LIPON

LIPON We need to unlock ourselves

24/08/2025

কাঁচা বাদাম।।

 #ইরান  ゚viralシfypシ゚viralシalシ
09/08/2025

#ইরান ゚viralシfypシ゚viralシalシ

🚀 AI দিয়ে শুধু ভয়েস দিলেই ভাইরাল কনটেন্ট!📢 মুখ দেখানো বা ক্যামেরা লাগবে না — শুধু গল্প + ভয়েস + ফুটেজ → সব AI করে দেবে!🎭...
08/08/2025

🚀 AI দিয়ে শুধু ভয়েস দিলেই ভাইরাল কনটেন্ট!
📢 মুখ দেখানো বা ক্যামেরা লাগবে না — শুধু গল্প + ভয়েস + ফুটেজ → সব AI করে দেবে!

🎭 ভাবো তো — তুমি একাই নাট্যকার, পরিচালক, আর্টিস্ট!
বাংলা গল্প, ইসলামিক শর্টস, বাস্তব জীবনের কনফেশন, হাসির নাটক — সব এখন ১০ মিনিটেই বানানো সম্ভব!

🛠 ৪ ধাপে AI কনটেন্ট তৈরি ফর্মুলা

📝 Step 1 — গল্প/স্ক্রিপ্ট লিখো AI দিয়ে
Tools: ChatGPT, Copy.ai
💡 Prompt Example:
"একজন গ্রামের ছেলে, শহরে এসে তার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে ৩০ সেকেন্ডের গল্প লেখো"

🎤 Step 2 — ভয়েস বানাও (ছেলে/মেয়ে/শিশু কণ্ঠ)

TTSMaker.com → ফ্রি Bangla Male/Female Voice

ElevenLabs.io → প্রিমিয়াম কোয়ালিটি ভয়েস

FakeYou.com → মজার/কার্টুন ভয়েস

🎥 Step 3 — ভিডিও ফুটেজ যোগ করো

Pexels.com / Pixabay.com → ফ্রি ভিডিও ক্লিপ

CapCut → ফুটেজ + ভয়েস বসিয়ে রেডি ভিডিও

Canva → সাবটাইটেলসহ সোশ্যাল মিডিয়া ভিডিও

🎬 Step 4 — ভাইরাল রিল বানাও!
🔥 কম্বো ফর্মুলা:
ChatGPT + TTSMaker + CapCut + Pexels = Faceless Viral Shorts

🎯 কারা এই টিপস ব্যবহার করবে?

✅ ক্যামেরা শাই / ইন্ট্রোভার্ট
✅ গল্প বলার ইচ্ছে আছে
✅ YouTube Automation শুরু করতে চাও
✅ page/YouTube Shorts চালাতে চাও
✅ Freelancers → ভয়েস ভিডিও সার্ভিস দিতে চাও

💡 Bonus Tips:

ভিডিও দৈর্ঘ্য ৩০–৪০ সেকেন্ড রাখো (Reels ভাইরাল ফর্মুলা)

CapCut-এর Auto Caption দিয়ে টাইম বাঁচাও

Fliki বা InVideo দিয়েও একসাথে ভিডিও বানানো যায়

📌 মনে রেখো: শুধু গল্প থাকলেই হবে — বাকি সব কাজ AI করে দেবে!
🎙 তুমি বলবে গল্প — AI বানাবে মঞ্চ!

28/07/2025

11/07/2025

🎯 ইংরেজি শেখার ৫টি সাইকোলজিক্যালি প্রমাণিত কৌশল 🧠🇬🇧

ইংরেজি শিখতে শখ অনেকেরই, কিন্তু ক’জন সফল হয়? 🤔 কারণ বেশিরভাগ মানুষ শুধু গ্রামার আর নতুন শব্দ মুখস্থ করে। 👉 বিজ্ঞান বলে — এতে দ্রুত ভুলে যাওয়া হয়!

এখানে দিচ্ছি কিছু উদ্ভাবনী কৌশল, যা সাইকোলজিস্ট ও ল্যাংগুয়েজ এক্সপার্টরা প্রমাণ করেছেন 💡:

✅ ১. শব্দ গাছ (Word Tree) তৈরি করো একটি শব্দ থেকে related শব্দগুলো শিখো। যেমন:

“Happy” থেকে → Happiness, Happily, Unhappy, Happiest এভাবে শিখলে মনে থাকে অনেক বেশি সময়।

✅ ২. Self-Talk করো ইংরেজিতে 🗣️ দরজার আড়ালে, আয়নার সামনে — নিজে নিজেই ইংরেজিতে বলো:

“I’m feeling excited today!”

“Tomorrow I will read a new book.” 👉 নিজের কান দিয়ে শুনলে মস্তিষ্ক সেটা আপন ভাষা হিসেবে নিতে শুরু করে।

✅ ৩. ছোট Voice Note করো 🎙️ হোয়াটসঅ্যাপ বা ফোনে নিজের জন্য অডিও মেসেজ রেকর্ড করো। এক সপ্তাহ পরে শুনে দেখো, কীভাবে বলছিলে। নিজের ভুলগুলো ধরা পড়বে, প্র্যাকটিসও হবে।

✅ ৪. Netflix / YouTube এ Dual Subtitle চাও 🎬 ইংরেজি সাবটাইটেল চালিয়ে দেখো, আর পাশে বাংলায় অনুবাদ নাও। দুই ভাষা পাশাপাশি দেখলে ব্রেইন স্বাভাবিকভাবে তুলনা করে শিখে।

✅ ৫. “Spaced Repetition” Use করো 🕑 নতুন শব্দ বারবার একদিনে না পড়ে — ১ দিন পর, ৩ দিন পর, ৭ দিন পর করে পড়ো। 👉 এতে শব্দগুলো লং-টার্ম মেমরিতে গিয়ে স্থায়ী হয়।

💥 এই টিপসগুলো কেমন লাগলো? শেয়ার করে রাখো নিজের টাইমলাইনে, যেন পরেও সহজে পেতে পারো। আর বন্ধুদেরও ট্যাগ করো, যারা ইংরেজি শিখছে। 💬💙

5 Psychologically Proven English Learning Hacks That Actually Work! 🇬🇧🧠

✍️ Short English Version (for global audience)

🎯 Want to improve your English in a smart way?
Here are 5 psychology-backed hacks that help you learn faster and remember longer:

1️⃣ Create Word Trees – Learn connected words like happy → happily → happiness → unhappy.

2️⃣ Talk to Yourself in English – In front of the mirror or privately, speak out loud. It trains your brain!

3️⃣ Record Voice Notes – Leave short English messages for yourself. Listen later to track progress.

4️⃣ Use Dual Subtitles – Watch Netflix or YouTube with English + your native language side by side.

5️⃣ Try Spaced Repetition – Review new words after 1 day, 3 days, 7 days. Long-term memory activated! 💡

💬 Save & share if this helps! Tag your friends learning English too. 🔁💙

🎯 প্রতিদিন কাজে লাগে — এমন ২০টি ইংরেজি বাক্য! 🇬🇧🗣️✅ 20 Most Useful Daily English Sentences (With Bangla Meaning) 🌐ইংরেজি...
11/07/2025

🎯 প্রতিদিন কাজে লাগে — এমন ২০টি ইংরেজি বাক্য! 🇬🇧🗣️
✅ 20 Most Useful Daily English Sentences (With Bangla Meaning) 🌐
ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু কথোপকথন শুরু করবো কিভাবে — এটা অনেকের প্রশ্ন।
তাই নিচে দিলাম বাংলা + ইংরেজি মিলিয়ে ২০টি রোজকার ব্যবহারের বাক্য — এখনই শিখে নাও! 💬👇

🟢 ১. আমি একটু দেরি করে ফেলেছি।
👉 I'm running a little late.

🟢 ২. এটা আমার ভুল ছিল।
👉 It was my mistake.

🟢 ৩. চিন্তা করো না।
👉 Don't worry.

🟢 ৪. তুমি চমৎকার দেখাচ্ছো।
👉 You look great.

🟢 ৫. আমি খুব ব্যস্ত আছি।
👉 I'm very busy.

🟢 ৬. এটা সত্যিই ভালো হয়েছে।
👉 It turned out really well.

🟢 ৭. আমি কিছু বলছি না।
👉 I'm not saying anything.

🟢 ৮. তুমি কেমন আছো?
👉 How are you?

🟢 ৯. আমি তোমার সাথে একমত।
👉 I agree with you.

🟢 ১০. একটু অপেক্ষা করো।
👉 Wait a moment.

📌 এই বাক্যগুলো শেয়ার করে রাখো – দরকারে যেন পরে আবার পেতে পারো। বন্ধুকেও ট্যাগ করো, যাতে তারও কাজে লাগে! 💙

আমার বেতনে পোষায় নাই বলে ম্যাজিস্ট্রেসি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ছেড়ে সাংবাদিকতায় এসেছি। আপনার বেতনে না...
22/06/2024

আমার বেতনে পোষায় নাই বলে ম্যাজিস্ট্রেসি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ছেড়ে সাংবাদিকতায় এসেছি। আপনার বেতনে না পোষালো আপনি সে চাকরি করবেন কেনো? আমি কোনোদিন আমার যোগ্যতার কম বেতনে চাকরি করিনি। আমার যোগ্যতা অনুযায়ী শুরু থেকে বেতন পেয়ে এসেছি, এখনো পাই। বেতন সৃষ্টি করে বাজার। নিজেকে অপরিহার্য করে গড়ে তোলেন। বেতন এমনিতেই বেড়ে যাবে। টাকা পয়সা,খ্যাতি এমনিতেই হইব একদিন।
কে বলেছে সাংবাদিকতা মহান পেশা? পৃথিবীতে মহান পেশা বলে কোনো পেশা নেই। পেশা কখনো মহান হতে পারে না। মহান হয় ব্যক্তি।
----খালেদ মুহিউদ্দিন

যখন ছ'মিল ছিল না!
18/03/2024

যখন ছ'মিল ছিল না!

15/03/2024

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
এ ঘরটি কপি করতে পারলে বুঝবো আপনার ফোন অনেক দামী!

সেকালের মহসিন একালে যেমন। .............................................."পোস্টবারে  দাঁড়িয়েছে বীর মহসিন, গোল হতে দেবে না...
23/02/2024

সেকালের মহসিন একালে যেমন। ..............................................
"পোস্টবারে দাঁড়িয়েছে বীর মহসিন, গোল হতে দেবে না সে যায় যাক প্রাণ জয় মোহামেডান"
মনে পরে সন্ধি সিনেমার এই গানটির কথা? মোহামেডান আবাহনীর সোনালী সময়ের সমর্থকদের অবশ্যই মনে থাকার কথা। সেকালের বীর মহসিন আজ রোগে শোকে শীর্ণ জীর্ণ অন্য এক মহসিন।
এদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক মহসিন। এবং সবচেয়ে সুদর্শন স্টাইলিশ গোলরক্ষক। তৃতীয় গোলরক্ষক হিসেবে আবাহনীতে শুরু মহসিনের। ১৯৮২ সালে অনেকটা চ্যালেন্জ নিয়েই প্রিয় মোহামেডান ক্লাবে যোগ দেয়। তখন লাল মোহাম্মদের মতো দেশ সেরা গোলরক্ষক মোহামেডানে। লীগে প্রতিটি ম্যাচে জয় পাওয়া লীগের প্রথম লেগে ভিক্টোরিয়ার নিকট ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় লাল মোহাম্মদের পরিবর্তে মহসিনকে মাঠে নামানো হয়। সেই থেকে শুরু। প্রথম লেগে আবাহনীর সাথে ম্যাচে সেই সময়কার এক নম্বর স্ট্রাইকার সালাউদ্দিনের পেনাল্টি শট রুখে দিয়ে হইচই ফেলে দেন তিনি। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারকা হওয়া শুরু এখান থেকেই। জাতীয় দলে সুযোগ ৮২ সাল থেকেই। মোহামেডানে টানা ৫ বছর খেলে ৮৭ সালে আবাহনীতে যোগ দেন তিনি।১৯৯৪ সালে জেন্টেলম্যান এগ্রিমেন্টের কারনে যোগ দেয় মুক্তিযোদ্ধায়। ১ মৌসুম মুক্তিযোদ্ধায় খেলে পাড়ি জমান কানাডাতে। তারপরের ইতিহাস শুধু হতাশার।
মহসিনই একমাত্র গোলরক্ষক জাতীয় দল, মোহামেডান,আবাহনী, মুক্তিযোদ্ধার অধিনায়ক ছিলেন। এবং জাতীয় দলে তার পরে সর্বোচ্চ সময় নিয়মিত গোলরক্ষক হিসেবে খেলেছে সম্ভবত আমিনুল হক।
উচ্চতায় যদিও ৫ ফুট ৪/৫ ইঞ্চি হলেও অসামান্য ক্ষীপ্রতা,চপলতা, সেন্স আর রিফ্লেক্স এবং স্পট জাম্পে সব পুষিয়ে দিতেন। নিচু গ্রাউন্ডে পরাস্ত করা ছিলো রীতি মতো দুঃস্বাধ্য। দুরপাল্লা জোড়ালো শটেও তাকে পরাস্ত করা ছিলো কঠিন। ঠিক সময়ে পোস্ট থেকে বেড়িয়ে ফরোয়ার্ডদের মাথার উপর থেকে বাজপাখির মতে ছোঁ মেরে বল নিজের গ্রিপে নিতেও মহসিন ছিলেন খুব পারদর্শী। তার মতো সেরা, সুদর্শন, স্মার্ট,স্টাইলিশ গোলরক্ষক আর দেখা যায়নি পরবর্তীতে।
কানাডা যাওয়ার পরই তার জীবনে হতাশা নেমে আসে। পারিবারিক কোলহে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর দেশে ফিরে আসেন তিনি।শরীরের হতশ্রী অবস্থা।চেহারা পুরোপুরি ভেংগে চুরমার। বর্তমানে রুগ্ন ভগ্ন অসুস্থ শরীর নিয়ে অসহায়ের মতো জীবন পার করে চলেছেন তিনি।
অথচ দেশের ইতিহাসে অন্যতম গোলরক্ষক এই বীরকে যেন দেখার কেউ নেই। তার সমস্যাগুলো সমাধানেরও কেউ নেই।

সৌজন্যে – ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ

টাইমলাইনে রেখে দিতে পারেন,মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা স...
23/02/2024

টাইমলাইনে রেখে দিতে পারেন,

মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।
গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

18/02/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when LIPON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share