গ্রহণ করবা না। সে বললো ঠিক আছে বাবা। তার কাছে জানতে চাইলাম কে আয়োজন করেছে তাদের এই খেলার। সে বললো ফাহিম ভাই। আমি দোকানে এসে ফাহিমের কাছে জানতে চাইলাম এর বিস্তারিত। আলহামদুলিল্লাহ.. তখন সে বললো জুয়ার আয়োজন করিনি। তাদের কাছ থেকে টাকা নিয়েও নিজের পকেট থেকে টাকা দিয়ে সমান সমান প্রাইজ দিয়েছি। তখন সুকরিয়া আদায় করলাম তাদের প্রতি। আর বললাম এ ধরনের আয়োজন হলে প্রয়োজনে আমিও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর গতকাল বিকেলে যখন তাদের এই ছবিটি দেখলাম, আর যখন দেখলাম তাদের পিছনে দাড়িয়ে আছে Mohammad Imtiaz Md Masum Bhuiyan তখন ত আর বুযতে বাকি রইলো না, তারা যেখানে থাকবে সেখানে জুয়ার খেলা হবে না ইনশাআল্লাহ। আমি তাদের প্রতি আবেদন করতেছি এই যে, তারা যেনো পুরো গ্রামের ৮-১০ বছরের ছেলেদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করুক সেখানে তাদেরকে জুয়া সম্পর্কে বুযানো হক। ভবিষ্যতে যেনো ছেলেরা জুয়ার সাথে সম্পৃক্ত না হয়ে জুয়া মুক্ত খেলা উপহার দেয় গ্রাম বাসিকে। আমি তাদেরকে অর্থদিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আমার সন্তান সহ সবাইকে জুয়া থেকে হেফাজত করুক৷ ( আমিন )

আলহামদুলিল্লাহ.. কয়েকটি মাদ্রাসা, কবরস্থান এবং কয়েকটি বসত ভিটা সহ অনেক পরিবার আমাদের থেকে গাছ নিয়েছেন, তারা নিজেরা গাছের...
29/06/2025

আলহামদুলিল্লাহ..
কয়েকটি মাদ্রাসা, কবরস্থান এবং কয়েকটি বসত ভিটা সহ অনেক পরিবার আমাদের থেকে গাছ নিয়েছেন, তারা নিজেরা গাছের পরিচর্যা করবেন এমনটিই তাদের সাথে আমাদের ফয়সালা হয়েছে। তাদেরকে তাদের ওয়াদা পুরন করার তৌফিক দিক, এবং আমরা যেন ভবিষ্যতেও সদকায়ে জারিয়ার কাজ অব্যাহত রাখতে পারি। সেই তৌফিক দান করুক, মহান আল্লাহ সুবহানাহু তায়ালা।

28/06/2025
ইনশাআল্লাহ আগামীকাল
27/06/2025

ইনশাআল্লাহ আগামীকাল

আল-ইকরাম ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আগামি শনিবার সকাল ১০ ঘটিকা হতে ১২-৩০ মিনিট পর্যন্ত, ফ্রী বৃক্ষ বিতরন কর্মসূচি চলবে...
26/06/2025

আল-ইকরাম ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আগামি শনিবার সকাল ১০ ঘটিকা হতে ১২-৩০ মিনিট পর্যন্ত, ফ্রী বৃক্ষ বিতরন কর্মসূচি চলবে। আপনাদের যাদের গাছ লাগানোর মত সুন্দর স্থান আছে, তারা ইচ্ছে করলে গাছ নিতে পারবেন। একটি শর্তের বিনিময়ে, গাছের পরিচর্যা করবেন আপনি নিজে।

26/06/2025

ইনশাআল্লাহ..
আল-ইকরাম ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আগামি শনিবার সকাল ১০ ঘটিকা হতে ১২-৩০ মিনিট পর্যন্ত, ফ্রী বৃক্ষ বিতরন কর্মসূচি চলবে। আপনাদের যাদের গাছ লাগানোর মত সুন্দর স্থান আছে, তারা ইচ্ছে করলে গাছ নিতে পারবেন। একটি শর্তের বিনিময়ে, গাছের পরিচর্যা করবেন আপনি নিজে। এই আমানত এর শর্তে আপনি গাছ আনতে পারবেন।

21/06/2025

ইনশাআল্লাহ আগামী ২৮ শে জুন, রোজ শনিবার আমাদের বৃক্ষ বিতরন এর দিন ঠিক করা হয়েছে। সকাল ১০ টায় বৃক্ষ বিতরন কর্মসূচি শুরু করা হবে।

19/06/2025

বর্তমান পৃথিবীর বাস্তবতা আল্লাহর নবীর ভবিষ্যৎ বাণীর সাথে কতই না অদ্ভুত মিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন শায়খ আহমদউল্লাহ। Sheikh Ahmadullah Waz

19/06/2025

স্ত্রী হবার যোগ্যতা সেই নারী-ই রাখে যে স্বামীর বিপদে তাকে খোটা দিয়ে নয়, ঢাল হয়ে পাশে থাকে!🙂❤️‍🩹

18/06/2025

অসংখ্য আলেমের উস্তায,
বিখ্যাত হাদিস বিশারদ,
শাইখ আব্দুস সামাদ সালাফী (রহ.)
আজ সন্ধায় মহান আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাকে ক্ষমা করুন,
জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
আল্লাহুম্মা আমীন।

Address

Dream Holiday Park
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ikram Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Ikram Foundation:

Share

Category