26/10/2022
No:01
Crush name:Sumaiya Sultana❤️
Department:Textile-211
From:তোমার কাছের কেউ একজন😇
প্রিয়,কেমন আছো ? আমি ভালো নেই, মনের অসুখ পেয়ে বসেছে আমাকে! আকাশে যখন দেখি জোড়া মেঘ ভেসে বেড়াচ্ছে বড্ড নিঃসঙ্গ অনুভব করি। ভেসে যেতে ইচ্ছে করে তোমার সাথে দিগন্তের নীলিমায়। যেখানে ভালোবাসার আঁচড়ে পদ্ম ফুটে সেখানে তোমার খোলা চুলের গভীরতায় অনন্তকাল ডুবে থাকার সাধ জাগে মনে। আকাশ ভেঙে নামা বৃষ্টির ছোট ছোট ফোটায় তৈরি একটা মালা তোমার গলায় পরিয়ে দিয়ে আমি সেই দৃশ্যের নেশায় বুদ হয়ে গান ধরব,
"মেঘের তল্লাটে তোমার চোখেরা
পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায়
তবে ক্ষতি কি বল পলাতক হতে
তোমার চোখেই নিজেকে ভেজাতে
রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়।"
খুব ভোরে সূর্যের প্রথম আলোতে ভিজব দুজনে। যখন মিষ্টি রোদের আলো তোমার কপাল ছুয়ে যাবে আমি তখন খুব করে সূর্যের আলো হতে চাইব। যখন বাতাসে তোমার চুল এলোমেলো হয়ে যাবে, তুমি শাড়ির আঁচল সামলাতে ব্যস্ত হয়ে পরবে তখন আমি বাতাস হতে চাইব। তীব্র গরমে তোমার মুখে বিন্দু বিন্দু জমা ঘাম যে রুমালে পরিষ্কার করবে সেই রুমাল হওয়ার আকাঙ্খা আমার আজীবনই থেকে যাবে। তোমাকে কাছে পাওয়ার নিত্যনতুন হাস্যকর বাহানা বানাব। পুরো পৃথিবীর কাছে পাগল খেতাব পেয়েও যদি তোমার প্রেমের সাগরে আমার নৌকা ভাসাতে পারি,ক্ষতি কি! প্রায়ই ভরদুপুরে রৌদ্র মাথায় বহুদূর হাটব আমরা দুজন। ক্লান্ত হয়ে কোনো একটা দোকান থেকে পানির বোতল আর টিস্যু কিনতে পাঠাবে আমাকে। আমি ইচ্ছে করেই টিস্যু না কিনে ফিরে আসব তোমার দামি ওড়না দিয়ে আমার ঘাম মুছে দিবে সেই লোভে। কিন্তু আমার লোভী মনের আশা পূরণ হবে না। নাকি হবে?
আশা পূরণ হোক বা না হোক আমি আশার বীজ বুনে যাচ্ছি সুরে সুরে,
"কখন থামবে কোলাহল, জানি না
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে জমাট প্রেরণায়
আলোর মশাল জ্বালি নিরবে
তুমি আবার আসবে কখন, কোথায়?
গুনবে তারা…..(খুজলেও পাবে না আমায়)