26/06/2025
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই
ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সাহেবকে
আলহামদুলিল্লাহ। দেশের একজন সচেতন, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী হিসেবে ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সাহেব আবারও প্রমাণ করলেন, মানুষের পাশে দাঁড়ানোই আইনপেশার প্রকৃত সৌন্দর্য।
এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ-এর পারিবারিক সংকট, বিশেষত তার বাবার ইন্তেকালের পর অসুস্থ মায়ের একমাত্র ভরসা হিসেবে তার সংগ্রাম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উদ্ভূত জটিলতা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় ছিল। এই প্রেক্ষাপটে ব্যারিস্টার সাহেবের আন্তরিক যোগাযোগ, কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান স্যার ও পরিবারের সঙ্গে আলোচনাপূর্ণ সমন্বয়, এমনকি পূর্ববর্তী একটি আইনি নজির তুলে ধরা — নিঃসন্দেহে শিক্ষার্থী ও তার পরিবারের প্রতি এক অসাধারণ সহানুভূতির দৃষ্টান্ত।
আমরা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে ব্যারিস্টার কাজল সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁর এই মানবিক উদ্যোগ, সাহসিক অবস্থান ও আইনি সহযোগিতার প্রতিশ্রুতি আমাদের সমাজে একটি আশার আলো দেখায় — যেখানে একজন পরীক্ষার্থী কেবল আইন নয়, ভালোবাসা, দায়িত্ব ও সম্মিলিত চেষ্টার শক্তি পেয়েছে।
আমরা বিশ্বাস করি, শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ড যথাযথ মানবিক বিবেচনায় আনিসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সে নিশ্চিন্তে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে পারে — কোনো আদালতের দ্বারস্থ হওয়া ছাড়াই।
আপনার এ মহান উদ্যোগ সকল আইনজীবী, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
শুভকামনায়,
হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল
২৬শে জুন, ২০২৫।