Shamsunnahar mubasshira mariyam

Shamsunnahar mubasshira mariyam আসসালামুয়আলাইকুম থ্যাংকস ফর জয়নিং মাই ওয়ার্ল্ড
For Promotion, sponsor, collaboration, brand promote kindly inbox
প্রমোশন,স্পন্সর করতে ইনবক্স করুন
(6)

“যার কাছে শান্তি খুঁজেছিলাম, সে-ই ঝড় বানিয়ে গেল।”
03/11/2025

“যার কাছে শান্তি খুঁজেছিলাম, সে-ই ঝড় বানিয়ে গেল।”

মানুষ কেউই অযোগ্য নয়, শুধু জায়গাটা ভুল বলে মানুষ অযোগ্য হয়, অপমানিত হয়। কেউ কারো না কারো কাছে সুন্দর। আক্ষেপ কিংবা অ...
03/11/2025

মানুষ কেউই অযোগ্য নয়, শুধু জায়গাটা ভুল বলে মানুষ অযোগ্য হয়, অপমানিত হয়। কেউ কারো না কারো কাছে সুন্দর। আক্ষেপ কিংবা অভিযোগ করে লাভ নেই কারণ আপনাকে সম্মান বা স্নেহ করার মানুষটির সংস্পর্শে আপনি এখনো আসেননি।পৃথিবীতে কোন সৃষ্টিই যেমন অপ্রয়োজনীয় নয় তেমন কোন মানুষই গুরুত্বহীন নয়। আপনি যাকে অবহেলা করছেন সে মানুষটিকে একজন ভীষণ যত্নে আগলে রাখে। সবাই যেমন করে ভালবাসতে পারবে না, ঠিক তেমন সবাই ভালবাসতে এত হিসেব কষে না।

জীবন এক মুহূর্তে হাসায়, আরেক মুহূর্তেই শিখিয়ে দেয় বাস্তবতা।
03/11/2025

জীবন এক মুহূর্তে হাসায়,
আরেক মুহূর্তেই শিখিয়ে দেয় বাস্তবতা।

আপনি যখন কোন ট্রমার মধ্য দিয়ে যাবেন, খেয়াল করলে দেখবেন পৃথিবীর সমস্ত উক্তি যুক্তি বিরক্ত লাগছে। কেউ আপনাকে বুঝাতে এসে মো...
03/11/2025

আপনি যখন কোন ট্রমার মধ্য দিয়ে যাবেন, খেয়াল করলে দেখবেন পৃথিবীর সমস্ত উক্তি যুক্তি বিরক্ত লাগছে। কেউ আপনাকে বুঝাতে এসে মোটিভেট করলে আপনার মেজাজ হারাবে, মনে মনে তাকে যা-তা বলতে থাকবেন। সত্যি বলতে এরকম অনুভূতি হওয়া স্বাভাবিক, এই অনুভূতিকে আমি খারাপ চোখে দেখি না।

আমার যদি এরকম সিচুয়েশনে থাকা কোন মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায়, তার সঙ্গে আমি কথা বলি। চুপচাপ থাকে শুনি, সঙ্গ দিই। তাকে কাঁদার সুযোগ দিই, যত পারেন কেঁদে নিন। কাঁদলে ভেতরের হাসফাস কমে, নিজেকে হালকা লাগে। সত্যি বলতে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষেই এরকম সিচুয়েশনের সাথে পরিচিত, কমবেশ সবার জীবনেই এরকম একটা ছারখার গল্প থাকে।

আজকে যে মানুষটি মোটিভেট করছে, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাদের জীবন তদন্ত করে দেখা গেলে, দু'একটা মুমূর্ষু গল্প বেড়িয়ে আসবে। দুঃসময় কিংবা ভেঙে পড়ার দিনে, মানুষকে শুনতে হয়। তার সামনে গভীর মনোযোগী শ্রোতা হতে হয়। এরকম -একটা মূহুর্ত দাঁড় করাতে হয়, যেন ভুক্তভোগী নিজেকে নির্দ্বিধায় ভেঙেচুরে বলতে পারে। জ্ঞানের অভাবে কেউ পাগলামো ছেলেমানুষি করে না, করে নিজেকে ভেঙেচুরে বলার মত এই বিশাল পৃথিবীতে কাউকে খুঁজে না পেলে।

আপনি বিশ্বাস রাখতে পারেন, এই মানুষগুলোই একদিন দারুণভাবে ঘুরে দাঁড়াবে। ভেঙে পড়া, ডিপ্রেশনে নুইয়ে পড়া একেকটা মানুষকে মোটিভেট করবে। ব্যপারটি আরো ক্লিয়ার করে যদি বলতে চাই, আমি নগন্য মানুষ। কোন জ্ঞানের ভাণ্ডার না, অথচ এইযে দু'কলম লিখতে বসেছি, কোথাও না কোথাও আমিও ভেঙে পড়েছিলাম, ঠিক একইভাবে আমাকে কেউ না কেউ গভীরভাবে শুনেছিলো।

আমরা মানুষ, আমাদের প্রায় প্রত্যেকের জীবদ্দশা প্রায় একই রকম। মানুষের একটাই গল্প হয়, ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে আছি এতটুকুই তফাৎ। একটি মানুষ শিশুদের মত হাউমাউ করে কাঁদছে, তার এই কান্নার তদন্ত করলে দেখা যাবে, আহামরি কোন গল্প নয়। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না, ছোট ছোট কোন স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে। যে স্বপ্নগুলো তার ইমোশনের জায়গা দখল করে ছিলো। আর মানুষ মূলত নুইয়ে পড়ে, নিজের ইমোশনের কাছে।

মানুষ হয়ে মানুষকে শুনুন, তাকে এতটুকু বুঝতে দিন আপনি আছেন তার পাশে, তাকে শুনছেন। দেখবেন এই মানুটি একদিন উঠে দাঁড়াবে, কে জানে হয়ত ইতিহাস করবে সাফল্যে। আপনিও মানসিক শান্তি পাবেন, এটা ভেবে যে আপনার জন্য একরাতে মরতে বসা মানুষটি আজ ইতিহাস লিখছে।

আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক;আমায় ছাঁড়া কিচ্ছু না বুঝুক,ভোর-সন্ধ্যা পাগলের মত শুধু আমাকেই খুঁজুক!💝
03/11/2025

আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক;
আমায় ছাঁড়া কিচ্ছু না বুঝুক,
ভোর-সন্ধ্যা পাগলের মত শুধু আমাকেই খুঁজুক!💝

03/11/2025

জীবনটা অনেক ছোট—
ভালোবাসো, হাসো, বাঁচো নিজের মতো করে ❤️ #কিছু #আমার

03/11/2025

পরিবেশের সাথে নিজেকে মানিয়ে রাখা চেষ্টা সব সময় করে যায় 🥰 #কিছু #আমার

ফজরের নামাজের পর একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসে মনে —যেন পুরো পৃথিবী থেমে গেছে এক মুহূর্তের জন্য,আকাশের নরম আলোয় মনটা ধু...
31/10/2025

ফজরের নামাজের পর একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসে মনে —
যেন পুরো পৃথিবী থেমে গেছে এক মুহূর্তের জন্য,
আকাশের নরম আলোয় মনটা ধুয়ে যায় শান্তির জলে।
পাখিদের ডাক, হালকা ঠান্ডা বাতাস, আর সিজদার পরের সেই তৃপ্ত নিঃশ্বাস—
সব মিলিয়ে মনে হয়, আল্লাহ যেন আমার হৃদয়ে নীরবে স্পর্শ রেখে গেছেন।

জীবন হয়তো সব সময় রঙিন নয় কখনো তা মলিন, ক্লান্ত আর অগোছালো। কিন্তু এই অগোছালো সময়ের মাঝেই হঠাৎ কিছু মুহূর্ত আমাদের থা...
31/10/2025

জীবন হয়তো সব সময় রঙিন নয় কখনো তা মলিন, ক্লান্ত আর অগোছালো। কিন্তু এই অগোছালো সময়ের মাঝেই হঠাৎ কিছু মুহূর্ত আমাদের থামিয়ে দেয়, ভাবতে শেখায়। সুখ আসলে দূরে কোথাও নয়, খুব কাছেই আছে। এক কাপ চায়ের ভাজে কিংবা অতি ক্ষুদ্র ফুলের হাসিতে। যে মানুষ এই ছোট ছোট সৌন্দর্য আঁকড়ে ধরতে পারে, তার জীবন কখনোই শূন্য হয় না।🤍🌸

কেউ আপনাকে ভালোবাসলে, আপনি সেটা দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরা যায় ,ছোঁয়াও যায়। এফোর্ট,প্রায়োরিটি ,স্পেশালিটি,...
31/10/2025

কেউ আপনাকে ভালোবাসলে, আপনি সেটা দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরা যায় ,ছোঁয়াও যায়। এফোর্ট,প্রায়োরিটি ,স্পেশালিটি, কেয়ার সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসা দেখতে পাবেন।
আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নেই। চশমার পাওয়ার বদলান বা‌ দেখার চোখ, কিছুই কাজ হবে না।
"হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এটা একেবারেই ফালতু একটা সান্তনা আমরা আমাদের দেই। ভালোবাসা, মায়া ,সম্মান এগুলো আচরণে আর
ট্রিট করার ওয়েতেই দেখা যায়!!!💖

ফুলের সৌন্দর্যের ও আকর্ষণ কখনো পুরোনো হয় না!🥰🌸Collected 💜
29/10/2025

ফুলের সৌন্দর্যের ও আকর্ষণ কখনো পুরোনো হয় না!🥰🌸
Collected 💜

 #কিছু ভালো কথা...'সুন্দর ব্যবহার' মানুষের বড় অলংকার 🥀বিনয়ী ব‍্যবহার.. মানুষের ভেতরে মানুষের সৌন্দর্য বাড়ায়.. নিশ্চয়ই তা...
29/10/2025

#কিছু ভালো কথা...'সুন্দর ব্যবহার' মানুষের বড় অলংকার 🥀
বিনয়ী ব‍্যবহার..
মানুষের ভেতরে মানুষের সৌন্দর্য বাড়ায়..
নিশ্চয়ই তা সত্যি সৌন্দর্যমন্ডিত করে একে অপরের সম্পর্ক..
বিশ্বাস ভালোবাসায় কখনোই আড়ি নেই তার ~।

Address

Sonir Akhra, Baspotti , Ershadullah Road, Daina , Jatrabari, Dhaka
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Shamsunnahar mubasshira mariyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share