18/08/2024
মৌমিতা দেবনাথ বোনটির কি দোষ ছিলো যে তাকে মেরে ফেলা হলো ৩১ বছরের মহিলা/মেয়ে হবে সে পেশায় ডক্টর ছিলো তার সাথে আরেকজন মেয়ে ছিলো সে ও পেশায় ডক্টর কলিগ মৌমিতা দেবনাথ বোনের , মেয়ের শত্রু মেয়ে ভাবতে পারেন তার চোখের সামনে এই কাজটা হতে দিতে পারলো সে ও তো একজন মেয়ে তার সাথে যদি এই ঘটনাটা ঘটতে পারতো তখন কি হতো বলেন তো ভাবলেই অবাক লাগে এমন নিকৃষ্ট হতে পারে কেউ এমন নরপশু মানুষ আমি আমার দু চোখে কখনো দেখিনি আমি চাই মৌমিতা দেবনাথ বোনের কলিগ ও নরপশুদের ফাঁসি চাই। আমি চাই আপনারা রুখে দাঁড়ান হত্যাকারীদের বিরুদ্ধে। মিছিল বের করেছেন এই মিছিল যেনো বন্ধ না হয় বিচার না হওয়া পযন্ত যাতে করে এইটা দেখে অন্যরা শিক্ষা নিতে পারে এমন কাজ অন্য কেউ কোনোদিন করার সাহস না করে বুঝতে পারলেন। তাহলেই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে।