
18/06/2025
লিবিয়ার থেকে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুরের ৯ যুবক নিখোঁজ রয়েছে।
গত এক সপ্তাহ আগে দুটি নৌকায় দিয়ে ভূমধ্যসাগরে মোট ৮০ জন ইতালির উদ্দেশ্য রওনা হয়। এদের মধ্যে ৪ জনের খোঁজ পাওয়া গেছে বাকি ৭৬ জন নিখোঁজ।নিখোঁজ দের মধ্যে মাদারীপুর জেলারই ৩৪ জন রয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।বাকিরা কোন জেলার তা এখনও যানা যায়নি।