28/02/2024
https://business.facebook.com/photo.php?fbid=850112400460685&set=a.437730425032220&type=3
ঢাকার ইতিহাস বাঙালি বিদ্বান গবেষকদের মধ্যে কেউ কেউ লিখেছেন। এখনো কেউ কেউ ঢাকার ইতিহাস নিয়ে গবেষণা করছেন। ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী তৎপর স্বাধীন বাংলাদেশের রাজধানী হলেও অনেক আগে থেকে ঢাকা শহরের গুরুত্ব বিদেশী শাসকদের চোখে ধরা পড়েছে। তবে ইংরজদেরপর্যবেক্ষণে ধরা পড়েছে ঢাকার সামগ্রিক পরিচিতি।
সিপাহী বিপ্লবেরও ষোল বছর আগে, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনামলের শেষ পর্যায়ে টেলর সাহেব ঢাকায়। আসেন ডাক্তার হয়ে। তিনি ছিলেন। ঢাকার তৎকালীন সিভিল সার্জন। এখানে তিনি দীর্ঘ আট বছর কাল অবস্থান করেন। এই সময়ে তিনি কখনও ব্যক্তিগত ভাবে এবং কখনও বিভিন্ন সরকারী অফিসের দলিল দস্তাবেজ থেকে, কখনও সর্বশ্রেণির লোকদের জিজ্ঞাসাবাদ করে নানাভাবে, এদেশের নানা তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন। এ কাজ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানী সরকারের আদেশ ক্রমেই সম্পন্ন করেন এবং ফোর্ট উইলিয়াম দূর্গে অবস্থানরত মেডিক্যাল বোর্ডের সচিব জেমস্ হাচিনসনের নিকট ঢাকার ভূপ্রকৃতি ও পরিসংখ্যানের একটি সংক্ষিপ্ত বিবরণ (এ স্কেচ অব দি টপগ্রাফী এও স্ট্র্যাটিটিক্স অব ঢাকা) পেশ করেন। তার অসাধারণ পর্যবেক্ষণ শক্তি ও দূরদর্শিতার পরিচয় একটি মাত্র উদাহরণেই উজ্জ্বল হয়ে উঠবে।
ইস্ট ইন্ডিয়া আমলে ঢাকা (হার্ডকভার)
by জেমস টেলর , ড. ইমতিয়াজ হায়দার (অনুবাদক) , ইরাজ হায়দার (সম্পাদক)
TK. 584
অর্ডার করতে- https://rokshort.com/fxIjkL3J2
রকমারি অনলাইন বইমেলা - ২০২৪
১ - ২৯ ফেব্রুয়ারি ২০২৪
>নিশ্চিত ২৫% ছাড়ে বই
>অতিরিক্ত ৩% ছাড় অ্যাপ অর্ডারে
(APPUSER কোড ব্যবহারে-বই অর্ডারে)
>এবার (র ক মা রি) না মিলিয়ে নির্দিষ্ট বর্ণ পেয়েই জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!
(২৭-২৯ফেব্রুয়ারি ২০২৪)
রকমারি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://rokshort.com/ACPFmwxwx