Shamsunnahar mubasshira mariyam

Shamsunnahar mubasshira mariyam আসসালামুয়আলাইকুম থ্যাংকস ফর জয়নিং মাই ওয়ার্ল্ড
For Promotion, sponsor, collaboration, brand promote kindly inbox
প্রমোশন,স্পন্সর করতে ইনবক্স করুন
(6)

Good morning
08/10/2025

Good morning

পৃথিবীর কি অদ্ভুত নিয়ম, যে অল্পতেই খুশি তার অল্পটুকুও মিলে না!❤️‍🩹
07/10/2025

পৃথিবীর কি অদ্ভুত নিয়ম, যে অল্পতেই খুশি তার অল্পটুকুও মিলে না!❤️‍🩹

এতো যত্ন, এতো প্রেম, এত সম্মান, এত ভালোবাসা -সবকিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম, শুধু তোমার একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি ...
07/10/2025

এতো যত্ন, এতো প্রেম, এত সম্মান, এত ভালোবাসা -সবকিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম, শুধু তোমার একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি বুঝবে, তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি।

অথচ তুমি, তুমি হচ্ছে করেই হারালে আমাকে, এমন কারো কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না। আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না, অভাব ছিল শুধু তোমার জন্য বোঝার, তোমার থাকার। তুমি হারিয়ে গেছো ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছো এমন একজনকে, যে দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল।

আজ তোমার জায়গাটা খালি, কিন্তু মনটা ভরা, অভিমান আর অপূর্ণ ভালোবাসায়। বড্ড বোকা তুমি।, কারণ তুমি হারিয়ে ফেলোছো এমন একটা হৃদয়, যেটা তোমাকেই শেষ পর্যন্ত ভালোবাসতো, আর কাউকে নয়! 🩶✨

—••°❝যখন তুমি কোনো কারন ছাড়াই! আনন্দ অনুভব করবে, তখন এটা বিশ্বাস করবে যে, কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দু'আ করছে...
07/10/2025

—••°❝যখন তুমি কোনো কারন ছাড়াই!
আনন্দ অনুভব করবে,
তখন এটা বিশ্বাস করবে যে,
কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দু'আ করছে❞••—!! 🤎

রাত ছাড়াও যদি দিনের বেলাতেও আপনার রুম অন্ধকার করে রাখতে ভালো লাগে, তাহলে নিজের 'মনের' যত্ন নিন! আপনি অন্ধকারে হারিয়ে যাচ...
07/10/2025

রাত ছাড়াও যদি দিনের বেলাতেও আপনার রুম অন্ধকার করে রাখতে ভালো লাগে, তাহলে নিজের 'মনের' যত্ন নিন! আপনি অন্ধকারে হারিয়ে যাচ্ছেন!..

মনের যে ভাঙ্গাচুরা অবস্থা, বিয়ে করলে ইঞ্জিনিয়ার বিয়ে করমু 🙂
07/10/2025

মনের যে ভাঙ্গাচুরা অবস্থা, বিয়ে করলে ইঞ্জিনিয়ার বিয়ে করমু 🙂

__°°-"♥️দেখে নিও একদিন  তুমি নিজ থেকেই বলবা..!! 😍-"প্রকাশে নয়তো  গোপনে....!! ♥️🙂   _-"🌺🥀ওর মতো করে  কেউ আমাকে  ভালোবাসে ...
07/10/2025

__°°-"♥️দেখে নিও একদিন তুমি নিজ থেকেই বলবা..!! 😍
-"প্রকাশে নয়তো গোপনে....!! ♥️🙂
_-"🌺🥀ওর মতো করে কেউ আমাকে ভালোবাসে নাই....!! 💔❤️‍🩹

সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না।আবার সবাই অপছন্দ করবে এমনও না।আপনি অনেকের প্রিয় মানুষ হবেন আবার অসীম ঘৃনিত মানুষ...
05/10/2025

সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না।আবার সবাই অপছন্দ করবে এমনও না।আপনি অনেকের প্রিয় মানুষ হবেন আবার অসীম ঘৃনিত মানুষ ও হবেন।
সবসময় মানুষের কথায় কান দিতে হয় না। কারোর অপছন্দ বা ঘৃণা নিয়ে জীবন থেমে থাকে না। মানুষ কত শত জিনিস বলবে " পাত্তা দেওয়ার সময় কই? Chill! জীবন সুন্দর 🌸❤️🩹

নিজের গল্পে সবাই প্রধান চরিত্র, বাকিরা উপেক্ষিত! 🤔💭🎬  #বাংলাদেশ
05/10/2025

নিজের গল্পে সবাই প্রধান চরিত্র, বাকিরা উপেক্ষিত! 🤔💭🎬

#বাংলাদেশ

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব করেই দেখেছি, আর আমি বা...
05/10/2025

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব করেই দেখেছি, আর আমি বার বার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি।

তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থ'পর মানুষদের জন্য সুন্দর আর নিঃস্বা'র্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ং'কর......🖤

কখনো কখনো মনটা ভীষণ ক্লান্ত লাগে-কোনো কারণ ছাড়াই। হাসির আড়ালে লুকানো থাকে অনেক না বলা কথা, অজস্র অপূর্ণ চাওয়া। কারো ওপর ...
05/10/2025

কখনো কখনো মনটা ভীষণ ক্লান্ত লাগে-কোনো কারণ ছাড়াই। হাসির আড়ালে লুকানো থাকে অনেক না বলা কথা, অজস্র অপূর্ণ চাওয়া। কারো ওপর অভিমান নেই, তবুও ভেতরে জমে থাকা শূন্যতা গলা আটকে ধরে। চারপাশে সবাই আছে, তবু মনে হয়-কেউ নেই। কিছু সম্পর্ক শুধু দায়িত্বে টিকে থাকে, ভালোবাসায় নয়। কিছু স্মৃতি শুধু কষ্ট দেয়, প্রশান্তি নয়।

তাই আজকাল নিজেকে আর বোঝাতে ইচ্ছে করে না, কেবল চুপচাপ থেকে যেতে ইচ্ছে করে-নিজের ভাঙা অংশগুলো আগলে রেখে। সময়ের সাথে মানুষ বদলায়, আর আমিও শিখে গেছি-সব অনুভূতি সবার জন্য না। এখন শুধু চাই, নিজেকে একটু বুঝতে শিখি,কারণ পৃথিবী কখনো থামে না, শুধু আমরাই থেমে যাই ভেতরে ভেতরে।

Address

Sonir Akhra, Baspotti , Ershadullah Road, Daina , Jatrabari, Dhaka
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Shamsunnahar mubasshira mariyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share