07/07/2025
📣⏰ জুয়া ⚽🏀🏆 খেলা নিয়ে এক বড় ভাইয়ের একটা পোস্ট 📝 যা থেকে আপনার সন্তানকে ছোট্ট থেকেই শিক্ষা দিতে পারেন 📝 একটু সময় নিয়ে পড়তে পারেন 😊
গত শনিবার..
রাত প্রায় ১১ টা বাজে৷ খাওয়ার পস্তুতি নিচ্ছি, বাচ্চার মা খাবার পরিবেশনে ব্যস্ত। হঠাৎ করেই পাশের রুম থেকে আমার ছেলেটা চোখ কচলাতে কচলাতে আসলো। আমি বললাম, কি ব্যপার বাবা, তুমি এত রাতে উঠে আসলে কেনো? উমরের মা উমরকে লক্ষ করে বলতে লাগলো, দিয়েছি, তোমার আনা গ্লাসেই তোমার আব্বুকে পানি খেতে দিয়েছি, যাও তুমি গিয়ে ঘুমাও।তখন আমি ব্যপারটা বুঝতে পারলাম। ছেলেটা ফুটবল খেলায় জয়লাভ করে একটি গ্লাস পেয়েছে। সে তার মায়ের কাছে এই বলে ঘুমিয়েছে, বাবা আসলে কিন্তু আমার আনা গ্লাস দিয়ে পানি খেতে দিবা। সে আবার ঘুম থেকে উঠে এটা দেখে এরপর ঘুমিয়েছে। এটাই আনন্দের এটাই তৃপ্তি। আলহামদুলিল্লাহ।
কিন্তু..
আমার মনটা তখন অশান্তির কোপানলে জ্বলছে,
নাবালক ছেলে তার উপরে হালাল হারাম প্রযোজ্য নয় ঠিক, কিন্তু হারাম পথের উপার্জন করা গ্লাস দিয়ে আমি পানি খাবো? তারপরও খেয়েছি, এই ভেবে সে ত নাবালক। সকাল বেলা বিস্তারিত জানবো ছেলের কাছে কিভাবে সে গ্লাসটি আনলো। তার কাছে জানতে চাইলাম কিভাবে পেয়েছো এ গ্লাস? সে বললো আমি খেলায় জয়লাভ করার পরে দিয়েছে এ গ্লাস। তখন আমি বললাম, যারা হেরেছে তারা কি পেয়েছে। সে বললো, তাদের কে ছোট গ্লাস দিয়েছে। আমি বললাম বাবা, টাকার হার জিত এর মধ্যে জুয়া থাকে। ভবিষ্যতে এ ধরনের খেলায় অংশ গ্রহণ করবা না। সে বললো ঠিক আছে বাবা। তার কাছে জানতে চাইলাম কে আয়োজন করেছে তাদের এই খেলার। সে বললো ফাহিম ভাই। আমি দোকানে এসে ফাহিমের কাছে জানতে চাইলাম এর বিস্তারিত। আলহামদুলিল্লাহ.. তখন সে বললো জুয়ার আয়োজন করিনি। তাদের কাছ থেকে টাকা নিয়েও নিজের পকেট থেকে টাকা দিয়ে সমান সমান প্রাইজ দিয়েছি। তখন সুকরিয়া আদায় করলাম তাদের প্রতি। আর বললাম এ ধরনের আয়োজন হলে প্রয়োজনে আমিও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর গতকাল বিকেলে যখন তাদের এই ছবিটি দেখলাম, আর যখন দেখলাম তাদের পিছনে দাড়িয়ে আছে Mohammad Imtiaz Md Masum Bhuiyan তখন ত আর বুযতে বাকি রইলো না, তারা যেখানে থাকবে সেখানে জুয়ার খেলা হবে না ইনশাআল্লাহ। আমি তাদের প্রতি আবেদন করতেছি এই যে, তারা যেনো পুরো গ্রামের ৮-১০ বছরের ছেলেদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করুক সেখানে তাদেরকে জুয়া সম্পর্কে বুযানো হক। ভবিষ্যতে যেনো ছেলেরা জুয়ার সাথে সম্পৃক্ত না হয়ে জুয়া মুক্ত খেলা উপহার দেয় গ্রাম বাসিকে। আমি তাদেরকে অর্থদিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আমার সন্তান সহ সবাইকে জুয়া থেকে হেফাজত করুক৷ ( আমিন )