Juel Ahmed.02

Juel Ahmed.02 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Juel Ahmed.02, Digital creator, Dhaka.
(1)

আসসালামুআলাইকুম,
জ্বীন,যাদুটুনা,কুফরি কালাম,ব্লাক ম্যাজিক, বদনজর,বান,বিয়ে বন্ধ,সংসারে অশান্তি ও তাবিজ পুতে রেখে মানুষকে যারা ক্ষতিগ্রস্ত করে,সেই সমস্ত সমস্যা কোরআন ও হাদিসের আলোকে সমাধান করা হয়।
যোগাযোগ ০১৭৭০০৭৭০৮৯/০১৭১০৩৭৯৩৫৪ আসসালামুআলাইকুম,
জ্বীন,যাদুটুনা,কুফরি কালাম,ব্লাক ম্যাজিক, বদনজর,বান,বিয়ে বন্ধ,সংসারে অশান্তি ও তাবিজ পুতে রেখে মানুষকে যারা ক্ষতিগ্রস্ত করে,সেই সমস্ত সমস্যা কোরআন ও হাদিসের আলোকে সমাধান করা হয়।
যোগাযোগ :- উত্তরা সেক্টর ০৮.
যোগাযোগ ০১৭৭০০৭৭০৮৯/০১৭১০৩৭৯৩৫৪

27/07/2025

১.“সুবহানআল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)

২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)

৩.“লা ইলাহা ইল্লাল্ল-হ”(لأ إله إلا الله)/(3বার)

৪.“আল্ল-হু আকবার”(الله اكبر)/(3বার)

৫.“আস্তাগফিরুল্ল-হ”(استغفر الله)/ (3বার)

৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)

৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)

৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)

৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)

১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)

১১.“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)

১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ পড়ুন 😌🌸

27/07/2025

নবীজি (সা.) বলেছেন,
শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়ী হয়,
বরং শক্তিশালী সেই যে ক্রোধের মুহূর্তে নিজেকে
নিয়ন্ত্রণ কর।

(-সহিহ বুখারি:৬১১৪)

27/07/2025

যে রব পিঁপড়ার চলার শব্দ ও শুনতে পান সে রব আপনার কষ্টগুলো সম্পর্কেও জানেন ধৈর্য্য ধরেন সুখ আসবে..
ইনশাআল্লাহ! 🤲😔

27/07/2025

اَلۡیَوۡمَ نَخۡتِمُ عَلٰۤی اَفۡوَاہِہِمۡ وَتُکَلِّمُنَاۤ اَیۡدِیۡہِمۡ وَتَشۡہَدُ اَرۡجُلُہُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ

অর্থঃ

আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। ফলে তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের।
সূরা ইয়াছিন আয়াত ৬৫

এর থেকে নিঃসন্তান হওয়াই ভালো ছিল না?দাম্পত্য কলহ কেবল দু’জনের সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এক নিষ্পাপ শিশুর মনকে প...
21/07/2025

এর থেকে নিঃসন্তান হওয়াই ভালো ছিল না?

দাম্পত্য কলহ কেবল দু’জনের সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এক নিষ্পাপ শিশুর মনকে প্রতিদিন ধীরে ধীরে ভেঙে দেয়। বাবা-মায়ের টানাহেঁচড়া, উচ্চস্বরে ঝগড়া, অপমানজনক কথার বন্যা—শিশু এসবের মাঝে নিজেকে অকারণে দায়ী ভাবতে থাকে। যাদের কাছ থেকে সে ভালোবাসা, সহানুভূতি আর ভদ্রতা শিখবে বলে আশায় থাকে, তারাই যখন অভদ্র হয়ে ওঠে, শিশুর কাছে পৃথিবীটাই বিপরীত হয়ে যায়।

এমন বাস্তবতায় প্রশ্ন জাগে—এর চেয়ে নিঃসন্তান থাকা কি ভালো ছিল না? কিন্তু সন্তান কোনো ভুল নয়—ভুল হতে পারে তাকে ঘিরে আমাদের অবিবেচিত সিদ্ধান্ত ও আচরণ।

সম্পর্ক যত জটিলই হোক, বাচ্চার সামনে অন্তত সহনশীল থাকুন। তাকে মানসিকভাবে নিরাপদ রাখুন, যেন সে ভালোবাসার ভাষা শিখতে পারে। যদি মানিয়ে চলা অসম্ভব হয়, তবে সম্মান ও মানবতা বজায় রেখে আলাদা হন—নরক নয়, শান্তি দিন শিশুর শৈশবে।

শিশুর প্রতিটি দিন হোক আনন্দে ভরপুর, ভীত নয়—তাকে ঘিরে গড়ে উঠুক এক আশ্রয় যেখানে আছে বোঝাপড়া, সহানুভূতি ও নিঃশর্ত ভালোবাসা।

আল্লাহ তুমি সব বাচ্চাদের হেফাজতে রাখুন।আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন।  আমিন   😭🤲
21/07/2025

আল্লাহ তুমি সব বাচ্চাদের হেফাজতে রাখুন।
আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন
😭🤲

21/07/2025

রাসুল (সা:) বলেছেন..
নিশ্চয়ই রিজিকের দেরি হওয়ার কারণে কেউ যেন হালাল উপার্জন ছেড়ে হারাম পথে না যায়। কারণ, আল্লাহর দেওয়া রিজিক মানুষ যেভাবেই হোক পেয়ে যাবে, ইনশাআল্লাহ

Juel Ahmed #দোয়া

আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন ।😥🤲Juel Ahmed
21/07/2025

আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন ।😥🤲

Juel Ahmed

21/07/2025

সূরা আল ফুরকান ( আয়াত নং - ৭৪ )
وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

অর্থঃ
এবং যারা (এই) বলে (দোয়া করে যে), হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
সাধারণত পিতা তার পরিবারবর্গের নেতা হয়ে থাকে। কুরআন মাজীদ তাকে এ দোয়া শিক্ষা দিচ্ছে। এর সারমর্ম হল, হে আল্লাহ! পিতা ও স্বামী হিসেবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা, তখন আপনি আমার স্ত্রী-সন্তানদেরকে মুত্তাকী বানিয়ে দিন, যাতে আমি নেতা হই মুত্তাকীদের এবং তারা হয় আমার জন্য নয়নপ্রীতিকর। এর বিপরীতে আমি না হই ফাসেক ও পাপীদের নেতা, যারা আমার জন্য আযাব না হয়ে দাঁড়ায়। যারা নিজ পরিবারবর্গের আচার-আচরণে অতিষ্ঠ, তাদের নিয়মিতভাবে এ দোয়াটি করা উচিত।

18/07/2025

সূরা আদ দুহা

وَالضُّحٰی ۙ ١ وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ ٢ مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ ٣ وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ ٤ وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ ٥ اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪ ٦ وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪ ٧ وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ ٨ فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ ٩ وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ ١۰ وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ٪ ١١

সূরা আদ-দুহার বাংলা উচ্চারণ :

১. ওয়াদদু হা।
২. ওয়াল্লাইলি ইযা-ছাজা।
৩. মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা।

৪. ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা।
৫. ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।
৬. আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া।

৭. ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
৮. ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা।
৯. ফা-আম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।

১০. ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
১১. ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।

সূরা আদ-দুহার বাংলা অর্থ :

শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর যখন উহা হয় নিঝুম, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরুপও হননি। তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে।

তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই? তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়,অতঃপর অভাবমুক্ত করিলেন, সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না; এবং প্রার্থীকে ভর্ৎসনা করিও না। তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও। (সূরা দুহা, আয়াত : ১১)

18/07/2025

সুরা বাকারার শেষ ২ আয়াত🤲

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

13/07/2025

ঈমান, আমল, এবং নিয়ত ঠিক থাকলে দোয়া কবুল হবেই হবে।

Address

Dhaka

Website

https://www.instagram.com/juelahmedbd?igsh=MTd6NzdsNGlhZThkMw%3D%3

Alerts

Be the first to know and let us send you an email when Juel Ahmed.02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juel Ahmed.02:

Share