Al-Ikram Foundation

Al-Ikram Foundation নিয়মিত ইসলামিক বক্তব্য প্রশ্নোত্তর ভিত্তিক মাসয়ালা পেতে আমাদের সাথেই থাকুন।
(2)

আল-ইকরাম ফাউন্ডেশন একটি ইসলামিক পেইজ। পেইজে বাংলাদেশের নামকরা সহিহ আকিদার আলেমদের বিভিন্ন লেকচার আপলোড করা হয়। বিভিন্ন প্রশ্নের সমাধান দেয়া পোস্ট আপলোড করা হয়। অনেকে আমাদেরকে শায়খ বা হুজুর ভেবে মেসেজ দিয়ে থাকেন দয়া করে আমাদেরকে শায়েখ ভেবে মেসেজ দিবেন না। এটা একটা পেইজ যা কয়েকজন এডমিন মিলে চালানো হয়। কোনো আলেম সরাসরি আমাদের পেইজের সাথে জড়িত নেই।

24/10/2025
আল-ইকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৭ম বার্ষিক ইসলামী সম্মেলন ২০২৫ ঈসায়ী।  আপনাদের সবার প্রতি দ্বীনি দাওয়াত রইলো।  মহান আল্...
20/10/2025

আল-ইকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৭ম বার্ষিক ইসলামী সম্মেলন ২০২৫ ঈসায়ী।
আপনাদের সবার প্রতি দ্বীনি দাওয়াত রইলো।
মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের এই মাহফিলকে কবুল করে নিক। ( আমিন )

16/10/2025

মাধবদী দারুল কুরআন হাফিজিয়া ও ক্যাডেট মাদরাসা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও আলোচনা সভা

05/10/2025

🗣️ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

নর্থ সাউথ, আইইউবি, ব্র্যাকসহ দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছালাতের জন্য নির্ধারিত স্থান ও নিয়মিত ইমাম নিয়োগের ব্যবস্থা রাখা জরুরি।
যদি এসব বিশ্ববিদ্যালয়ে নানা ক্লাব ও সংগঠন গড়ে ওঠে —
তাহলে ইসলামিক অ্যাসোসিয়েশন বা সোসাইটি কেন থাকবে না?

আজ এই প্রতিষ্ঠানগুলোতে “র‍্যাগ ডে”–এর নামে অশ্লীলতা, অনৈতিকতা ও বেহায়াপনা সংস্কৃতি ছড়িয়ে পড়ছে;
সমকামিতার মতো অসভ্যতাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে;
কিন্তু মানুষকে মানুষ বানানোর দ্বীনি কাজ — সেটাই বঞ্চিত!
এ কেমন এ কেমন দ্বিচারিতা?

গোটা ইউরোপ-আমেরিকাজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে
মুসলিম শিক্ষার্থীদের ইসলামিক সোসাইটি ও অ্যাসোসিয়েশনগুলো সম্পূর্ণ অনুমোদিত।
সেখানে নিয়মিত হালাকাহ, সেমিনার ও কনফারেন্স হয়;
দ্বীনি আলোচনা ও ইলমের চর্চা চলে।
কিন্তু কথিত “৯০% মুসলিম” দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে
এই দ্বীনি কার্যক্রমই অবরুদ্ধ!

এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যেখানে সেক্যুলার কালচার অবলীলায় চর্চা করা যায়,
সেখানে ইসলামিক আয়োজনের পথে বাধা কেন?
এই নীরব নিপীড়নের মধ্য দিয়ে
বিশ্ববিদ্যালয়গুলো নাস্তিকতা ও বিভ্রান্তির ঘাঁটিতে পরিণত হচ্ছে;
ভয়ের সংস্কৃতি তৈরি করে দ্বীনি পরিবেশকে শ্বাসরুদ্ধ করা হচ্ছে।

এখনই সময় —
সকল বিশ্ববিদ্যালয়ে দ্বীনি সার্কেল গড়ে তোলার।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা
একসাথে আওয়াজ তুলুন —
“আমরা মুসলমান, আমরা আমাদের দ্বীনকে বাঁচাতে চাই!”

👉 প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ দ্বীনি প্ল্যাটফর্ম গড়ে তুলুন।
👉 দ্বীনের আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলুন।

এই হচ্ছে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা যেখানে প্রশাসনের ভয়ে সবাই পালাবে সেখানে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার উপর...
04/10/2025

এই হচ্ছে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা যেখানে প্রশাসনের ভয়ে সবাই পালাবে সেখানে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার উপর নির্মম হামলা করে চাদাবাজরা।

আনোয়ার ভাইয়ের উপর চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা জানাই। ওনি ঘোষণা দিয়েছিলেন নরসিংদীতে কোনা চাদাবাজ থাকবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণার পর এভাবেই হামলার শিকার হন একজন এ.এস.পি। নরসিংদীতে অটোরিকশা থেকে চাঁদা তোলার সময় দুইজনকে হাতেনাতে আটক করেছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। আজ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল এসে স্যারের ওপর হামলা করলে রাস্তায় ও ডলে পরেন😓
আমাদের মাধবদীতে চাদাবাজের অভাব নেই।

এটাই যদি হয় এত বড় একজন অফিসারের পরিণতি, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সন্ত্রাসীরা প্রকাশ্যে এভাবে অফিসারকে মেরে পালিয়ে যায়, কাউকে গ্রেপ্তার করা যায় না!

যদি এই হামলাকারীদের পুলিশ দ্রুত ধরে আইনের আওতায় না আনে, তাহলে বুঝতে হবে—সন্ত্রাসীদের কাছে পুলিশের ক্ষমতা নেই, আইনের শাসন কেবল কাগজে-কলমে রয়ে গেছে।

30/09/2025

তওবার দু'আ...‼️

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
‘আস্তাগফিরুল্লা-হাল্লাজি লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি।’

অর্থ: ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। আর আমি তাঁর দিকেই ফিরে যাচ্ছি (তাওবা করছি)।’

রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন,
হে মানুষ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো। কেননা আমি তাঁর কাছে দৈনিক ১০০ বার করে তাওবা করি।
(মিশকাত: ২৩২৫)

আল্লাহ তায়ালা চান আমরা যেনো ফিরে আসি 😓
আকাশ জমিন ভরা পাপ যদি ও করে থাকেন তওবা করে রবের দিকে ফিরে আসুন ❤️

04/09/2025

আমরা মানুষ এটা মেনে নিতে চাই না 🥲🎙️ শাইখ আহমাদুল্লাহ। Ahmadullah New Waz

03/09/2025

ঈদে মিলাদুন নবী পালন করা কি জায়েজ??
ঈদে মিল্লাদুন নবী পালন করা যাবে কিনা?
🎙️ আলোচক মিহাদ হাসান।
ইমাম ও খতিব কুঁড়েরপার আহলেহাদীস জামে মসজিদ নরসিংদী

02/09/2025

কেয়ামত কখন হবে এই নিয়ে তত্ত্ববহুল আলোচনা।
শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। Abdullah bin abdur razzak waz 2025



Al Ikram Foundation

01/09/2025

আল্লাহ তায়ালা জান্নাত তৈরি করেছেন যে মানুষদের জন্য..
🎙️শাইখ আহমাদুল্লাহ
Sheikh Ahmadullah Waz


29/08/2025

আশা করি সামাজিক সংগঠন নিয়ে
আপনার ভাবনার ধরনই বদলে যাবে।

Address

Madhabdi
Dhaka
1605

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ikram Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Ikram Foundation:

Share

Category