03/11/2025
আপনি যখন কোন ট্রমার মধ্য দিয়ে যাবেন, খেয়াল করলে দেখবেন পৃথিবীর সমস্ত উক্তি যুক্তি বিরক্ত লাগছে। কেউ আপনাকে বুঝাতে এসে মোটিভেট করলে আপনার মেজাজ হারাবে, মনে মনে তাকে যা-তা বলতে থাকবেন। সত্যি বলতে এরকম অনুভূতি হওয়া স্বাভাবিক, এই অনুভূতিকে আমি খারাপ চোখে দেখি না।
আমার যদি এরকম সিচুয়েশনে থাকা কোন মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায়, তার সঙ্গে আমি কথা বলি। চুপচাপ থাকে শুনি, সঙ্গ দিই। তাকে কাঁদার সুযোগ দিই, যত পারেন কেঁদে নিন। কাঁদলে ভেতরের হাসফাস কমে, নিজেকে হালকা লাগে। সত্যি বলতে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষেই এরকম সিচুয়েশনের সাথে পরিচিত, কমবেশ সবার জীবনেই এরকম একটা ছারখার গল্প থাকে।
আজকে যে মানুষটি মোটিভেট করছে, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাদের জীবন তদন্ত করে দেখা গেলে, দু'একটা মুমূর্ষু গল্প বেড়িয়ে আসবে। দুঃসময় কিংবা ভেঙে পড়ার দিনে, মানুষকে শুনতে হয়। তার সামনে গভীর মনোযোগী শ্রোতা হতে হয়। এরকম -একটা মূহুর্ত দাঁড় করাতে হয়, যেন ভুক্তভোগী নিজেকে নির্দ্বিধায় ভেঙেচুরে বলতে পারে। জ্ঞানের অভাবে কেউ পাগলামো ছেলেমানুষি করে না, করে নিজেকে ভেঙেচুরে বলার মত এই বিশাল পৃথিবীতে কাউকে খুঁজে না পেলে।
আপনি বিশ্বাস রাখতে পারেন, এই মানুষগুলোই একদিন দারুণভাবে ঘুরে দাঁড়াবে। ভেঙে পড়া, ডিপ্রেশনে নুইয়ে পড়া একেকটা মানুষকে মোটিভেট করবে। ব্যপারটি আরো ক্লিয়ার করে যদি বলতে চাই, আমি নগন্য মানুষ। কোন জ্ঞানের ভাণ্ডার না, অথচ এইযে দু'কলম লিখতে বসেছি, কোথাও না কোথাও আমিও ভেঙে পড়েছিলাম, ঠিক একইভাবে আমাকে কেউ না কেউ গভীরভাবে শুনেছিলো।
আমরা মানুষ, আমাদের প্রায় প্রত্যেকের জীবদ্দশা প্রায় একই রকম। মানুষের একটাই গল্প হয়, ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে আছি এতটুকুই তফাৎ। একটি মানুষ শিশুদের মত হাউমাউ করে কাঁদছে, তার এই কান্নার তদন্ত করলে দেখা যাবে, আহামরি কোন গল্প নয়। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না, ছোট ছোট কোন স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে। যে স্বপ্নগুলো তার ইমোশনের জায়গা দখল করে ছিলো। আর মানুষ মূলত নুইয়ে পড়ে, নিজের ইমোশনের কাছে।
মানুষ হয়ে মানুষকে শুনুন, তাকে এতটুকু বুঝতে দিন আপনি আছেন তার পাশে, তাকে শুনছেন। দেখবেন এই মানুটি একদিন উঠে দাঁড়াবে, কে জানে হয়ত ইতিহাস করবে সাফল্যে। আপনিও মানসিক শান্তি পাবেন, এটা ভেবে যে আপনার জন্য একরাতে মরতে বসা মানুষটি আজ ইতিহাস লিখছে।