25/08/2025
আশা করি কবিতা
লেখক আমি নিজে
তুমি বীহিন জীবন আশা করা আর সমুদ্রের
মাঝে পড়ে যাও। সাতার না জানা লোক মাটি খুজা বা নিজের
জীবন বাঁচাতে পাড়া খোঁজা হয় তো সমতুল্য,!
আশা বীহিন মানুষ আর আশা ছাড়া ফানুস
দুটুই সমতুল্য। কারন ফানুস জালিয়ে উরিয়ে দেয়ার পরে যেমন তার কোন গন্তব্য থাকে না
ঠিক তেমন আশা ছাড়া মানুষ এর ও কোন গন্তব্য থাকে না।
আশা খুব মারাত্মক একটা শব্দ বা জীবনের একটা অংশ যা নিয়ে মানুষ তার মৃত্যুর আগ পযন্ত
জীবন যুদ্ধ চলিয়ে যেতে হয়।
কখনো বা মার কাছে আশা। কখনো বা বাবার কাছে।
কখনো বা বন্ধুদের কাছে আশা।
কখনো বা পেমিকার কাছে
এই আশা নামক শব্দ দিয়ে হয়তো জীবন অতিবাহিত করে পারে মানুষ।
আবার এই আশা গুলো নষ্ট হয়ে গেলে হয়তো
মৃত্যু মৃত্যু মৃত্যু এমন করে কাছে ডাকে
যেমন এক জন কোমাকে থাকা রোগো পতি নিহত
মৃত্যুকে কাছে ডাকে।
কেন আসলাম এই ভবে বা এই দুনিয়াতে
কত না আশা নিজে জীবন জিবীকার
কারনে।
এই ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে যায় তাও আশা ফুরায় না এই জিবিত লাস নাম মানুষের
হাহা কার হাহাকার আর কত নিরাসা
আর কত আশা এই নিয়ে জীবন জিবীকা চালিত
হক প্রতি টা আশা বাদি মানুষের!