28/07/2024
শুনছো?
আমি তোমার বুকশেলফের রজনী বইটার ছেড়া পাতা।
যে তোমাকে রোজ অনুভব করে।অপলক তাকিয়ে থাকে।তুমি সাজো,কপালে টিপ পড়ো,আয়না দেখো,শাড়ি পড়ো সব দেখে।
একদিন শাড়ি পড়তে গিয়ে এলোমেলো হয়ে সব খুলে গেলো,তুমি বিরক্ত হয়ে কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে রইলে।আমি তো লজ্জা পেয়ে গেছি।তবুও ছেড়া পাতা ভাজ করে মুগ্ধতায় আচ্ছন্ন তোমার উম্মুক্ত দেহটা দেখতে থাকলাম।পরতে পরতে ভাজ মাঝে মাঝে টোল উফফফ।স্রষ্টা কি তোমাকে মাটির জায়গায় রুপো দিয়ে তৈরি করেছে নাকি গো?
পৃথিবীতে এর থেকে অপরূপ আর কি হতে পারে? যদি কাছে যেতে পারতাম।তবে তোমার শাড়ী হয়ে থাকতাম।যে তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখবো।
জানো?
তোমাতে এত ভাবান্তর হয়েছি যে উইপোকা আমার অর্ধেকটা খেয়ে ফেলেছে বুঝতে পারিনি।
মাঝে মাঝে তোমার টিপ হতে ইচ্ছে করে কিন্তু তুমি তো বাহিরে থেকে এসেই আয়নায় ঝুলিয়ে দাও।
কখনো কখনো চুড়ি,কাজল,লিপস্টিক কত কিছু যে হতে মন চায়।কিন্তু আমি তোমার কানের দুল হতে চাই।যা তুমি সবসময় কাছে রাখো।
আমি জানি আমার ভাবনা নিয়ে তোমার কিছু যায় আসে না।তবে তোমার আয়নায় আমাকে খুজে পাবে।তোমার শাড়িতে খুজে পাবে,তোমার কাজল,পায়েল,নুপুর,টিকলি সব খানে আমি আমার অদৃশ্য ছোয়া দিয়ে রেখেছি।
তুমি হাসবে আর আমি তা দেখবো।
দেখতে দেখতে যেদিন উইপোকা সব খেয়ে ফেলবে,সেইদিনও তার পেটে নয়তো তার বৃষ্ঠা হয়ে তোমাকে দেখবো।তুমি ময়লা ভেবে পরিষ্কার করিও না যেনো।তুমি জানবে না আমি হারিয়ে গিয়েও তোমাকে খুজেছি।কখনো কেঁদো না আমি তোমার চোখের কাজলে থাকবো।কাঁদলে পানির সাথে পড়ে যাবো।
আমার আর্তনাদ সবাই শুনতে পাবে শুধু তুমি পাবে না।আমি চাই না কালো মেঘ তোমাকে স্পর্শ করুক।