Ronnie's Media

Ronnie's Media Amplifying voices, driving results

26/09/2023

অনলাইনে ভালো সাকসেসফুল ভিডিও বানানোর মেজর ৫টি স্টেপ

১। হুক ক্রিয়েট করা, মানে কোনভাবে আপনার অডিয়েন্সকে থামানো। মনোযোগটা আপনার কন্টেন্টে হুক করা।

২। কনটেক্সট - এটেনশন যেহেতু গ্র্যাব করেছেন এবার একটু কনটেক্সট বা আপনার ভিডিও টা কি বিষয়ে হতে যাচ্ছে একটু অডিয়েন্সকে বোঝানো, কাইন্ড অফ সেকেন্ড স্টেপ অফ এটেনশন।

৩। ক্লাইম্যাক্স ওর কনফ্লিক্ট - প্রতিটি ভিডিও বা কন্টেন্ট এই একটি গল্প। আর গল্পে আমাদের যা টানে, তা হচ্ছে ক্লাইম্যাক্স অথবা কনফ্লিক্ট বা কোন একটা সমস্যা। এই স্টেপে সেই বিষয়টা তুলে আনুন। আপনার অডিয়েন্স আপনার গল্পে ঢুকে যাবে এবং অপেক্ষা করবে সমাধান এর বা এরপর কি এরপর কি?

৪। এবার সমাধানটা দিয়ে দিন, বা ক্লাইমেক্সটা ভেঙ্গে দিন। গল্প মোটামুটি এখানেই শেষ। কিন্তু আপনি যেহেতু অনলাইনে ভিডিও বানাচ্ছেন এবং আপনার একটি উদ্দেশ্য আছে এখানে আসবে স্টেপ ৫

৫। কল টু এ্যাকশন বা CTA - আপনি এবার আপনার অডিয়েন্সকে যেকোনো এ্যাকশন নিতে বলতে পারেন। কারণ আপনি বললেই সেটা করার চান্স অনেক বেড়ে যায়। না বললে আপনার একটা ভালো কন্টেন্ট থেকেও আপনার কিছু পাওয়া হবেনা। তো এই স্টেপে ভিডিওতে লাইক কমেন্ট করতে বলেন, কোন প্রডাক্ট কিনতে বলেন কিংবা কোন জায়গা ভিজিট করতে বলেন অথবা কোন মতামতই জানাতে বলেন।

এবার আমিও একটু জিজ্ঞাসা করি, কি কি বিষয়ে আপনারা এমন ছোট ছোট টিপস জানতে চান? আমার এক্সপারটাইজ মার্কেটিং, সেলস, কন্টেন্ট মার্কেটিং এবং বিজনেস গ্রোথ নিয়ে।

30/08/2023

কন্টেন্ট মার্কেটিং এ ভালো করতে এখন দুইটি দিকে নজর দেয়া উচিত।

১/ শর্ট ফর্ম ভিডিও কন্টেন্ট - engagement, reach, এবং advertisement এর জন্য
২/ লং ফর্ম ভিডিও কন্টেন্ট - credibility, trust এবং ব্র্যান্ডিং এর জন্য

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ronnie's Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share