Shamsunnahar mubasshira mariyam

  • Home
  • Shamsunnahar mubasshira mariyam

Shamsunnahar mubasshira mariyam আসসালামুয়আলাইকুম থ্যাংকস ফর জয়নিং মাই ওয়ার্ল্ড
For Promotion, sponsor, collaboration, brand promote kindly inbox
প্রমোশন,স্পন্সর করতে ইনবক্স করুন
(6)

শুভ বিকেল সবাইকে ❤️❤️❤️❤️❤️
15/08/2025

শুভ বিকেল সবাইকে ❤️❤️❤️❤️❤️

মেয়েদের সব থেকে পছন্দ ফুলের গাজরা..💙🌸
15/08/2025

মেয়েদের সব থেকে পছন্দ ফুলের গাজরা..💙🌸

যদি শেষটা সুন্দর হয় তবে অপেক্ষা করাটা মন্দ নয়♥️💗🌸🌺
15/08/2025

যদি শেষটা সুন্দর হয় তবে অপেক্ষা করাটা মন্দ নয়♥️💗🌸🌺

শাপলা ফুটার সিজন শুরু হয়েছে❣️
15/08/2025

শাপলা ফুটার সিজন শুরু হয়েছে❣️

quiet living environment
15/08/2025

quiet living environment

ফুল আমার অনেক পছন্দের।তবে অনেক ফুলের নাম জানিনা।এই ফুল টার নাম কি?
15/08/2025

ফুল আমার অনেক পছন্দের।
তবে অনেক ফুলের নাম জানিনা।
এই ফুল টার নাম কি?

Water lilly flowers
15/08/2025

Water lilly flowers


-প্রতিটি ফুল বলে দেয়, সৌন্দর্য কখনো শব্দ চায় না, শুধু অনুভবই যথেষ্ট.! 🌺💙 #প্রিয়ফুলツ  #ফুলেরভালবাসা  #ফুলেরছবি  #ফুলের...
15/08/2025

-প্রতিটি ফুল বলে দেয়, সৌন্দর্য কখনো শব্দ চায় না, শুধু অনুভবই যথেষ্ট.! 🌺💙

#প্রিয়ফুলツ #ফুলেরভালবাসা
#ফুলেরছবি #ফুলেরবাগান

দুনিয়ার সবচেয়ে ঝুঁকি'পূর্ণ কাজ হলো বিয়ে।ভাগ্য করে নিজের মনের মতো সঠিক জীবনসঙ্গী পেলে জীবন সুন্দর।আর ব্যতিক্রম হলে কবর...
15/08/2025

দুনিয়ার সবচেয়ে ঝুঁকি'পূর্ণ কাজ হলো বিয়ে।
ভাগ্য করে নিজের মনের মতো সঠিক জীবনসঙ্গী পেলে জীবন সুন্দর।আর ব্যতিক্রম হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয়। 😰💔

বিয়ে মানে শুধু দু’জন নয়,
বিয়ে মানে দুই আত্মার এক হওয়া,
যেখানে ভালোবাসা আর বিশ্বাসই আসল শক্তি।
ভালোবাসা তখনই পূর্ণ হয়,
যখন তা প্রতিশ্রুতি আর দায়িত্বের রূপ নেয়
বিয়ের মতো পবিত্র বন্ধনে।
বিয়ে কেবল দুটি মানুষকে নয়, দুটি হৃদয়কে নয়,
দুটি পরিবারকেও একত্রিত করে।
🕊️ 🦋🦋

জীবন সবার জন্য এক রকম নয় 🌹বাসের ভেতরে বসা মানুষটিরও হয়তো ক্লান্তি আছে,কিন্তু জানালার বাইরে দাঁড়ানো ছোট্ট ছেলেটির ক্লা...
15/08/2025

জীবন সবার জন্য এক রকম নয় 🌹

বাসের ভেতরে বসা মানুষটিরও হয়তো ক্লান্তি আছে,
কিন্তু জানালার বাইরে দাঁড়ানো ছোট্ট ছেলেটির ক্লান্তি—
তা শুধু শরীরে নয়, জীবনের প্রতিটি কোণায় জমে আছে।

কেউ স্কুলের পথে যায় বই হাতে,
আবার কেউ একই বয়সে ফুল হাতে দাঁড়ায় রোজগারের জন্য।
পার্থক্য এই যে, একে জীবনের শুরুতে স্বপ্ন মেলে,
অন্যজনের শুরুতে মেলে দায়িত্বের বোঝা।

সহমর্মিতা মানে কেবল দুঃখ দেখে আফসোস করা নয়—
বরং নিজের অবস্থান থেকে অন্যের জীবনে
একটুখানি আলো ছড়িয়ে দেওয়া।
একটি হাসি, একটি সাহায্য, কিংবা একটি আন্তরিক কথা
হয়তো তার দিনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে। 🌸

*"শিশুকে রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা।” এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য। ...
15/08/2025

*"শিশুকে রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা।” এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য। আপনার বাচ্চা জেদ করে? খেয়াল করেছেন কখন জেদ বাড়ে?"*..........
!
— যখন ওর চাওয়া আপনি বারবার থামিয়ে দেন।
— যখন ওর আগ্রহকে আপনি “না” বলে চেপে দেন।
— যখন ওর চোখের সামনে আপনি রেগে যান।.........

শিশু তখন ভাবে,
🧠 "আমার কথা কেউ শোনে না"
🧠 "চিৎকার করলে, কান্না করলে, রাগ করলে তবেই সবাই শুনবে"........

👉 এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে জেদি স্বভাব, রাগী মন, অস্থির আচরণ। কিন্তু আপনি চাইলে এটা বদলাতে পারেন। শিশুরা কথা নয়, আচরণ দেখে শেখে ।
আপনি যেমন, সেও তেমন হবেই।"......
!
🔹 আপনি যদি তাকে সময় দেন — সে নিরাপত্তা শেখে
🔹 আপনি যদি তাকে ভালোবাসেন — সে ভালোবাসা দিতে শেখে
🔹 আপনি যদি ধৈর্য ধরেন — সে ধৈর্য শেখে
🔹 আপনি যদি তার আগ্রহে সাড়া দেন — সে আত্মবিশ্বাস পায়........

"একটা কথা মনে রাখবেন, না” বলাটা সহজ। কিন্তু “না”-এর জায়গায় ভালোভাবে বোঝানো শেখানো অনেক কঠিন — কিন্তু সবচেয়ে জরুরি।".....

🔸 শিশুর ইচ্ছে মানে তাকে উড়িয়ে দেওয়া না
🔸 ওর কৌতূহল মানে শাস্তি না
🔸 ওর চোখে জেদ মানেই রাগের জবাব না

"বরং বুঝিয়ে দিন, ধরিয়ে দিন, পাশে থাকুন।"...........

💥 তাহলে কী করবেন?
✔ কোন কিছু ধরলে না বলার পরিবর্তে বিকল্প কিছু দিন
✔ যতটা সম্ভব বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন
✔ সবকিছুতে না নয়, কিছু জিনিস বুঝিয়ে বলুন
✔ রেগে গেলে থামুন, কারণ আপনার রাগ ওর শেখার জায়গা
✔ প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখুন শুধু ওর জন্য
✔ ওকে বলুন: “তুমি গুরুত্বপূর্ণ”, “তোমার কথা আমি শুনি”, "তোমাকে আমি অনেক ভালবাসি "...........
💥 মনে রাখবেন, বাচ্চারা যা দেখে, তাই হয়। আপনি যদি শান্ত থাকেন, ভালোবাসা দেন — সে-ও তাই শিখবে।

💥 এই পোস্টটা সব মা-বাবার সঙ্গে শেয়ার করুন, যিনি হঠাৎ একটু রেগে যান হয় হয়তো এই লেখা তার মনটা নরম করে দেবে।".............
।Collected

আমার এ পোস্ট টি যাদের সামনে যাচ্ছে তারা একটু রেসপন্স করেন 🖤🌸
14/08/2025

আমার এ পোস্ট টি যাদের সামনে যাচ্ছে তারা একটু রেসপন্স করেন 🖤🌸

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shamsunnahar mubasshira mariyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share